ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে ফরিদ খান (৫০) নামের এক কৃষক অপহরণকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। ঘটনার এক সপ্তাহ পরে পুলিশ তাঁকে উদ্ধার করেছে। পুলিশ দাবি করছে, জমিসংক্রান্ত বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে ওই কৃষক স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। এ ছাড়া উদ্ধার কৃষক বলছেন, বোনের দেনার টাকা পরিশোধের জন্য অপর এক ব্যক্তির মাধ্যমে মুক্তিপণ চাওয়ার নাটক সাজিয়েছেন।
আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে বিষয়টি জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান। এর আগে গতকাল বুধবার বিকেলে ফরিদপুর আদালত চত্বর থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পর তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
ফরিদ খান জেলা সদরের কানাইপুর ইউনিয়নের রামখণ্ড গ্রামের বাসিন্দা। তিনি ১ মে থেকে নিখোঁজ ছিলেন। নিখোঁজের পরদিন থানায় সাধারণ ডায়েরি করেন তাঁর বোন নুরুন্নাহার বেগম। এ ঘটনার পর তাঁর পরিবার দাবি করেছিল, অপহরণের শিকার হয়েছেন এবং তিন লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে।
এদিকে উদ্ধারের পর ওই কৃষক সাংবাদিকদের জানান, তিনি অন্য এক ব্যক্তির সঙ্গে সদরপুর উপজেলার চর এলাকায় ধান কাটার শ্রমিক হিসেবে কাজ করেছেন। এ ছাড়া সঙ্গে থাকা ওই ব্যক্তি ফোনের মাধ্যমে তিন লাখ টাকার কথা জানিয়েছিলেন। তবে ওই ব্যক্তির নাম ও কোন গ্রামে শ্রমিক হিসেবে ছিলেন, সে বিষয়ে কিছুই বলতে পারেননি।
মুক্তিপণের বিষয়ে ওই কৃষক আরও জানান, তিনি ধারদেনা করে সুরাতি বেগম নামের তাঁর অপর এক বোনের ছেলেকে কয়েক দিন আগে প্রবাসে পাঠান। এতে তিনি প্রায় আড়াই লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন। সেই টাকা পরিশোধের জন্য টাকা চাওয়া হয়েছে বলে অস্পষ্ট সুরে জানান।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান দাবি করেন, জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসাতেই অপহরণের নাটক সাজিয়েছেন। তিনি বলেন, নিখোঁজ হওয়ার পর থেকে পুলিশের একাধিক টিম কাজ করে। একপর্যায়ে জানা যায়, সদরপুরের দুর্গম এলাকায় ধান কাটার জন্য গিয়েছিলেন এবং অপহরণের নাটক করেন। এর মধ্যে তাঁর পরিবার ও স্বজনেরা প্রতিপক্ষের নামে মামলা করতে প্রস্তুতি নিচ্ছিল। তাঁকে উদ্ধার করতে গেলে ওই এলাকা থেকে পালিয়ে শহরে চলে আসেন। এরপর গোপন সংবাদের মাধ্যমে তাঁকে উদ্ধার করা হয়।
তবে কোন এলাকায় এবং কার বাড়িতে ধান কেটেছিলেন, সে বিষয়ে জানাতে পারেননি ওসি। ওসি আরও বলেন, কৃষক ফরিদ খান হেফাজতে রয়েছেন। তাঁর নামে প্রতারণা মামলা হবে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

ফরিদপুরে ফরিদ খান (৫০) নামের এক কৃষক অপহরণকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। ঘটনার এক সপ্তাহ পরে পুলিশ তাঁকে উদ্ধার করেছে। পুলিশ দাবি করছে, জমিসংক্রান্ত বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে ওই কৃষক স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। এ ছাড়া উদ্ধার কৃষক বলছেন, বোনের দেনার টাকা পরিশোধের জন্য অপর এক ব্যক্তির মাধ্যমে মুক্তিপণ চাওয়ার নাটক সাজিয়েছেন।
আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে বিষয়টি জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান। এর আগে গতকাল বুধবার বিকেলে ফরিদপুর আদালত চত্বর থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পর তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
ফরিদ খান জেলা সদরের কানাইপুর ইউনিয়নের রামখণ্ড গ্রামের বাসিন্দা। তিনি ১ মে থেকে নিখোঁজ ছিলেন। নিখোঁজের পরদিন থানায় সাধারণ ডায়েরি করেন তাঁর বোন নুরুন্নাহার বেগম। এ ঘটনার পর তাঁর পরিবার দাবি করেছিল, অপহরণের শিকার হয়েছেন এবং তিন লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে।
এদিকে উদ্ধারের পর ওই কৃষক সাংবাদিকদের জানান, তিনি অন্য এক ব্যক্তির সঙ্গে সদরপুর উপজেলার চর এলাকায় ধান কাটার শ্রমিক হিসেবে কাজ করেছেন। এ ছাড়া সঙ্গে থাকা ওই ব্যক্তি ফোনের মাধ্যমে তিন লাখ টাকার কথা জানিয়েছিলেন। তবে ওই ব্যক্তির নাম ও কোন গ্রামে শ্রমিক হিসেবে ছিলেন, সে বিষয়ে কিছুই বলতে পারেননি।
মুক্তিপণের বিষয়ে ওই কৃষক আরও জানান, তিনি ধারদেনা করে সুরাতি বেগম নামের তাঁর অপর এক বোনের ছেলেকে কয়েক দিন আগে প্রবাসে পাঠান। এতে তিনি প্রায় আড়াই লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন। সেই টাকা পরিশোধের জন্য টাকা চাওয়া হয়েছে বলে অস্পষ্ট সুরে জানান।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান দাবি করেন, জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসাতেই অপহরণের নাটক সাজিয়েছেন। তিনি বলেন, নিখোঁজ হওয়ার পর থেকে পুলিশের একাধিক টিম কাজ করে। একপর্যায়ে জানা যায়, সদরপুরের দুর্গম এলাকায় ধান কাটার জন্য গিয়েছিলেন এবং অপহরণের নাটক করেন। এর মধ্যে তাঁর পরিবার ও স্বজনেরা প্রতিপক্ষের নামে মামলা করতে প্রস্তুতি নিচ্ছিল। তাঁকে উদ্ধার করতে গেলে ওই এলাকা থেকে পালিয়ে শহরে চলে আসেন। এরপর গোপন সংবাদের মাধ্যমে তাঁকে উদ্ধার করা হয়।
তবে কোন এলাকায় এবং কার বাড়িতে ধান কেটেছিলেন, সে বিষয়ে জানাতে পারেননি ওসি। ওসি আরও বলেন, কৃষক ফরিদ খান হেফাজতে রয়েছেন। তাঁর নামে প্রতারণা মামলা হবে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৪ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৪ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৪ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৪ ঘণ্টা আগে