দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে ফেনী জেলা আ. লীগের সদস্য ও আদম ব্যবসায়ী জসিম উদ্দীন সাইদ (সিআইপি) ওরফে জেড ইউ সাইদকে আটক করেছে সৌদি আরবের গোয়েন্দা সংস্থা। গত ২৬ ফেব্রুয়ারি সৌদি গোয়েন্দা সংস্থা (নাজাহ) তাঁকে আটক করে। জসিম উদ্দীন সাইদ ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের নেয়াজপুর গ্রামের সৈয়দ মিয়ার ছেলে।
সূত্র জানায়, ওই দিন সন্ধ্যায় সৌদি আরবের রিয়াদের বাসা থেকে জসিম উদ্দিন সাইদকে আটক করে গোয়েন্দা সংস্থা (নাজাহা)। এর আগে একই অভিযোগে মো. আশরাফ নামে আরেক ব্যবসায়ীকে সস্ত্রীক আটক করা হয়। তার বাড়ি গাজীপুর জেলায়।
আটকদের এখনো গোয়েন্দা সেলে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। তবে তারা ঠিক কোথায় আছেন এ বিষয়ে বাংলাদেশি কমিউনিটির কেউ নিশ্চিত করতে পারেননি। এ নিয়ে প্রবাসী বাংলাদেশিরা উদ্বেগ রয়েছেন।
অভিযোগ রয়েছে আ. লীগের নেতা জসিমের কাছে অবৈধভাবে রাখা অন্তত ১০ মিলিয়ন রিয়াল গোয়েন্দারা জব্দ করেছে। তিনি দীর্ঘদিন ধরে অবৈধ চ্যানেলে বাংলাদেশে অর্থ লেনদেন করে আসছেন।
এ বিষয়ে জসিম উদ্দীন সাইদের ছোট ভাই মেজবাহ উদ্দীন সাইদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভাই গ্রেপ্তার হননি, তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে। তিনি বর্তমানে সৌদি আরবে গোয়েন্দা নজরদারিতে রয়েছেন।’
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক একেএম শহীদ খন্দকারের সঙ্গে যোগাযোগ করা হলে তার গ্রেপ্তার বা আটকের বিষয় তিনি কিছু জানেন না বলে মন্তব্য করেন।
জানতে চাইলে বায়রার সভাপতি আবুল বাসার আজকের পত্রিকাকে বলেন, ‘আর্থিক বিষয়ে জড়িত থাকার কারণে আমরা চাইলেও জসিম উদ্দীন সাইদকে কোনো প্রকার সহযোগিতা করতে পারছি না। তবে আমরা চেষ্টা চালাচ্ছি তাকে মুক্ত করার জন্য। তিনিসহ মোট ৮ বাংলাদেশি আর্থিক অনিয়মের ঘটনায় জড়িত আছেন।’

অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে ফেনী জেলা আ. লীগের সদস্য ও আদম ব্যবসায়ী জসিম উদ্দীন সাইদ (সিআইপি) ওরফে জেড ইউ সাইদকে আটক করেছে সৌদি আরবের গোয়েন্দা সংস্থা। গত ২৬ ফেব্রুয়ারি সৌদি গোয়েন্দা সংস্থা (নাজাহ) তাঁকে আটক করে। জসিম উদ্দীন সাইদ ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের নেয়াজপুর গ্রামের সৈয়দ মিয়ার ছেলে।
সূত্র জানায়, ওই দিন সন্ধ্যায় সৌদি আরবের রিয়াদের বাসা থেকে জসিম উদ্দিন সাইদকে আটক করে গোয়েন্দা সংস্থা (নাজাহা)। এর আগে একই অভিযোগে মো. আশরাফ নামে আরেক ব্যবসায়ীকে সস্ত্রীক আটক করা হয়। তার বাড়ি গাজীপুর জেলায়।
আটকদের এখনো গোয়েন্দা সেলে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। তবে তারা ঠিক কোথায় আছেন এ বিষয়ে বাংলাদেশি কমিউনিটির কেউ নিশ্চিত করতে পারেননি। এ নিয়ে প্রবাসী বাংলাদেশিরা উদ্বেগ রয়েছেন।
অভিযোগ রয়েছে আ. লীগের নেতা জসিমের কাছে অবৈধভাবে রাখা অন্তত ১০ মিলিয়ন রিয়াল গোয়েন্দারা জব্দ করেছে। তিনি দীর্ঘদিন ধরে অবৈধ চ্যানেলে বাংলাদেশে অর্থ লেনদেন করে আসছেন।
এ বিষয়ে জসিম উদ্দীন সাইদের ছোট ভাই মেজবাহ উদ্দীন সাইদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভাই গ্রেপ্তার হননি, তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে। তিনি বর্তমানে সৌদি আরবে গোয়েন্দা নজরদারিতে রয়েছেন।’
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক একেএম শহীদ খন্দকারের সঙ্গে যোগাযোগ করা হলে তার গ্রেপ্তার বা আটকের বিষয় তিনি কিছু জানেন না বলে মন্তব্য করেন।
জানতে চাইলে বায়রার সভাপতি আবুল বাসার আজকের পত্রিকাকে বলেন, ‘আর্থিক বিষয়ে জড়িত থাকার কারণে আমরা চাইলেও জসিম উদ্দীন সাইদকে কোনো প্রকার সহযোগিতা করতে পারছি না। তবে আমরা চেষ্টা চালাচ্ছি তাকে মুক্ত করার জন্য। তিনিসহ মোট ৮ বাংলাদেশি আর্থিক অনিয়মের ঘটনায় জড়িত আছেন।’

অনলাইন প্ল্যাটফর্মে টেলিগ্রামে বিনিয়োগ ও চাকরি দেওয়ার কথা বলে ১ কোটির বেশি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার আসামির নাম মো. সোহেল মিয়া (৪১)।
১৬ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, ‘শিশুটির অবস্থা গুরুতর। তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গুলি তার মুখের এক পাশ দিয়ে ঢুকে মস্তিষ্কে প্রবেশ করেছে।’
৩৪ মিনিট আগে
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. রুবেল আনসারকে দুই বছরের জন্য একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ২৩৪তম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়ার পর রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রে
৪৪ মিনিট আগে
২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে রান্নাঘর স্থাপনসহ নানা অনিয়ম ও অব্যবস্থাপনার ঘটনায় দুই সিনিয়র স্টাফ নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব....
১ ঘণ্টা আগে