নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক মন্ত্রী ও ফরিদপুর–৩ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সাবেক শ্বশুর। আজ রোববার মামলাটি দায়ের করা হয়। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।
দুদক মহাপরিচালক বলেন, ‘সাবেক স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের নামে ৩৫ কোটি ১৮ লাখ কোটি ৭৯ হাজার ৭৭ টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। বিপুল এই সম্পদ তার বৈধ আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ।’
তিনি জানান, এ ছাড়া ১৫টি ব্যাংক হিসাবে ৯৯ কোটি ২১ লাখ ১৮ হাজার ৮৪২ টাকা ও ১১ লাখ ৩৩ হাজার ৮১৬ মার্কিন ডলার লেনদেন করেছেন। এই লেনদেন কে অস্বাভাবিক বলছে দুদক।
মামলার এজাহারে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন—২০০৪ এর ২৭ (১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন—২০১২ এর ৪ (২) (৩) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ২০০৮, ২০১৪ ও ২০১৮ এই তিনটি জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর–৩ সংসদীয় আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০৯ প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী হন। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফকে সরিয়ে তাঁকে স্থানীয় সরকার মন্ত্রী করা হয়।
২০২২ সালে ৯ মার্চ দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় চার্জশিটভুক্ত আসামি মোশাররফ হোসেনের ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে গ্রেপ্তার করে পুলিশ। এই মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। একই মামলায় ২০২০ সাল থেকে মোশাররফ হোসেনের দুই সহযোগী সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলও কারাগারে রয়েছেন আটক করে পুলিশ।
গত বছরের ২১ অক্টোবর বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। প্রায় সাত মাস পর সংস্থাটির অনুসন্ধান শেষে মামলা করেছে সংস্থাটি। তিনি ২০২২ থেকে সুইজারল্যান্ডে বসবাস করছেন।

সাবেক মন্ত্রী ও ফরিদপুর–৩ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সাবেক শ্বশুর। আজ রোববার মামলাটি দায়ের করা হয়। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।
দুদক মহাপরিচালক বলেন, ‘সাবেক স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের নামে ৩৫ কোটি ১৮ লাখ কোটি ৭৯ হাজার ৭৭ টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। বিপুল এই সম্পদ তার বৈধ আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ।’
তিনি জানান, এ ছাড়া ১৫টি ব্যাংক হিসাবে ৯৯ কোটি ২১ লাখ ১৮ হাজার ৮৪২ টাকা ও ১১ লাখ ৩৩ হাজার ৮১৬ মার্কিন ডলার লেনদেন করেছেন। এই লেনদেন কে অস্বাভাবিক বলছে দুদক।
মামলার এজাহারে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন—২০০৪ এর ২৭ (১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন—২০১২ এর ৪ (২) (৩) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ২০০৮, ২০১৪ ও ২০১৮ এই তিনটি জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর–৩ সংসদীয় আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০৯ প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী হন। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফকে সরিয়ে তাঁকে স্থানীয় সরকার মন্ত্রী করা হয়।
২০২২ সালে ৯ মার্চ দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় চার্জশিটভুক্ত আসামি মোশাররফ হোসেনের ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে গ্রেপ্তার করে পুলিশ। এই মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। একই মামলায় ২০২০ সাল থেকে মোশাররফ হোসেনের দুই সহযোগী সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলও কারাগারে রয়েছেন আটক করে পুলিশ।
গত বছরের ২১ অক্টোবর বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। প্রায় সাত মাস পর সংস্থাটির অনুসন্ধান শেষে মামলা করেছে সংস্থাটি। তিনি ২০২২ থেকে সুইজারল্যান্ডে বসবাস করছেন।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৩ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৩ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে