ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ সময় তাঁরা প্রত্যেকে মাথায় কাফনের কাপড় পরে প্রতিবাদ জানান। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বগাদানা ইউনিয়নের তাকিয়া বাজারে ‘বগাদানা ইউনিয়নবাসী’র ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
পরে তাঁরা বিক্ষোভ মিছিল করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় স্থানীয় ভোটার সাইফুল ইসলাম বলেন, ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। কিন্তু নির্বাচনের আগেই ভোটের দিন ঘর থেকে বের না হতে এক পক্ষ হুমকি-ধমকি দিচ্ছে।’
আলমগীর হোসেন নামে আরেকজন বলেন, ‘আগে থেকেই জেলার বড় পদস্থ সরকারদলীয় নেতা-কর্মীরা আমাদের এলাকায় যাতায়াত করছেন। নির্বাচনের দিনও তারা মাঠে থাকবে শুনছি। তাই এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
এ সময় ভোটাররা ভোট গ্রহণের দিন বহিরাগতদের দমনে প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের দাবি জানান।
কর্মসূচি চলার একপর্যায়ে একই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম সিপন একাত্মতা প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, ‘সহিংসতা ও ভোট ডাকাতির শঙ্কায় ভুগছি। তাই নিরপেক্ষ নির্বাচনের দাবি জানাই।’
নৌকা প্রতীকের প্রার্থী আলাউদ্দিন বাবুল বলেন, সরকারের উন্নয়নে খুশি হয়ে এলাকার মানুষ তাঁর পাশে রয়েছেন, সমর্থন করছেন। এতে ঈর্ষান্বিত হয়ে কেউ কেউ তাঁর বিরুদ্ধে অপপ্রচার করছেন। এসব কিছুর জবাব ভোটের দিন ভোটাররাই দেবে।
এদিকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন করার জন্য সব প্রস্তুতি রয়েছে। ভোট সুষ্ঠু করতে যা প্রয়োজন, তাই করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান। তিনি বলেন, যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের একাধিক দল মাঠে কাজ করছে। বিধি অমান্যকারীদের প্রয়োজনে সাজাও দেওয়া হচ্ছে। এতে প্রভাব খাটিয়ে কারও পার পাওয়ার সুযোগ নেই।
উল্লেখ্য, সোনাগাজীতে চতুর্থ ধাপে ৯ ইউপিতে এরই মধ্যে চেয়ারম্যান পদে ২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও অন্যগুলোতে চলছে নৌকা, বিদ্রোহী, জাতীয় পার্টি ও বিএনপির বহুমুখী লড়াই। ২৬ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই ভোটের দিন যতই ঘনিয়ে আসছে এখানে ততই উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে সময় পার করছেন স্থানীয় ভোটার এবং প্রার্থীরা।

ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ সময় তাঁরা প্রত্যেকে মাথায় কাফনের কাপড় পরে প্রতিবাদ জানান। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বগাদানা ইউনিয়নের তাকিয়া বাজারে ‘বগাদানা ইউনিয়নবাসী’র ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
পরে তাঁরা বিক্ষোভ মিছিল করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় স্থানীয় ভোটার সাইফুল ইসলাম বলেন, ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। কিন্তু নির্বাচনের আগেই ভোটের দিন ঘর থেকে বের না হতে এক পক্ষ হুমকি-ধমকি দিচ্ছে।’
আলমগীর হোসেন নামে আরেকজন বলেন, ‘আগে থেকেই জেলার বড় পদস্থ সরকারদলীয় নেতা-কর্মীরা আমাদের এলাকায় যাতায়াত করছেন। নির্বাচনের দিনও তারা মাঠে থাকবে শুনছি। তাই এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
এ সময় ভোটাররা ভোট গ্রহণের দিন বহিরাগতদের দমনে প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের দাবি জানান।
কর্মসূচি চলার একপর্যায়ে একই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম সিপন একাত্মতা প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, ‘সহিংসতা ও ভোট ডাকাতির শঙ্কায় ভুগছি। তাই নিরপেক্ষ নির্বাচনের দাবি জানাই।’
নৌকা প্রতীকের প্রার্থী আলাউদ্দিন বাবুল বলেন, সরকারের উন্নয়নে খুশি হয়ে এলাকার মানুষ তাঁর পাশে রয়েছেন, সমর্থন করছেন। এতে ঈর্ষান্বিত হয়ে কেউ কেউ তাঁর বিরুদ্ধে অপপ্রচার করছেন। এসব কিছুর জবাব ভোটের দিন ভোটাররাই দেবে।
এদিকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন করার জন্য সব প্রস্তুতি রয়েছে। ভোট সুষ্ঠু করতে যা প্রয়োজন, তাই করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান। তিনি বলেন, যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের একাধিক দল মাঠে কাজ করছে। বিধি অমান্যকারীদের প্রয়োজনে সাজাও দেওয়া হচ্ছে। এতে প্রভাব খাটিয়ে কারও পার পাওয়ার সুযোগ নেই।
উল্লেখ্য, সোনাগাজীতে চতুর্থ ধাপে ৯ ইউপিতে এরই মধ্যে চেয়ারম্যান পদে ২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও অন্যগুলোতে চলছে নৌকা, বিদ্রোহী, জাতীয় পার্টি ও বিএনপির বহুমুখী লড়াই। ২৬ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই ভোটের দিন যতই ঘনিয়ে আসছে এখানে ততই উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে সময় পার করছেন স্থানীয় ভোটার এবং প্রার্থীরা।

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৬ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৭ ঘণ্টা আগে