
ফরিদপুর শহরের বিভিন্ন বাজারে তরমুজের দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার অভিযানের সময় ফরিদপুর কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল শেখ নিউমার্কেট এলাকায় তরমুজ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় ক্রেতাদের কাছে দাঁড়িয়ে থেকে ওই দোকানের তরমুজগুলো ২৮০ টাকা করে বিক্রি করেন এবং অন্যদের বেশি দামে তরমুজ না কেনার অনুরোধ করেন সোহেল শেখ। কিন্তু বিকেলে শহরের নিউমার্কেট, চকবাজার, কাঠপট্টি ও হাজী শরীয়তুল্লাহ বাজারে গিয়ে দেখা যায় উল্টো চিত্র। খুচরা বিক্রেতারা প্রতিটি তরমুজ ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি করছেন। কোথাও দেখা যায়নি ভোক্তা অধিদপ্তরের ওই কর্মকর্তার উল্লিখিত দাম।
এদিকে গতকাল আরও ছয় জেলায় অভিযান চালিয়ে ১৪ বিক্রেতাকে বিভিন্ন অঙ্কের টাকা জরিমানা করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর:
মৌলভীবাজার: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বাজারসহ বিভিন্ন জায়গায় অভিযান চালায়। এ সময় তিন প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
মাদারীপুর: শিবচর পৌর বাজারে ৩ দোকানে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
নড়াইল: বেশি দামে ফল বিক্রি করায় দুই বিক্রেতাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় এই অভিযান চালানো হয়।
বরিশাল: গৌরনদী উপজেলার আশোকাঠী বাজারে অভিযান চালিয়েছেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আবদুল্লাহ খান। এ সময় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
কুমিল্লা: হোমনা পৌর এলাকায় বাজার তদারক ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান এই অভিযান পরিচালনা করেন। এ সময় মূল্যতালিকা না থাকায় তিন দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

ফরিদপুর শহরের বিভিন্ন বাজারে তরমুজের দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার অভিযানের সময় ফরিদপুর কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল শেখ নিউমার্কেট এলাকায় তরমুজ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় ক্রেতাদের কাছে দাঁড়িয়ে থেকে ওই দোকানের তরমুজগুলো ২৮০ টাকা করে বিক্রি করেন এবং অন্যদের বেশি দামে তরমুজ না কেনার অনুরোধ করেন সোহেল শেখ। কিন্তু বিকেলে শহরের নিউমার্কেট, চকবাজার, কাঠপট্টি ও হাজী শরীয়তুল্লাহ বাজারে গিয়ে দেখা যায় উল্টো চিত্র। খুচরা বিক্রেতারা প্রতিটি তরমুজ ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি করছেন। কোথাও দেখা যায়নি ভোক্তা অধিদপ্তরের ওই কর্মকর্তার উল্লিখিত দাম।
এদিকে গতকাল আরও ছয় জেলায় অভিযান চালিয়ে ১৪ বিক্রেতাকে বিভিন্ন অঙ্কের টাকা জরিমানা করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর:
মৌলভীবাজার: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বাজারসহ বিভিন্ন জায়গায় অভিযান চালায়। এ সময় তিন প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
মাদারীপুর: শিবচর পৌর বাজারে ৩ দোকানে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
নড়াইল: বেশি দামে ফল বিক্রি করায় দুই বিক্রেতাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় এই অভিযান চালানো হয়।
বরিশাল: গৌরনদী উপজেলার আশোকাঠী বাজারে অভিযান চালিয়েছেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আবদুল্লাহ খান। এ সময় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
কুমিল্লা: হোমনা পৌর এলাকায় বাজার তদারক ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান এই অভিযান পরিচালনা করেন। এ সময় মূল্যতালিকা না থাকায় তিন দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
১৫ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
১৮ মিনিট আগে
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
৩৭ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
৪৩ মিনিট আগে