Ajker Patrika

ফরিদপুরে কলেজছাত্রকে হাত-পা কেটে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে কলেজছাত্রকে হাত-পা কেটে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

ফরিদপুরে কলেজছাত্রকে হাত-পা কেটে নৃশংসভাবে হত্যার প্রধান আসামি টিপু খাঁকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। পরে তাঁকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। 

আজ সোমবার বিষয়টি জানিয়েছেন র‍্যাব-১০ এর সিপিসি-৩ কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইক আকতার। গতকাল রোববার দিবাগত রাত দেড়টায় ফরিদপুর সদরের করিমপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়েছে। 

টিপু খাঁ জেলা সদরের ধুলদি এলাকার হালিম খাঁর ছেলে। 

গত ১১ অক্টোবর ফরিদপুর জেলা সদরের অম্বিকাপুর এলাকার একটি মেহগনি বাগান থেকে তুরাগের (২২) হাত কাটা অবস্থায় রক্তাক্ত লাশ উদ্ধার করে কোতোয়ালি থানা-পুলিশ। তিনি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে স্নাতক দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন। কলেজছাত্র তুরাগ শহরের আলীপুরের আলাউদ্দিন হাওলাদারের ছেলে। 

র‍্যাব বলছে, পূর্ব শত্রুতার জের ধরে ওই দিন বিকেলে বিরোধ-মীমাংসার কথা বলে তুরাগকে বাসা থেকে ডেকে নেওয়া হয়। পরবর্তীতে পরিবারের লোকজন তাঁকে ফোন দিয়ে কোনো সাড়া না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে তুরাগের বড় ভাই মো. আবুল কালাম আজাদ স্থানীয় লোকজনদের মাধ্যমে জানতে পারেন, ওই এলাকার মো. টিপু খাঁসহ ৯-১০ জন ব্যক্তি একটি বিচ্ছিন্ন হাত নিয়ে উল্লাস করছে এবং নিকটবর্তী গোবিন্দপুর এলাকার একটি মেহগনি ও কলা বাগানে অজ্ঞাত একজনরে লাশ পড়ে আছে। 

পরে ভুক্তভোগীর বড় ভাই স্থানীয় লোকজন নিয়ে ঘটনার দিন সন্ধ্যায় মেহগনি ও কলা বাগানে যান। সেখানে রক্তাক্ত, ক্ষতবিক্ষত এবং বাম হাতের কনুইয়ের একটু ওপর থেকে হাত বিচ্ছিন্ন অবস্থায় তুরাগের লাশ দেখতে পান তারা। বিচ্ছিন্ন হাতটি লাশের আশপাশের কোথাও খুঁজে পাওয়া যায়নি। 

এ ঘটনায় তুরাগের বাবা মো. আলাউদ্দিন হাওলাদার (৬৭) বাদী হয়ে কোতোয়ালি থানায় মো. টিপুসহ ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২-৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপরই আসামিরা আত্মগোপনে চলে যায়। 
 
র‍্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি হত্যাকাণ্ডে তাঁর সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের সমাধান না হলে পাকিস্তানও খেলবে না বিশ্বকাপে

নুরের আসনে কমিটি বিলুপ্ত: বিএনপি নেতা-কর্মীদের উল্লাসের কারণ কী

উপদেষ্টা পরিষদে উঠছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ

মাঘেও তাপমাত্রা কি বাড়তেই থাকবে— যা জানাল আবহাওয়া অধিদপ্তর

‘জুলাই যোদ্ধারাও মুক্তিযোদ্ধা’, পৃথক বিভাগ করার প্রতিশ্রুতি তারেক রহমানের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত