Ajker Patrika

ভারতের উজানের ঢলে ফের ডুবছে ফেনী, বেড়েছে নদীর পানি

ফেনী প্রতিনিধি
ভারতের উজান থেকে নেমে আসা ঢলে ফের ডুবেছে ফেনীর নিম্নাঞ্চল। ছবি: আজকের পত্রিকা
ভারতের উজান থেকে নেমে আসা ঢলে ফের ডুবেছে ফেনীর নিম্নাঞ্চল। ছবি: আজকের পত্রিকা

ভারতের উজান থেকে নেমে আসা ঢলে আবার ডুবছে ফেনী। ফেনীতে তেমন বৃষ্টি না হলেও ভারতের ত্রিপুরায় ভারী বৃষ্টি হচ্ছে। ভারতের উজান থেকে নেমে আসা ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বেড়ে গেছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের আগের ভাঙা স্থান দিয়ে নদীর পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত করছে। আজ সোমবার (২১ জুলাই) সকাল থেকেই লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করে। এতে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, চলতি মাসের ৮ তারিখ থেকে টানা বৃষ্টিপাত ও ভারতের উজানের ঢলে তিনটি নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত ৪১টি স্থানে ভাঙন দেখা দেয়। এর মধ্যে ছয়টি স্থানে মেরামত শেষ হলেও ২৮টি স্থানে এখনো কাজ চলছে। এখন ভারতের উজানের পানিতে আবার পরশুরামের পশ্চিম অলকা, নবাবপুর ও ফুলগাজীর উত্তর শ্রীপুর এলাকাসহ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, গত বছরের ভয়াবহ বন্যায় বাঁধে শতাধিক ভাঙন দেখা দিলেও মেরামতের কাজ টেকসই হয়নি। প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে কাজ শেষ হওয়ার পর এক বছর না যেতেই ফের সেসব জায়গা ভেঙে পড়েছে। ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকে পরশুরামের পশ্চিম অলকা, পূর্ব অলকা, নোয়াপুর, চিথলিয়া ইউনিয়নের কয়েকটি গ্রাম এবং ফুলগাজীর কিছু এলাকা নতুন করে প্লাবিত হয়েছে।

পরশুরামের পশ্চিম অলকার বাসিন্দা মাসুম বলেন, ‘এখানে বৃষ্টি তেমন না থাকলেও ভারতের উজানে ভারী বর্ষণ হচ্ছে। কয়েক দিন আগে যে জায়গাগুলোতে বাঁধ ভেঙেছিল, সেগুলো দিয়েই আবার পানি ঢুকে এলাকা প্লাবিত হচ্ছে। এ দুর্ভোগ কোনো দিনই কাটবে না মনে হয়।’

ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, ‘ফেনীতে গত ২৪ ঘণ্টায় মাত্র ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে ভারতের ত্রিপুরায় টানা ভারী বৃষ্টিপাত হওয়ায় নদীগুলোর পানি হঠাৎ বাড়ছে।’

পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী আবুল কাশেম বলেন, ‘ভারতের উজানে ভারী বৃষ্টিপাতের কারণে মুহুরী নদীর পানি বাড়ছে। বেলা ১টার দিকে নদীর পানি বিপৎসীমার ১২ দশমিক ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। খুব দ্রুতই এটি বিপৎসীমা ছাড়িয়ে যেতে পারে। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আজকের রাশিফল: আপনার স্পষ্ট কথা কারও বুক ফুটা করে দিতে পারে, পকেট সামলান

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক

ক্রিকেটারদের বিপিএল ‘বয়কট’, হচ্ছে না নোয়াখালী-চট্টগ্রামের ম্যাচ

ইরানে হত্যা চলছে না, আমাকে ‘আশ্বস্ত’ করা হয়েছে: ট্রাম্প

দীর্ঘমেয়াদি যুদ্ধ নয়, ইরানে ‘দ্রুত ও চূড়ান্ত আঘাত’ হানতে চান ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত