ফেনী প্রতিনিধি

ফেনীর দাগনভূঞায় নিজের ঘরে পড়ে ছিল মমতাজ বেগম নামের এক নারীর মরদেহ। গলায় ওড়না পেঁচিয়ে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। গতকাল বুধবার রাতে জয়লস্কর ইউনিয়নের উত্তর বারাহীগুনী গ্রামের ছেরাজ মিয়ার বাড়িতে নিহতের বসতঘরে এ ঘটনা ঘটে।
নিহত পারুল আক্তার প্রবাসী আতাউর রহমানের স্ত্রী এবং জায়লস্কর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মতিন চৌধুরীর ছোট বোন।
ফেনীর পুলিশ সুপার জাকির হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বুধবার রাতের কোনো এক সময়ে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মাথায় আঘাতের চিহ্ন আছে। গলায় স্বর্ণের চেইন, হাতে স্বর্ণের বালা এবং কানে স্বর্ণের দুল আছে। প্রাথমিকভাবে এটাকে হত্যা বলেই তদন্তের কাজ চলছে। পারিবারিকভাবে নিহতের সন্তানেরা পূর্বশত্রুতার কথা জানিয়েছেন। পুলিশের অন্যান্য টিম তদন্তে কাজ করছে। দ্রুত রহস্য উদ্ঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মমতাজ বেগমের দুই ছেলে ও এক মেয়ে আছে। বুধবার রাতে মমতাজ বেগম একা ছিলেন ঘরে। ছেলেরা কর্মস্থলে এবং মেয়ে শ্বশুরবাড়িতে ছিলেন। নিহতের বড় ছেলের বউ ছিলেন তাঁর বাবার বাড়িতে।
নিহতের কাতারপ্রবাসী ছেলে মেহেদী হাসান তুহিন বুধবার রাতে মায়ের সঙ্গে যোগাযোগ করতে বারবার মোবাইল ফোনে কল করে না পেয়ে চাচাতো ভাই রজিনুল কবিরকে খবর দেন। কবির ঘরে এসে দেখতে পান মমতাজ বেগম মৃত অবস্থায় মেঝেতে পড়ে আছে। বিষয়টি ছোট ছেলে মাহমুদুল হাসানকে জানালে স্থানীয় ইউপি সদস্য ইমরান হোসেনকে খবর দেন তিনি। ইমরান হোসেন ঘটনার কথা জানান দাগনভূঞা থানাকে। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম বলেন, পূর্বশত্রুতা জেরে এ ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় নিহতের ছোট ছেলে মাহমুদুল হাসান বাদী হয়ে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য লাশ ফেনী সদর হাসপাতালে পাঠানো হবে।

ফেনীর দাগনভূঞায় নিজের ঘরে পড়ে ছিল মমতাজ বেগম নামের এক নারীর মরদেহ। গলায় ওড়না পেঁচিয়ে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। গতকাল বুধবার রাতে জয়লস্কর ইউনিয়নের উত্তর বারাহীগুনী গ্রামের ছেরাজ মিয়ার বাড়িতে নিহতের বসতঘরে এ ঘটনা ঘটে।
নিহত পারুল আক্তার প্রবাসী আতাউর রহমানের স্ত্রী এবং জায়লস্কর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মতিন চৌধুরীর ছোট বোন।
ফেনীর পুলিশ সুপার জাকির হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বুধবার রাতের কোনো এক সময়ে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মাথায় আঘাতের চিহ্ন আছে। গলায় স্বর্ণের চেইন, হাতে স্বর্ণের বালা এবং কানে স্বর্ণের দুল আছে। প্রাথমিকভাবে এটাকে হত্যা বলেই তদন্তের কাজ চলছে। পারিবারিকভাবে নিহতের সন্তানেরা পূর্বশত্রুতার কথা জানিয়েছেন। পুলিশের অন্যান্য টিম তদন্তে কাজ করছে। দ্রুত রহস্য উদ্ঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মমতাজ বেগমের দুই ছেলে ও এক মেয়ে আছে। বুধবার রাতে মমতাজ বেগম একা ছিলেন ঘরে। ছেলেরা কর্মস্থলে এবং মেয়ে শ্বশুরবাড়িতে ছিলেন। নিহতের বড় ছেলের বউ ছিলেন তাঁর বাবার বাড়িতে।
নিহতের কাতারপ্রবাসী ছেলে মেহেদী হাসান তুহিন বুধবার রাতে মায়ের সঙ্গে যোগাযোগ করতে বারবার মোবাইল ফোনে কল করে না পেয়ে চাচাতো ভাই রজিনুল কবিরকে খবর দেন। কবির ঘরে এসে দেখতে পান মমতাজ বেগম মৃত অবস্থায় মেঝেতে পড়ে আছে। বিষয়টি ছোট ছেলে মাহমুদুল হাসানকে জানালে স্থানীয় ইউপি সদস্য ইমরান হোসেনকে খবর দেন তিনি। ইমরান হোসেন ঘটনার কথা জানান দাগনভূঞা থানাকে। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম বলেন, পূর্বশত্রুতা জেরে এ ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় নিহতের ছোট ছেলে মাহমুদুল হাসান বাদী হয়ে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য লাশ ফেনী সদর হাসপাতালে পাঠানো হবে।

নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৫ মিনিট আগে
হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, অর্থাৎ কালকে রায় হলে পরশু ইলেকশন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাকসুর নির্বাচনের পক্ষে ইতিবাচক রায়ের জন্য বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ আইনি লড়াই চালিয়ে যাবে।
৮ মিনিট আগে
এক শীত চলে গেছে, আরেক শীতের মৌসুম শেষ হওয়ার পথে, তবু শীতার্তদের জন্য বিদেশে থেকে অনুদান হিসেবে পাওয়া ৮ কনটেইনার শীতবস্ত্র পৌঁছায়নি দুস্থদের কাছে। ১০ মাস আগে এসব শীতবস্ত্র কনটেইনারে করে চট্টগ্রাম বন্দরে পৌঁছালেও আমলাতান্ত্রিক জটিলতায় মালপত্র এখনো খালাস করা যায়নি।
১০ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
১ ঘণ্টা আগে