Ajker Patrika

ফেনীতে বাম গণতান্ত্রিক জোটের মশাল মিছিলে হামলা

ফেনী প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ১৪: ২২
ফেনীতে বাম গণতান্ত্রিক জোটের মশাল মিছিলে হামলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে দেশব্যাপী আজ বৃহস্পতিবার আধাবেলা (সকাল ৬টা থেকে বেলা ২টা) হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট। হরতালের সমর্থনে গতকাল বুধবার রাত ৮টায় ফেনীতে মিছিল বের করেন নেতা-কর্মীরা। মিছিলে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। ছাত্রলীগ এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে বাম গণতান্ত্রিক জোট।

আহতরা হলেন ফেনী জেলা বাসদের সমন্বয়ক জসিম উদ্দিন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ফেনীর আহ্বায়ক নয়ন পাশা, মার্কসবাদী নেত্রী রাইহান এ কমুসহ আরও অনেকে। 

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ফেনীর সাধারণ সম্পাদক মোবারক হোসেন জামসেদ বলেন, ‘আমরা মিছিল নিয়ে ট্রাংক রোড প্রদক্ষিণ করে প্রেসক্লাব হয়ে বড় মসজিদ এলাকায় পৌঁছালে ছাত্রলীগের নেতা-কর্মীরা অতর্কিত হামলা শুরু করে। আমাদের হাতে থাকা মশাল কেড়ে নিয়ে তারা সেগুলো দিয়ে আঘাত করেছে।’

বাসদ ফেনী জেলা সমন্বয়ক জসিম উদ্দিন বলেন, ‘আমরা ভেবেছিলাম তফসিল ঘোষণার পর পুলিশ অন্তত নিরপেক্ষ থাকবে। কিন্তু আজও পুলিশের সামনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আমাদের ওপর এভাবে অতর্কিত হামলা করেছে।’

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ বলেন, তাঁদের বিরুদ্ধে আনা হামলার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ঘটনাস্থলে ছাত্রলীগের কোনো নেতা-কর্মী উপস্থিত ছিলেন না বলে দাবি করেন তিনি। 

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে নিরাপত্তা দিয়ে তাদের উদ্ধার করেছে। পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সত্য নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত