ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে সাবেক স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনসহ ১৫ জনের নামে দ্রুত বিচার আদালতে মামলা হয়েছে। আজ মঙ্গলবার জেলা আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দমন (দ্রুত বিচার) আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী হলেন–মো. দিলদার হোসেন সবুজ (৫০), তিনি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য এবং জেলা বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক।
দ্রুত বিচার আদালতের পুলিশ পরিদর্শক আবুল খায়ের মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন–সাবেক স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন (৭৫), তাঁর ভাই সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর (৭০), শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার নাজমুল ইসলাম লেভী (৫৮), সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম জীবন (৩৫), সুপ্ত খান (২৮), সাদমান সৌমিক (২৭), অমিত সরকার প্রমুখ।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৯ সালের ২৬ মার্চ শহরের গোয়ালচামট এলাকায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা ফুল দিতে যায়। ফেরার পথেই ভাঙা রাস্তার মোড়ে পৌঁছালে খন্দকার মোশাররফ হোসেনের নির্দেশে নেতা কর্মীদের ওপর হকিস্টিক, লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়।
এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের তৎকালীন আহ্বায়ক (বর্তমান জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক) জুলফিকার হোসেন জুয়েলকে খুন করার উদ্দেশ্যে খন্দকার নাজমুল ইসলাম লেভী ও সাইফুল ইসলাম জীবন রামদা দিয়ে মাথায় কোপ দেয়। এরপর হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে অন্যরা। হামলায় বাদীও আহত হন এবং আহতরা পালিয়ে থেকে চিকিৎসা নেন বলে উল্লেখ করা হয়।
বাদী পক্ষের আইনজীবী হাবিবুর রহমান হাবিব আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগটি দ্রুত বিচার আদালতের মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে এবং বিচারক নাসিম মাহমুদ আগামী ৭২ ঘণ্টার মধ্যে কোতোয়ালি থানায় মামলা রুজু করে তদন্তের জন্য ওসিকে নির্দেশ দিয়েছেন।’
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতে একটি অভিযোগ হয়েছে শুনেছি। এখন কোর্ট থেকে থানায় প্রেরণ করলে তা রুজু করে তদন্ত করা হবে।’

ফরিদপুরে সাবেক স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনসহ ১৫ জনের নামে দ্রুত বিচার আদালতে মামলা হয়েছে। আজ মঙ্গলবার জেলা আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দমন (দ্রুত বিচার) আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী হলেন–মো. দিলদার হোসেন সবুজ (৫০), তিনি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য এবং জেলা বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক।
দ্রুত বিচার আদালতের পুলিশ পরিদর্শক আবুল খায়ের মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন–সাবেক স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন (৭৫), তাঁর ভাই সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর (৭০), শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার নাজমুল ইসলাম লেভী (৫৮), সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম জীবন (৩৫), সুপ্ত খান (২৮), সাদমান সৌমিক (২৭), অমিত সরকার প্রমুখ।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৯ সালের ২৬ মার্চ শহরের গোয়ালচামট এলাকায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা ফুল দিতে যায়। ফেরার পথেই ভাঙা রাস্তার মোড়ে পৌঁছালে খন্দকার মোশাররফ হোসেনের নির্দেশে নেতা কর্মীদের ওপর হকিস্টিক, লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়।
এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের তৎকালীন আহ্বায়ক (বর্তমান জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক) জুলফিকার হোসেন জুয়েলকে খুন করার উদ্দেশ্যে খন্দকার নাজমুল ইসলাম লেভী ও সাইফুল ইসলাম জীবন রামদা দিয়ে মাথায় কোপ দেয়। এরপর হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে অন্যরা। হামলায় বাদীও আহত হন এবং আহতরা পালিয়ে থেকে চিকিৎসা নেন বলে উল্লেখ করা হয়।
বাদী পক্ষের আইনজীবী হাবিবুর রহমান হাবিব আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগটি দ্রুত বিচার আদালতের মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে এবং বিচারক নাসিম মাহমুদ আগামী ৭২ ঘণ্টার মধ্যে কোতোয়ালি থানায় মামলা রুজু করে তদন্তের জন্য ওসিকে নির্দেশ দিয়েছেন।’
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতে একটি অভিযোগ হয়েছে শুনেছি। এখন কোর্ট থেকে থানায় প্রেরণ করলে তা রুজু করে তদন্ত করা হবে।’

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
৫ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
১২ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
১৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের দুটি শরিকদের ছেড়ে দিয়েছে বিএনপি। ফলে ওই দুই আসনে সুযোগ নিতে চায় জামায়াত নেতৃত্বাধীন ১২ দলীয় সমমনা জোট ও স্বতন্ত্র প্রার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর): এবার আসনটিতে বিএনপির প্রার্থী এম এ হান্নান, বাংলাদেশ জামায়াত ইসলামীর অধ্যাপক...
২৪ মিনিট আগে