ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে সাবেক স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনসহ ১৫ জনের নামে দ্রুত বিচার আদালতে মামলা হয়েছে। আজ মঙ্গলবার জেলা আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দমন (দ্রুত বিচার) আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী হলেন–মো. দিলদার হোসেন সবুজ (৫০), তিনি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য এবং জেলা বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক।
দ্রুত বিচার আদালতের পুলিশ পরিদর্শক আবুল খায়ের মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন–সাবেক স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন (৭৫), তাঁর ভাই সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর (৭০), শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার নাজমুল ইসলাম লেভী (৫৮), সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম জীবন (৩৫), সুপ্ত খান (২৮), সাদমান সৌমিক (২৭), অমিত সরকার প্রমুখ।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৯ সালের ২৬ মার্চ শহরের গোয়ালচামট এলাকায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা ফুল দিতে যায়। ফেরার পথেই ভাঙা রাস্তার মোড়ে পৌঁছালে খন্দকার মোশাররফ হোসেনের নির্দেশে নেতা কর্মীদের ওপর হকিস্টিক, লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়।
এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের তৎকালীন আহ্বায়ক (বর্তমান জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক) জুলফিকার হোসেন জুয়েলকে খুন করার উদ্দেশ্যে খন্দকার নাজমুল ইসলাম লেভী ও সাইফুল ইসলাম জীবন রামদা দিয়ে মাথায় কোপ দেয়। এরপর হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে অন্যরা। হামলায় বাদীও আহত হন এবং আহতরা পালিয়ে থেকে চিকিৎসা নেন বলে উল্লেখ করা হয়।
বাদী পক্ষের আইনজীবী হাবিবুর রহমান হাবিব আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগটি দ্রুত বিচার আদালতের মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে এবং বিচারক নাসিম মাহমুদ আগামী ৭২ ঘণ্টার মধ্যে কোতোয়ালি থানায় মামলা রুজু করে তদন্তের জন্য ওসিকে নির্দেশ দিয়েছেন।’
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতে একটি অভিযোগ হয়েছে শুনেছি। এখন কোর্ট থেকে থানায় প্রেরণ করলে তা রুজু করে তদন্ত করা হবে।’

ফরিদপুরে সাবেক স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনসহ ১৫ জনের নামে দ্রুত বিচার আদালতে মামলা হয়েছে। আজ মঙ্গলবার জেলা আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দমন (দ্রুত বিচার) আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী হলেন–মো. দিলদার হোসেন সবুজ (৫০), তিনি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য এবং জেলা বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক।
দ্রুত বিচার আদালতের পুলিশ পরিদর্শক আবুল খায়ের মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন–সাবেক স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন (৭৫), তাঁর ভাই সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর (৭০), শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার নাজমুল ইসলাম লেভী (৫৮), সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম জীবন (৩৫), সুপ্ত খান (২৮), সাদমান সৌমিক (২৭), অমিত সরকার প্রমুখ।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৯ সালের ২৬ মার্চ শহরের গোয়ালচামট এলাকায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা ফুল দিতে যায়। ফেরার পথেই ভাঙা রাস্তার মোড়ে পৌঁছালে খন্দকার মোশাররফ হোসেনের নির্দেশে নেতা কর্মীদের ওপর হকিস্টিক, লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়।
এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের তৎকালীন আহ্বায়ক (বর্তমান জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক) জুলফিকার হোসেন জুয়েলকে খুন করার উদ্দেশ্যে খন্দকার নাজমুল ইসলাম লেভী ও সাইফুল ইসলাম জীবন রামদা দিয়ে মাথায় কোপ দেয়। এরপর হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে অন্যরা। হামলায় বাদীও আহত হন এবং আহতরা পালিয়ে থেকে চিকিৎসা নেন বলে উল্লেখ করা হয়।
বাদী পক্ষের আইনজীবী হাবিবুর রহমান হাবিব আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগটি দ্রুত বিচার আদালতের মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে এবং বিচারক নাসিম মাহমুদ আগামী ৭২ ঘণ্টার মধ্যে কোতোয়ালি থানায় মামলা রুজু করে তদন্তের জন্য ওসিকে নির্দেশ দিয়েছেন।’
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতে একটি অভিযোগ হয়েছে শুনেছি। এখন কোর্ট থেকে থানায় প্রেরণ করলে তা রুজু করে তদন্ত করা হবে।’

এবার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে কারণ দর্শানোর নোটিশ পেলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করে...
২৪ মিনিট আগে
খুব সকালে কড়া নিরাপত্তার মাধ্যমে চিন্ময়সহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মিলিয়ে শতাধিক সদস্য আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়। খুব কম সময়ের মধ্যে আদালতে মামলার কার্যক্রম শেষ করা হয়।
১ ঘণ্টা আগে
ফাওজুল কবির খান বলেন, ‘আপনি যদি বাংলাদেশের মঙ্গল চান, আপনি যদি রাজপথের সহিংসতা দেখতে না চান, যদি মানুষের খুন দেখতে না চান—তাহলে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দেবেন। দেশের চাবি আপনার হাতে। এই জন্যই আমাদের গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি।
১ ঘণ্টা আগে
বাড্ডায় সড়ক ছেড়ে গেছেন অবরোধরত ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা। এতে কুড়িল-রামপুরা সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাড্ডার ফুজি টাওয়ার এলাকায় অবরোধ কর্মসূচি শুরু করেন তাঁরা।
১ ঘণ্টা আগে