ফরিদপুর প্রতিনিধি

ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই ও চালককে হত্যার ঘটনায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন ফরিদপুর অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অশোক কুমার দত্ত।
একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। এ ছাড়া অন্য আরেকটি ধারায় প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেন বিচারক।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—রাজবাড়ী জেলা সদরের খানখানাপুর ব্যারাকপাড়ার আনিছ মল্লিক (২৪), ঢেঁকিগাড়িয়ার সহিদ শেখ (২৪), বালিয়াডাঙ্গীর মো. শাহজাহান শেখ (৪২) এবং বাড়ইপাড়ার মো. শামীম ওরফে ভাগনে শামীম (২৬)। এদের মধ্যে শাহজাহান শেখ ও শামীম পলাতক রয়েছেন। বাকি দুজন রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন এবং রায় ঘোষণার পর পুলিশি প্রহরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ৭ মার্চ ফরিদপুর জেলা সদরের লক্ষ্মীদাসের হাট এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে কোতয়ালী থানার পুলিশ। ওই দিনই লাশটি রাজবাড়ী জেলা সদরের পাচুড়িয়া গোপ্তমানিক গ্রামের সিদ্দিক তালুকদারের ছেলে ফারুক তালুকদারের (৩৬) বলে শনাক্ত করেন নিহতের পরিবার। পরে কোতয়ালী থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের বড় ভাই হান্নান তালুকদার।
পরে এ হত্যাকাণ্ড ও ইজিবাইকটি ছিনতাইয়ের অভিযোগে ২০২৩ সালের ২৫ জানুয়ারি চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক মিজানুর রহমান। ওই সময় দুজনকে গ্রেপ্তার করেন।

ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই ও চালককে হত্যার ঘটনায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন ফরিদপুর অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অশোক কুমার দত্ত।
একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। এ ছাড়া অন্য আরেকটি ধারায় প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেন বিচারক।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—রাজবাড়ী জেলা সদরের খানখানাপুর ব্যারাকপাড়ার আনিছ মল্লিক (২৪), ঢেঁকিগাড়িয়ার সহিদ শেখ (২৪), বালিয়াডাঙ্গীর মো. শাহজাহান শেখ (৪২) এবং বাড়ইপাড়ার মো. শামীম ওরফে ভাগনে শামীম (২৬)। এদের মধ্যে শাহজাহান শেখ ও শামীম পলাতক রয়েছেন। বাকি দুজন রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন এবং রায় ঘোষণার পর পুলিশি প্রহরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ৭ মার্চ ফরিদপুর জেলা সদরের লক্ষ্মীদাসের হাট এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে কোতয়ালী থানার পুলিশ। ওই দিনই লাশটি রাজবাড়ী জেলা সদরের পাচুড়িয়া গোপ্তমানিক গ্রামের সিদ্দিক তালুকদারের ছেলে ফারুক তালুকদারের (৩৬) বলে শনাক্ত করেন নিহতের পরিবার। পরে কোতয়ালী থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের বড় ভাই হান্নান তালুকদার।
পরে এ হত্যাকাণ্ড ও ইজিবাইকটি ছিনতাইয়ের অভিযোগে ২০২৩ সালের ২৫ জানুয়ারি চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক মিজানুর রহমান। ওই সময় দুজনকে গ্রেপ্তার করেন।

চট্টগ্রামমুখী লেনে চলন্ত এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় দাঁড়িয়ে থাকা আব্দুর রহমান ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।
৯ মিনিট আগে
বাদীর অভিযোগ, ওই বক্তব্যের মাধ্যমে মরহুম আরাফাত রহমান কোকো, তাঁর পরিবার, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের নেতা-কর্মী ও সমর্থকদের চরমভাবে মানহানি করা হয়েছে। এতে সামাজিকভাবে অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও নালিশে উল্লেখ করা হয়।
১৪ মিনিট আগে
এবার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে কারণ দর্শানোর নোটিশ পেলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করে...
৩৮ মিনিট আগে
খুব সকালে কড়া নিরাপত্তার মাধ্যমে চিন্ময়সহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মিলিয়ে শতাধিক সদস্য আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়। খুব কম সময়ের মধ্যে আদালতে মামলার কার্যক্রম শেষ করা হয়।
১ ঘণ্টা আগে