সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজন ও স্থানীয় বাসিন্দারা হাসপাতাল ভাঙচুর করেছেন।
আজ শুক্রবার দুপুরে আমিরাবাদ ইউনিয়নের চর সোনাপুর গ্রামে সোনাপুর মা ও শিশু কল্যাণকেন্দ্রে এ হামলা চালানো হয়। এ সময় অভিযুক্ত সেবিকা কল্পনা রানী দাসকে মারধর করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মারা যাওয়া নারীর নাম ফেরদৌস আরা (২৮)। তিনি সোনাগাজী সদর ইউনিয়নের শাহাপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। তাঁর স্বামী নিজাম উদ্দিন অটোরিকশার চালক। আজ বেলা ১১টার দিকে আশ্রয়ণকেন্দ্র কবরস্থানের সামনে জানাজা শেষে ফেরদৌসকে দাফন করা হয়। পরে হাসপাতালে হামলা হয়।
ফেরদৌসের ভাবি সাফা আক্তার কাজল বলেন, ‘৮ এপ্রিল রাতে আমার ননদ ফেরদৌসের প্রসব বেদনা উঠলে আমরা দ্রুত তাকে পাশের সোনাপুর মা ও শিশু হাসপাতালে নিয়ে যাই। সেখানে কল্পনা রানী দাস নামের একজন সেবিকা একটি ছেলেসন্তান প্রসব করায়। তারপর শিশুর নাড়ি কেটে বাঁধতে গিয়ে ভুল করে ফেলে। এতে ফেরদৌস ব্যথায় ছটফট করতে থাকে, রক্তে পুরো কক্ষ লাল হয়ে যায়। আমরা বারবার তাকে নিয়ে যেতে চাইলে নার্স কল্পনা রানী দাস নিতে দেয়নি। ঠিক হয়ে যাবে, এমন বলে সময়ক্ষেপণ করতে থাকে। সর্বশেষ আমরা জোরপূর্বক ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার দিবাগত ২টার দিকে সে মৃত্যুবরণ করে।’
ফেরদৌসের ভাই মো. ফারুক হোসেন বলেন, ‘আমার বোনের হত্যাকারীর বিচার চাই। তার দুটি মেয়ে ও একটি ছেলেসন্তান রয়েছে।’
জানতে চাইলে সেবিকা কল্পনা বলেন, ‘আমি সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে সঠিকভাবে চিকিৎসা দেওয়া যায়। কিন্তু বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর নালি ও ফুল কাটতে গিয়ে একটু সমস্যা হয়। তখন তাদের ফেনী হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। কেউ কি চায় ইচ্ছা করে কারও ক্ষতি করতে?’

যোগাযোগ করা হলে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইয়াকুব নবী বলেন, ‘চিকিৎসার অবহেলার কারণে মৃত্যু হলে কল্পনা রানী দাসের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
হামলা প্রসঙ্গে সোনাপুর মা ও শিশু কল্যাণকেন্দ্রের পরিদর্শক অতসী বালা দাস বলেন, ‘শুক্রবার দুপুর ১২টার দিকে হঠাৎ দেখি অনেকে জড়ো হচ্ছে আর বকাবকি করছে। তাদের শান্ত হতে বললে তারা আমার কক্ষে এসে হামলা চালায়। এতে অনেক কিছু নষ্ট হয়ে যায়। আমার মোবাইলটি চুরি হয়ে যায়।’
এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজীদ হোসেন আকন জানান, হাসপাতালে বিক্ষুব্ধ জনতার অবস্থানের সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ফেনীর সোনাগাজীতে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজন ও স্থানীয় বাসিন্দারা হাসপাতাল ভাঙচুর করেছেন।
আজ শুক্রবার দুপুরে আমিরাবাদ ইউনিয়নের চর সোনাপুর গ্রামে সোনাপুর মা ও শিশু কল্যাণকেন্দ্রে এ হামলা চালানো হয়। এ সময় অভিযুক্ত সেবিকা কল্পনা রানী দাসকে মারধর করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মারা যাওয়া নারীর নাম ফেরদৌস আরা (২৮)। তিনি সোনাগাজী সদর ইউনিয়নের শাহাপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। তাঁর স্বামী নিজাম উদ্দিন অটোরিকশার চালক। আজ বেলা ১১টার দিকে আশ্রয়ণকেন্দ্র কবরস্থানের সামনে জানাজা শেষে ফেরদৌসকে দাফন করা হয়। পরে হাসপাতালে হামলা হয়।
ফেরদৌসের ভাবি সাফা আক্তার কাজল বলেন, ‘৮ এপ্রিল রাতে আমার ননদ ফেরদৌসের প্রসব বেদনা উঠলে আমরা দ্রুত তাকে পাশের সোনাপুর মা ও শিশু হাসপাতালে নিয়ে যাই। সেখানে কল্পনা রানী দাস নামের একজন সেবিকা একটি ছেলেসন্তান প্রসব করায়। তারপর শিশুর নাড়ি কেটে বাঁধতে গিয়ে ভুল করে ফেলে। এতে ফেরদৌস ব্যথায় ছটফট করতে থাকে, রক্তে পুরো কক্ষ লাল হয়ে যায়। আমরা বারবার তাকে নিয়ে যেতে চাইলে নার্স কল্পনা রানী দাস নিতে দেয়নি। ঠিক হয়ে যাবে, এমন বলে সময়ক্ষেপণ করতে থাকে। সর্বশেষ আমরা জোরপূর্বক ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার দিবাগত ২টার দিকে সে মৃত্যুবরণ করে।’
ফেরদৌসের ভাই মো. ফারুক হোসেন বলেন, ‘আমার বোনের হত্যাকারীর বিচার চাই। তার দুটি মেয়ে ও একটি ছেলেসন্তান রয়েছে।’
জানতে চাইলে সেবিকা কল্পনা বলেন, ‘আমি সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে সঠিকভাবে চিকিৎসা দেওয়া যায়। কিন্তু বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর নালি ও ফুল কাটতে গিয়ে একটু সমস্যা হয়। তখন তাদের ফেনী হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। কেউ কি চায় ইচ্ছা করে কারও ক্ষতি করতে?’

যোগাযোগ করা হলে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইয়াকুব নবী বলেন, ‘চিকিৎসার অবহেলার কারণে মৃত্যু হলে কল্পনা রানী দাসের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
হামলা প্রসঙ্গে সোনাপুর মা ও শিশু কল্যাণকেন্দ্রের পরিদর্শক অতসী বালা দাস বলেন, ‘শুক্রবার দুপুর ১২টার দিকে হঠাৎ দেখি অনেকে জড়ো হচ্ছে আর বকাবকি করছে। তাদের শান্ত হতে বললে তারা আমার কক্ষে এসে হামলা চালায়। এতে অনেক কিছু নষ্ট হয়ে যায়। আমার মোবাইলটি চুরি হয়ে যায়।’
এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজীদ হোসেন আকন জানান, হাসপাতালে বিক্ষুব্ধ জনতার অবস্থানের সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
২ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৩ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৩ ঘণ্টা আগে