ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বালিয়াচরা ও সোনাখোলা গ্রামবাসীর মধ্যে ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এ সময় দুটি বাড়িতে অগ্নিসংযোগ,৩টি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।
সংঘর্ষ থামাতে পুলিশ ১০ রাউন্ড শটগানের গুলি, ১০টি টিয়ারশেল ও দুটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। উত্তেজনা থামাতে বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ১৫ দিন আগে দুই গ্রামের মধ্যবর্তী একটি মাঠে ক্রিকেট খেলা নিয়ে দুই গ্রামের তরুণদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর গত এক সপ্তাহে সোনাখোলা গ্রামের ছেলেদের হাতে হামলার শিকার হন বালিয়াচরা গ্রামের কলেজছাত্র আল-আমিন (২২) ও মিরহাজ শেখ (২২)। এর পর দুই গ্রামের মধ্যে উত্তেজনা চলতে থাকে। সর্বশেষ আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে দুই গ্রামের কয়েকশত গ্রামবাসী ঢাল, সড়কি, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়। এ সময় বালিয়াচরা গ্রামের বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মোল্লার বাড়িসহ আকাশ মুন্সী ও হান্নান শেখের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় বালিয়াচরা গ্রামের হাবুল মাতুব্বর ও গফফার শেখের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বালিয়াচরার বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের ছোট ভাই এটিএম ফরহাদ নান্নু বলেন, ‘আমাদের বাড়িতে সোনাখোলার লোকজন এসে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে।’
ভাঙ্গা ফায়ার সার্ভিসের লিডার খোকন জমাদার বলেন, ‘সংঘর্ষের ঘটনা থেকে ওই এলাকায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণ করেছে।’
ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফাহিমা কাদের চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘দুই গ্রামে থানা-পুলিশের পাশাপাশি ফরিদপুর জেলা শহর থেকে অতিরিক্ত পুলিশ এনে মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে।’

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বালিয়াচরা ও সোনাখোলা গ্রামবাসীর মধ্যে ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এ সময় দুটি বাড়িতে অগ্নিসংযোগ,৩টি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।
সংঘর্ষ থামাতে পুলিশ ১০ রাউন্ড শটগানের গুলি, ১০টি টিয়ারশেল ও দুটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। উত্তেজনা থামাতে বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ১৫ দিন আগে দুই গ্রামের মধ্যবর্তী একটি মাঠে ক্রিকেট খেলা নিয়ে দুই গ্রামের তরুণদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর গত এক সপ্তাহে সোনাখোলা গ্রামের ছেলেদের হাতে হামলার শিকার হন বালিয়াচরা গ্রামের কলেজছাত্র আল-আমিন (২২) ও মিরহাজ শেখ (২২)। এর পর দুই গ্রামের মধ্যে উত্তেজনা চলতে থাকে। সর্বশেষ আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে দুই গ্রামের কয়েকশত গ্রামবাসী ঢাল, সড়কি, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়। এ সময় বালিয়াচরা গ্রামের বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মোল্লার বাড়িসহ আকাশ মুন্সী ও হান্নান শেখের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় বালিয়াচরা গ্রামের হাবুল মাতুব্বর ও গফফার শেখের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বালিয়াচরার বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের ছোট ভাই এটিএম ফরহাদ নান্নু বলেন, ‘আমাদের বাড়িতে সোনাখোলার লোকজন এসে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে।’
ভাঙ্গা ফায়ার সার্ভিসের লিডার খোকন জমাদার বলেন, ‘সংঘর্ষের ঘটনা থেকে ওই এলাকায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণ করেছে।’
ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফাহিমা কাদের চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘দুই গ্রামে থানা-পুলিশের পাশাপাশি ফরিদপুর জেলা শহর থেকে অতিরিক্ত পুলিশ এনে মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে।’

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৩ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৩ ঘণ্টা আগে