ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় সৌরভ মালো (২০) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে ভাঙ্গা উপজেলা সদরে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা কুমার নদের ওপর জোড়া ব্রিজের নিচে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের গলায় ও পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
সৌরভ নগরকান্দা উপজেলার মাঝিকান্দা গ্রামের স্বপন মালোর ছেলে ও ফরিদপুর রাজেন্দ্র কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র ছিল।
নিহতের চাচা অমল মালো বলেন, ‘গত ৬ তারিখে আমার মেয়ে পিয়াঙ্গার জন্মদিন উপলক্ষে সৌরভ ঢাকা যায়। পরদিন ৭ তারিখ বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে নগরকান্দার উদ্দেশ্যে রওনা দেয়। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে আমাদের সঙ্গে মোবাইলে কথা হয়। সে বলে, ‘‘আমি কিছুক্ষণের মধ্যে ভাঙ্গায় গাড়ি থেকে নামব।’ ’ এরপর থেকে তার মোবাইলে আর কথা বলতে পারি নাই। রাতভর অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাইনি। আমার একমাত্র ভাতিজাকে পরিকল্পিতভাবে হত্যা করে ব্রিজ থেকে নদীতে ফেলে দিয়েছে।’
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, ‘গত রাতে সৌরভের পরিবারের লোকজন থানায় এসেছিল। সারা রাত পুলিশসহ তাঁরা অনেক খোঁজাখুঁজি করেছে কিন্তু তাকে পাওয়া যায়নি। আজ শুক্রবার সকালে ভাঙ্গা কুমার নদীর ওপর নির্মিত জোড়া ব্রিজের নিচে একটি লাশের সন্ধান পাই। ঘটনাস্থল পরিদর্শন করে সৌরভের মরদেহ উদ্ধার করি।’
ওসি আরও বলেন, ‘মরদেহের গলায় ও পায়ে একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। তদন্ত চলছে, মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মার্গে পাঠানো হবে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ফরিদপুরের ভাঙ্গায় সৌরভ মালো (২০) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে ভাঙ্গা উপজেলা সদরে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা কুমার নদের ওপর জোড়া ব্রিজের নিচে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের গলায় ও পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
সৌরভ নগরকান্দা উপজেলার মাঝিকান্দা গ্রামের স্বপন মালোর ছেলে ও ফরিদপুর রাজেন্দ্র কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র ছিল।
নিহতের চাচা অমল মালো বলেন, ‘গত ৬ তারিখে আমার মেয়ে পিয়াঙ্গার জন্মদিন উপলক্ষে সৌরভ ঢাকা যায়। পরদিন ৭ তারিখ বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে নগরকান্দার উদ্দেশ্যে রওনা দেয়। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে আমাদের সঙ্গে মোবাইলে কথা হয়। সে বলে, ‘‘আমি কিছুক্ষণের মধ্যে ভাঙ্গায় গাড়ি থেকে নামব।’ ’ এরপর থেকে তার মোবাইলে আর কথা বলতে পারি নাই। রাতভর অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাইনি। আমার একমাত্র ভাতিজাকে পরিকল্পিতভাবে হত্যা করে ব্রিজ থেকে নদীতে ফেলে দিয়েছে।’
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, ‘গত রাতে সৌরভের পরিবারের লোকজন থানায় এসেছিল। সারা রাত পুলিশসহ তাঁরা অনেক খোঁজাখুঁজি করেছে কিন্তু তাকে পাওয়া যায়নি। আজ শুক্রবার সকালে ভাঙ্গা কুমার নদীর ওপর নির্মিত জোড়া ব্রিজের নিচে একটি লাশের সন্ধান পাই। ঘটনাস্থল পরিদর্শন করে সৌরভের মরদেহ উদ্ধার করি।’
ওসি আরও বলেন, ‘মরদেহের গলায় ও পায়ে একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। তদন্ত চলছে, মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মার্গে পাঠানো হবে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে