নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরে এক সাংবাদিক (প্রতিবেদক) ও তাঁর পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। সালথা উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠের সালথা প্রতিনিধি হাসান মোল্যার পরিবারে নামে মিথ্যা মামলা ও বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ওই প্রতিবেদক।
সাংবাদিক হাসান মোল্যা জানান, গত ৩ জানুয়ারি দুপুরের তাঁকে তাঁর বাড়ির সামনে এসে আসামিরা তাঁদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের করতে হুমকি দেয়। নইলে তাঁকে ও তাঁর পরিবারের যে কাউকে পেলেই খুন করে লাশ গুম করে ফেলবে।
তিনি বলেন, ‘এর পর থেকে এতে আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এই ঘটনায় সালথা থানায় একটি সাধারণ ডায়েরি করেছি যার জিডি নম্বর ২৪৬।’
এর আগে গত বছরের ১৩ নভেম্বর পূর্ব শত্রুতার জের ধরে হাসান মোল্যার ওপর অতর্কিত হামলা চালায় আহম্মাদ মোল্যার ছেলে রুবেল মোল্যা, জুয়েল মোল্যা, নাঈম মোল্যা ও এরশাদ মোল্যা ও অজ্ঞাত কয়েকজন। এতে হাসান মোল্যার ভাই শফিকুল মোল্যা ও ফারুক মোল্যা গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে সালথা থানা-পুলিশ ঘটনাস্থলে গেলে আসামিরা পালিয়ে যায়।
পরে পুলিশের অভিযানে আসামিদের বাড়ি থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় গত ১৬ নভেম্বর সালথা থানায় উল্লেখিত ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করা হয়। মামলায় গ্রেপ্তার ১ জনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয় আদালত। এতে আসামি পক্ষ আরও ক্ষিপ্ত হয়ে গত ১৯ ডিসেম্বর হাসান মোল্যার পরিবারের ৬ জনকে আসামি করে কোর্টে পাল্টা মামলা দায়ের করেন।
এ বিষয়ে সালথা থানার অফিসার ইনচার্জ আনিসুজ্জামান জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদপুরে এক সাংবাদিক (প্রতিবেদক) ও তাঁর পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। সালথা উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠের সালথা প্রতিনিধি হাসান মোল্যার পরিবারে নামে মিথ্যা মামলা ও বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ওই প্রতিবেদক।
সাংবাদিক হাসান মোল্যা জানান, গত ৩ জানুয়ারি দুপুরের তাঁকে তাঁর বাড়ির সামনে এসে আসামিরা তাঁদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের করতে হুমকি দেয়। নইলে তাঁকে ও তাঁর পরিবারের যে কাউকে পেলেই খুন করে লাশ গুম করে ফেলবে।
তিনি বলেন, ‘এর পর থেকে এতে আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এই ঘটনায় সালথা থানায় একটি সাধারণ ডায়েরি করেছি যার জিডি নম্বর ২৪৬।’
এর আগে গত বছরের ১৩ নভেম্বর পূর্ব শত্রুতার জের ধরে হাসান মোল্যার ওপর অতর্কিত হামলা চালায় আহম্মাদ মোল্যার ছেলে রুবেল মোল্যা, জুয়েল মোল্যা, নাঈম মোল্যা ও এরশাদ মোল্যা ও অজ্ঞাত কয়েকজন। এতে হাসান মোল্যার ভাই শফিকুল মোল্যা ও ফারুক মোল্যা গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে সালথা থানা-পুলিশ ঘটনাস্থলে গেলে আসামিরা পালিয়ে যায়।
পরে পুলিশের অভিযানে আসামিদের বাড়ি থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় গত ১৬ নভেম্বর সালথা থানায় উল্লেখিত ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করা হয়। মামলায় গ্রেপ্তার ১ জনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয় আদালত। এতে আসামি পক্ষ আরও ক্ষিপ্ত হয়ে গত ১৯ ডিসেম্বর হাসান মোল্যার পরিবারের ৬ জনকে আসামি করে কোর্টে পাল্টা মামলা দায়ের করেন।
এ বিষয়ে সালথা থানার অফিসার ইনচার্জ আনিসুজ্জামান জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুরের কমলনগরে নিখোঁজের তিন দিন পর নুর আলম (৩৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৯টায় উপজেলার মাতাব্বর হাট মেঘনার তীর রক্ষা বাঁধের ব্লকের মধ্যে থেকে লাশটি উদ্ধার করা হয়।
৬ মিনিট আগে
নৌ পুলিশ জানায়, রাতে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে তাঁরা মেঘনা নদীতে নিয়মিত টহল দিচ্ছিলেন। রাত ৩টার দিকে শান্তির বাজার এলাকায় নদীর পাড়ে লাশ দেখতে পেয়ে তা উদ্ধার করা হয়। পরে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৩০ মিনিট আগে
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে যশোর ছাত্রদল ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে। এই মিনি ম্যারাথন শিক্ষার্থী ও তরুণদের স্বাস্থ্য সচেতন হতে সহায়তা করবে। এ ছাড়া বিশেষ মানুষদের কর্মময় জীবন থেকে অনুপ্রেরণা নিতে পারব, যাতে নিজেদের তৈরি করে দেশ গঠনে ভূমিকা রাখতে পারি।’
৩৪ মিনিট আগে
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য (এমপি) মুশফিকুর রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ধানের শীষ প্রতীক বরাদ্দের চিঠি তিনি রোববার রাতে (১৮ জানুয়ারি)...
১ ঘণ্টা আগে