ফরিদপুর প্রতিনিধি

পূজামণ্ডপ থেকে ফেরার পরদিন অসুস্থ স্বপ্না বাওয়ালী (১৭) নামের এক কিশোরীকে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। এ নিয়ে গত দুই দিনের ব্যবধানে তিন তরুণীর মৃত্যু হলো। পুলিশ জানিয়েছে অতিরিক্ত মদপানে তাদের মৃত্যু হয়েছে।
আজ সোমবার দুপুরে গাজীরটেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইয়াকুব আলী ও চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফফার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্বপ্না বাওয়ালী চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চর অযোধ্যা গ্রামের পঞ্চানন বাওয়ালীর মেয়ে। স্বপ্না চরঅযোধ্যা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।
জানা যায়, গত শনিবার সন্ধ্যায় বড় বোন সুস্মিতার সঙ্গে পূজামণ্ডপে ঘোরাঘুরির জন্য বের হয় স্বপ্না। রাত সাড়ে ১০টার দিকে তারা বাড়িতে ফিরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। গতকাল রোববার বিকেল ৫টার দিকে স্বপ্নার অসুস্থতার বিষয়টি লক্ষ্য করে তার কাছে জানতে চাইলে সে তাদের কাছে মদ পানের কথা স্বীকার করে। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে গাজীরটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল রাতে ওই মেয়ের বড় চাচা আমাকে ফোন দিয়ে জানিয়েছেন যে তাঁর ভাতিজি মারা গেছে। ওই মেয়ে পূজায় ঘুরতে বের হয়ে রাতে বাসায় ফেরে। পরদিন পেটে ব্যথা হলে হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তবে, শুনেছি মেয়েটি মদ খেয়েছিল।’
চিকিৎসকদের বরাত দিয়ে ওসি আব্দুল গফফার আজকের পত্রিকাকে বলেন, ‘অতিরিক্ত মদপানে স্বপ্নার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে শনিবার শহরের আলীপুরে পূজা বিশ্বাস (২০) ও রত্না সাহা (২৪) সরকারি রাজেন্দ্র কলেজের দুই ছাত্রী মদ পানে অসুস্থ হয়ে মারা যান। কাদের সঙ্গে, কখন তাঁরা এই মদ পান করেন, সে রহস্যও এখনো জানা যায়নি।

পূজামণ্ডপ থেকে ফেরার পরদিন অসুস্থ স্বপ্না বাওয়ালী (১৭) নামের এক কিশোরীকে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। এ নিয়ে গত দুই দিনের ব্যবধানে তিন তরুণীর মৃত্যু হলো। পুলিশ জানিয়েছে অতিরিক্ত মদপানে তাদের মৃত্যু হয়েছে।
আজ সোমবার দুপুরে গাজীরটেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইয়াকুব আলী ও চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফফার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্বপ্না বাওয়ালী চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চর অযোধ্যা গ্রামের পঞ্চানন বাওয়ালীর মেয়ে। স্বপ্না চরঅযোধ্যা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।
জানা যায়, গত শনিবার সন্ধ্যায় বড় বোন সুস্মিতার সঙ্গে পূজামণ্ডপে ঘোরাঘুরির জন্য বের হয় স্বপ্না। রাত সাড়ে ১০টার দিকে তারা বাড়িতে ফিরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। গতকাল রোববার বিকেল ৫টার দিকে স্বপ্নার অসুস্থতার বিষয়টি লক্ষ্য করে তার কাছে জানতে চাইলে সে তাদের কাছে মদ পানের কথা স্বীকার করে। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে গাজীরটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল রাতে ওই মেয়ের বড় চাচা আমাকে ফোন দিয়ে জানিয়েছেন যে তাঁর ভাতিজি মারা গেছে। ওই মেয়ে পূজায় ঘুরতে বের হয়ে রাতে বাসায় ফেরে। পরদিন পেটে ব্যথা হলে হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তবে, শুনেছি মেয়েটি মদ খেয়েছিল।’
চিকিৎসকদের বরাত দিয়ে ওসি আব্দুল গফফার আজকের পত্রিকাকে বলেন, ‘অতিরিক্ত মদপানে স্বপ্নার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে শনিবার শহরের আলীপুরে পূজা বিশ্বাস (২০) ও রত্না সাহা (২৪) সরকারি রাজেন্দ্র কলেজের দুই ছাত্রী মদ পানে অসুস্থ হয়ে মারা যান। কাদের সঙ্গে, কখন তাঁরা এই মদ পান করেন, সে রহস্যও এখনো জানা যায়নি।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতি অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।
১৬ মিনিট আগে
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
৩৫ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা ও বিরূপ মন্তব্য করায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
৩৭ মিনিট আগে
শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
১ ঘণ্টা আগে