ফরিদপুর প্রতিনিধি

রমজান মাস উপলক্ষে ফরিদপুরে প্রতিটি হোটেল-রেস্তোরাঁর বাইরে সামনের অংশে পসরা সাজিয়ে রাখা হয়েছে লোভনীয় ইফতারসামগ্রীর। এসব খাবারে ক্ষতিকর উপাদান রয়েছে কি না তা সাধারণ মানুষের অজানা। কিন্তু বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযানে মিলছে ক্ষতিকর উপাদান। ভেজাল তেলে তৈরি হচ্ছে ইফতারসামগ্রী হিসেবে পরিচিত শাহি জিলাপি।
এ ছাড়া অভিযানকালে অধিকাংশ হোটেল-রেস্তোরাঁ বা মিষ্টান্ন দোকানে মিলছে পচা-বাসি খাবার বা খাদ্য উপাদানসামগ্রী। রমজান মাসজুড়ে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বিশুদ্ধ খাদ্য আদালতের এমন অভিযান অব্যাহত রয়েছে।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় নিরাপদ খাদ্য কার্যালয়ের উদ্যোগে শহরের নিউমার্কেট-সংলগ্ন দুটি রেস্তোরাঁ, মিষ্টিপট্টি এলাকায় পরিচালিত অভিযানে এসব চিত্র ফুটে ওঠে। এতে নেতৃত্ব দেন জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসিফ এলাহি। এ সময় খাদ্য নিরাপদ আইনে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয় এবং বাকিদের সতর্ক করা হয়।
অভিযানের সময় শহরের নিউমার্কেট-সংলগ্ন সুলতানি ভোজ নামক হোটেলের ফ্রিজে মেলে পচা খাদ্যসামগ্রী। এ সময় প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়। একই নামে রেস্তোরাঁয় অভিযানকালে ভেজাল তেলে শাহি জিলাপি তৈরি করা হচ্ছে, যা তাৎক্ষণিক পরীক্ষায় প্রমাণিত হয়। এমন অপরাধে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেন আদালত। এ ছাড়া ময়রাপট্টি এলাকায় একাধিক মিষ্টান্ন দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে এবং ভেজাল ও নিম্নমানের তেল দিয়ে জিলাপি ভাজার বিষয়টি পরীক্ষায় প্রমাণিত হয়। এ সময় দুটি মিষ্টান্ন ভান্ডারের বিরুদ্ধে মামলাসহ জব্দ করা তেল ফেলে দেওয়া হয়।
এর আগে ১২ মার্চ শহরের খন্দকার হোটেল, নিউ স্টার কাবাব, খলিলের মিষ্টির দোকানে অভিযানে পচা-বাসি খাদ্যসামগ্রী মেলে এবং ৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়। অভিযানকালে খন্দকার হোটেল থেকে পচা মাংস ও বাসি শরবত জব্দ করা হয়।

এসব বিষয়ে জানতে চাইলে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আজমুল ফুয়াদ রিয়াদ আজকের পত্রিকাকে জানান, মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে রমজান মাসে নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করা হচ্ছে। আজ (মঙ্গলবার) তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা নেওয়া হবে এবং বাকি দুটিকে সতর্কতামূলক নোটিশ করা হয়েছে। তাদের মুচলেকা দিয়ে অঙ্গীকার করতে হবে।

রমজান মাস উপলক্ষে ফরিদপুরে প্রতিটি হোটেল-রেস্তোরাঁর বাইরে সামনের অংশে পসরা সাজিয়ে রাখা হয়েছে লোভনীয় ইফতারসামগ্রীর। এসব খাবারে ক্ষতিকর উপাদান রয়েছে কি না তা সাধারণ মানুষের অজানা। কিন্তু বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযানে মিলছে ক্ষতিকর উপাদান। ভেজাল তেলে তৈরি হচ্ছে ইফতারসামগ্রী হিসেবে পরিচিত শাহি জিলাপি।
এ ছাড়া অভিযানকালে অধিকাংশ হোটেল-রেস্তোরাঁ বা মিষ্টান্ন দোকানে মিলছে পচা-বাসি খাবার বা খাদ্য উপাদানসামগ্রী। রমজান মাসজুড়ে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বিশুদ্ধ খাদ্য আদালতের এমন অভিযান অব্যাহত রয়েছে।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় নিরাপদ খাদ্য কার্যালয়ের উদ্যোগে শহরের নিউমার্কেট-সংলগ্ন দুটি রেস্তোরাঁ, মিষ্টিপট্টি এলাকায় পরিচালিত অভিযানে এসব চিত্র ফুটে ওঠে। এতে নেতৃত্ব দেন জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসিফ এলাহি। এ সময় খাদ্য নিরাপদ আইনে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয় এবং বাকিদের সতর্ক করা হয়।
অভিযানের সময় শহরের নিউমার্কেট-সংলগ্ন সুলতানি ভোজ নামক হোটেলের ফ্রিজে মেলে পচা খাদ্যসামগ্রী। এ সময় প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়। একই নামে রেস্তোরাঁয় অভিযানকালে ভেজাল তেলে শাহি জিলাপি তৈরি করা হচ্ছে, যা তাৎক্ষণিক পরীক্ষায় প্রমাণিত হয়। এমন অপরাধে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেন আদালত। এ ছাড়া ময়রাপট্টি এলাকায় একাধিক মিষ্টান্ন দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে এবং ভেজাল ও নিম্নমানের তেল দিয়ে জিলাপি ভাজার বিষয়টি পরীক্ষায় প্রমাণিত হয়। এ সময় দুটি মিষ্টান্ন ভান্ডারের বিরুদ্ধে মামলাসহ জব্দ করা তেল ফেলে দেওয়া হয়।
এর আগে ১২ মার্চ শহরের খন্দকার হোটেল, নিউ স্টার কাবাব, খলিলের মিষ্টির দোকানে অভিযানে পচা-বাসি খাদ্যসামগ্রী মেলে এবং ৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়। অভিযানকালে খন্দকার হোটেল থেকে পচা মাংস ও বাসি শরবত জব্দ করা হয়।

এসব বিষয়ে জানতে চাইলে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আজমুল ফুয়াদ রিয়াদ আজকের পত্রিকাকে জানান, মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে রমজান মাসে নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করা হচ্ছে। আজ (মঙ্গলবার) তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা নেওয়া হবে এবং বাকি দুটিকে সতর্কতামূলক নোটিশ করা হয়েছে। তাদের মুচলেকা দিয়ে অঙ্গীকার করতে হবে।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৪ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৫ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৫ ঘণ্টা আগে