ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের শিবরামপুর রেলস্টেশনে পাথর শেডের দখল নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আহত জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতিকে একটি বিদেশি পিস্তলসহ আটক করা হয়। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।
আজ রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কোতোয়ালি থানা-পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে। ঘটনাকে কেন্দ্র করে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
জানা গেছে, শিবরামপুর রেলস্টেশনে রেলযোগে ভারত থেকে পাথর আনলোড করা হয়। এরপর ওই পাথর সেখান থেকে ১০ চাকার ট্রাকে লোড করে বিভিন্ন স্থানে বিক্রি করা হয়। এই পাথর লোড-আনলোড নিয়ে সেখানে মোটা অঙ্কের চাঁদাবাজির টাকা লেনদেন হয়।
স্থানীয় সূত্র জানায়, ২০২০ সালের জুনে ফরিদপুরে আওয়ামী লীগের রাজনীতি থেকে বরকত-রুবেলের পতনের পর শিবরামপুর রেলস্টেশনে পাথর লোড-আনলোডের অবৈধ চাঁদাবাজির হাতবদল হয়। পরিবর্তিত পরিস্থিতিতে শিবরামপুর রেলস্টেশনের পাথর লোড-আনলোডের চাঁদাবাজি প্রভাবশালীদের পক্ষে বিএনপি-সমর্থিত স্থানীয় রাকিবুল ইসলাম সাদ্দাম (৩২) ও আওয়ামী লীগ-সমর্থিত আলাউদ্দিন মোল্যা (৪০) নামে দুই ব্যক্তির নিয়ন্ত্রণে চলে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুর ১২টার দিকে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি জহুরুল ইসলাম জনির নেতৃত্বে অর্ধশতাধিক ব্যক্তির একটি দল শিবরামপুর রেলস্টেশনে পাথর শেডের দখল নিতে যান। এ সময় সাদ্দাম ও আলাউদ্দিনের নেতৃত্বে সমসংখ্যক একটি দল তাঁদের প্রতিহত করতে নামে। এ সময় জনিসহ তাঁর পক্ষের বেশ কয়েকজন আহত হন।
খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে আহতাবস্থায় জনিসহ তাঁর পক্ষের কোতোয়ালি থানা কৃষক লীগের সদস্যসচিব মোরশেদ আলী প্রিন্স (৪৫), রানা সর্দার (৪০) ও আছিরুদ্দিন (৪৫) নামে চারজনকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একদলকে হটিয়ে অপর দল পাথর শেডের দখল নিতে গেলে সেখানে তাদের ওপর এ হামলা হয়। খবর পেয়ে পুলিশ আহত চারজনকে আটক করে নিয়ে আসে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার জানান, আটক স্বেচ্ছাসেবক লীগের নেতা জনির কাছ থেকে একটি বিদেশি পিস্তল পাওয়া গেছে। তবে তিনি দাবি করেছেন উদ্ধার হওয়া পিস্তলের লাইসেন্স রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ‘লাইসেন্স থাকলেও সব জায়গায় অস্ত্র দেখানো নিষেধ রয়েছে। আর এ কারণে আমরা তার লাইসেন্সটি বাতিল চেয়ে ফরিদপুর জেলা প্রশাসক বরাবর লিখব। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
উল্লেখ্য, গত বেশ কয়েক মাস পাথর শেডটি দখলে নিতে এক পক্ষ আরেক পক্ষকে সরাতে মাঠে নামে। বর্তমানে আওয়ামী রাজনৈতিক পটপরিবর্তনে হঠাৎ করে শেডটি দখলে নিতে ও দখলে রাখতে মরিয়া হয়ে উঠেছে উভয় পক্ষ।

ফরিদপুরের শিবরামপুর রেলস্টেশনে পাথর শেডের দখল নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আহত জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতিকে একটি বিদেশি পিস্তলসহ আটক করা হয়। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।
আজ রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কোতোয়ালি থানা-পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে। ঘটনাকে কেন্দ্র করে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
জানা গেছে, শিবরামপুর রেলস্টেশনে রেলযোগে ভারত থেকে পাথর আনলোড করা হয়। এরপর ওই পাথর সেখান থেকে ১০ চাকার ট্রাকে লোড করে বিভিন্ন স্থানে বিক্রি করা হয়। এই পাথর লোড-আনলোড নিয়ে সেখানে মোটা অঙ্কের চাঁদাবাজির টাকা লেনদেন হয়।
স্থানীয় সূত্র জানায়, ২০২০ সালের জুনে ফরিদপুরে আওয়ামী লীগের রাজনীতি থেকে বরকত-রুবেলের পতনের পর শিবরামপুর রেলস্টেশনে পাথর লোড-আনলোডের অবৈধ চাঁদাবাজির হাতবদল হয়। পরিবর্তিত পরিস্থিতিতে শিবরামপুর রেলস্টেশনের পাথর লোড-আনলোডের চাঁদাবাজি প্রভাবশালীদের পক্ষে বিএনপি-সমর্থিত স্থানীয় রাকিবুল ইসলাম সাদ্দাম (৩২) ও আওয়ামী লীগ-সমর্থিত আলাউদ্দিন মোল্যা (৪০) নামে দুই ব্যক্তির নিয়ন্ত্রণে চলে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুর ১২টার দিকে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি জহুরুল ইসলাম জনির নেতৃত্বে অর্ধশতাধিক ব্যক্তির একটি দল শিবরামপুর রেলস্টেশনে পাথর শেডের দখল নিতে যান। এ সময় সাদ্দাম ও আলাউদ্দিনের নেতৃত্বে সমসংখ্যক একটি দল তাঁদের প্রতিহত করতে নামে। এ সময় জনিসহ তাঁর পক্ষের বেশ কয়েকজন আহত হন।
খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে আহতাবস্থায় জনিসহ তাঁর পক্ষের কোতোয়ালি থানা কৃষক লীগের সদস্যসচিব মোরশেদ আলী প্রিন্স (৪৫), রানা সর্দার (৪০) ও আছিরুদ্দিন (৪৫) নামে চারজনকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একদলকে হটিয়ে অপর দল পাথর শেডের দখল নিতে গেলে সেখানে তাদের ওপর এ হামলা হয়। খবর পেয়ে পুলিশ আহত চারজনকে আটক করে নিয়ে আসে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার জানান, আটক স্বেচ্ছাসেবক লীগের নেতা জনির কাছ থেকে একটি বিদেশি পিস্তল পাওয়া গেছে। তবে তিনি দাবি করেছেন উদ্ধার হওয়া পিস্তলের লাইসেন্স রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ‘লাইসেন্স থাকলেও সব জায়গায় অস্ত্র দেখানো নিষেধ রয়েছে। আর এ কারণে আমরা তার লাইসেন্সটি বাতিল চেয়ে ফরিদপুর জেলা প্রশাসক বরাবর লিখব। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
উল্লেখ্য, গত বেশ কয়েক মাস পাথর শেডটি দখলে নিতে এক পক্ষ আরেক পক্ষকে সরাতে মাঠে নামে। বর্তমানে আওয়ামী রাজনৈতিক পটপরিবর্তনে হঠাৎ করে শেডটি দখলে নিতে ও দখলে রাখতে মরিয়া হয়ে উঠেছে উভয় পক্ষ।

নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
৪ ঘণ্টা আগে