নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও পরশুরাম (ফেনী) প্রতিনিধি

স্ত্রীকে হত্যা করে সৌদি আরব চলে যান ফেনীর পরশুরাম থানার ইব্রাহীম প্রকাশ মুন্সী মিয়া। সেখানে দীর্ঘ ২৫ বছর আত্মগোপনে ছিলেন। এর মধ্যে স্ত্রী হত্যার দায়ে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হয়। সম্প্রতি তিনি দেশে ফেরেন। বাড়ি না গিয়ে গাজীপুরে থাকেন। সেখান থেকে আবার সৌদি আরব যাওয়ার কথা ছিল। কিন্তু তা আর হয়নি। র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন। ইব্রাহীমের বর্তমান বয়স ৫৯ বছর।
তিনি উপজেলার মির্জানগর ইউনিয়নের উত্তর কাউতলী গ্রামের মৃত আলী আহাম্মদের ছেলে। গত শুক্রবার রাতে ঢাকার গাজীপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে পরশুরাম থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আজ শনিবার দুপুরে র্যাব-৩–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ ইব্রাহীম প্রকাশকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সকালে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।
এ নিয়ে ওসি মো. সাইফুল ইসলাম জানান, ১৯৯৭ সালের ২৩ জুন মোহাম্মদ ইব্রাহিম প্রকাশ মুন্সী মিয়া পারিবারিক কলহের জের ধরে তাঁর স্ত্রী আনোয়ারা আক্তারকে (৩০) গলা কেটে হত্যা করেন। এরপর আনোয়ারা আক্তারের ভাই দেলোয়ার হোসেন চৌধুরী বাদী হয়ে মোহাম্মদ ইব্রাহিম প্রকাশ মুন্সী মিয়ার বিরুদ্ধে হত্যা মামলা করেন। সেই মামলায় ফেনী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ১৯৯৯ সালের ২ নভেম্বর তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছর সশ্রম কারাদণ্ড দেন।
বিচার চলাকালেই পাসপোর্ট করেন ইব্রাহীম। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে আকাশপথেই সৌদি আরব পাড়ি জমান। সৌদি আবরে টানা ২৫ বছর ছিলেন। ২৫ বছর পর সাম্প্রতিক তিনি দেশে ফিরে আসেন। এসে গাজীপুর মহানগরের গাছা থানা এলাকায় আত্মগোপনে থাকেন। কিছুদিন থেকে আবার সৌদি আবর চলে যাওয়ার কথা ছিল। এরই মাঝে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব–৩–এর সদস্যরা গতকাল শুক্রবার দিবাগত রাতে গাজীপুরের গাছা থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

স্ত্রীকে হত্যা করে সৌদি আরব চলে যান ফেনীর পরশুরাম থানার ইব্রাহীম প্রকাশ মুন্সী মিয়া। সেখানে দীর্ঘ ২৫ বছর আত্মগোপনে ছিলেন। এর মধ্যে স্ত্রী হত্যার দায়ে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হয়। সম্প্রতি তিনি দেশে ফেরেন। বাড়ি না গিয়ে গাজীপুরে থাকেন। সেখান থেকে আবার সৌদি আরব যাওয়ার কথা ছিল। কিন্তু তা আর হয়নি। র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন। ইব্রাহীমের বর্তমান বয়স ৫৯ বছর।
তিনি উপজেলার মির্জানগর ইউনিয়নের উত্তর কাউতলী গ্রামের মৃত আলী আহাম্মদের ছেলে। গত শুক্রবার রাতে ঢাকার গাজীপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে পরশুরাম থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আজ শনিবার দুপুরে র্যাব-৩–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ ইব্রাহীম প্রকাশকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সকালে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।
এ নিয়ে ওসি মো. সাইফুল ইসলাম জানান, ১৯৯৭ সালের ২৩ জুন মোহাম্মদ ইব্রাহিম প্রকাশ মুন্সী মিয়া পারিবারিক কলহের জের ধরে তাঁর স্ত্রী আনোয়ারা আক্তারকে (৩০) গলা কেটে হত্যা করেন। এরপর আনোয়ারা আক্তারের ভাই দেলোয়ার হোসেন চৌধুরী বাদী হয়ে মোহাম্মদ ইব্রাহিম প্রকাশ মুন্সী মিয়ার বিরুদ্ধে হত্যা মামলা করেন। সেই মামলায় ফেনী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ১৯৯৯ সালের ২ নভেম্বর তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছর সশ্রম কারাদণ্ড দেন।
বিচার চলাকালেই পাসপোর্ট করেন ইব্রাহীম। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে আকাশপথেই সৌদি আরব পাড়ি জমান। সৌদি আবরে টানা ২৫ বছর ছিলেন। ২৫ বছর পর সাম্প্রতিক তিনি দেশে ফিরে আসেন। এসে গাজীপুর মহানগরের গাছা থানা এলাকায় আত্মগোপনে থাকেন। কিছুদিন থেকে আবার সৌদি আবর চলে যাওয়ার কথা ছিল। এরই মাঝে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব–৩–এর সদস্যরা গতকাল শুক্রবার দিবাগত রাতে গাজীপুরের গাছা থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে