ফরিদপুর প্রতিনিধি

ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই ও চালককে হত্যার ঘটনায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন ফরিদপুর অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অশোক কুমার দত্ত।
একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। এ ছাড়া অন্য আরেকটি ধারায় প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেন বিচারক।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—রাজবাড়ী জেলা সদরের খানখানাপুর ব্যারাকপাড়ার আনিছ মল্লিক (২৪), ঢেঁকিগাড়িয়ার সহিদ শেখ (২৪), বালিয়াডাঙ্গীর মো. শাহজাহান শেখ (৪২) এবং বাড়ইপাড়ার মো. শামীম ওরফে ভাগনে শামীম (২৬)। এদের মধ্যে শাহজাহান শেখ ও শামীম পলাতক রয়েছেন। বাকি দুজন রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন এবং রায় ঘোষণার পর পুলিশি প্রহরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ৭ মার্চ ফরিদপুর জেলা সদরের লক্ষ্মীদাসের হাট এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে কোতয়ালী থানার পুলিশ। ওই দিনই লাশটি রাজবাড়ী জেলা সদরের পাচুড়িয়া গোপ্তমানিক গ্রামের সিদ্দিক তালুকদারের ছেলে ফারুক তালুকদারের (৩৬) বলে শনাক্ত করেন নিহতের পরিবার। পরে কোতয়ালী থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের বড় ভাই হান্নান তালুকদার।
পরে এ হত্যাকাণ্ড ও ইজিবাইকটি ছিনতাইয়ের অভিযোগে ২০২৩ সালের ২৫ জানুয়ারি চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক মিজানুর রহমান। ওই সময় দুজনকে গ্রেপ্তার করেন।

ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই ও চালককে হত্যার ঘটনায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন ফরিদপুর অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অশোক কুমার দত্ত।
একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। এ ছাড়া অন্য আরেকটি ধারায় প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেন বিচারক।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—রাজবাড়ী জেলা সদরের খানখানাপুর ব্যারাকপাড়ার আনিছ মল্লিক (২৪), ঢেঁকিগাড়িয়ার সহিদ শেখ (২৪), বালিয়াডাঙ্গীর মো. শাহজাহান শেখ (৪২) এবং বাড়ইপাড়ার মো. শামীম ওরফে ভাগনে শামীম (২৬)। এদের মধ্যে শাহজাহান শেখ ও শামীম পলাতক রয়েছেন। বাকি দুজন রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন এবং রায় ঘোষণার পর পুলিশি প্রহরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ৭ মার্চ ফরিদপুর জেলা সদরের লক্ষ্মীদাসের হাট এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে কোতয়ালী থানার পুলিশ। ওই দিনই লাশটি রাজবাড়ী জেলা সদরের পাচুড়িয়া গোপ্তমানিক গ্রামের সিদ্দিক তালুকদারের ছেলে ফারুক তালুকদারের (৩৬) বলে শনাক্ত করেন নিহতের পরিবার। পরে কোতয়ালী থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের বড় ভাই হান্নান তালুকদার।
পরে এ হত্যাকাণ্ড ও ইজিবাইকটি ছিনতাইয়ের অভিযোগে ২০২৩ সালের ২৫ জানুয়ারি চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক মিজানুর রহমান। ওই সময় দুজনকে গ্রেপ্তার করেন।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৪ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৮ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৮ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৮ ঘণ্টা আগে