ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

বকেয়া বেতন ও কাজে যোগদানের দাবিতে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন ও বিক্ষোভ মিছিল করেছেন বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিকেরা। শুক্রবার খনির কয়লা সরবরাহ গেটের ভেতরে ও বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন শত শত শ্রমিক।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গত ২৪ এপ্রিল বুধবার দুপুর ১২টা থেকে খনির মূল ফটকে তাঁরা অবস্থান ও বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। এর আগে গত ২১ এপ্রিল রোববার তাঁরা খনির ব্যবস্থাপনা পরিচালক বরাবর দুই দফা দাবি নিয়ে একটি স্মারকলিপি দিয়ে দাবি মেনে নিতে বুধবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। দাবি না মানায় এই অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বলে জানিয়েছেন আন্দোলনরত শ্রমিকেরা।
খনিতে কাজ করা শ্রমিকদের দেখতে এসে তাঁদের কয়েকজনের স্ত্রী নাসরিন আক্তার, শিরিনা, শায়লা আক্তার জানালেন, ‘সামনে ঈদ। আমাদের স্বামীরা ভেতরে কাজ করছেন, তাঁদের বাইরে বের হতে দেওয়া হচ্ছে না।’
বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রবিউল ইসলাম বলেন, ‘দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে। চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে খনিতে মোট ১ হাজার ১৪৭ জন বাংলাদেশি শ্রমিক কাজ করছিলেন। দুই বছর আগে করোনা ভাইরাসের প্রকোপের মধ্যে কর্মরত ১ হাজার ১৪৭ জন বাংলাদেশি শ্রমিককে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়। এরপর চলতি বছরের জানুয়ারিতে ৪০০ জন শ্রমিককে কাজ করার শর্তে ফেরত নেয়। বাকি ৭৪৭ জনকে কাজে যোগদানের সুযোগ না দিয়ে বেতন বন্ধ রাখা হয়েছে। সামনে ঈদ। ভেতরের শ্রমিকদের খনির বাইরে বের হতে দেওয়া হচ্ছে না।’
মো. রবিউল ইসলাম আরও বলেন, ‘ছুটি দেওয়ার সময় প্রত্যেক শ্রমিককে প্রতি মাসে সাড়ে ৪ হাজার টাকা করে দেওয়ার কথা ছিল। ওই টাকা দেওয়াও শুরু হয়েছিল। কিন্তু গত আট মাস ধরে তা আর দেওয়া হচ্ছে না। তবে কর্মরত শ্রমিকদের নিয়মিত দেওয়া হচ্ছে।’
এ বিষয়ে বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান খান বলেন, ‘ঈদ উপলক্ষে এরই মধ্যে বাইরের ৮৫০ জন শ্রমিককে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ৫৫ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। বর্তমানে খনির একটি ফেস চালু রয়েছে, যা শেষের পথে। তাই জনবল কম লাগছে, সেই সঙ্গে থাকার জায়গাও কম। আরও একটি ফেস চালু করার প্রস্তুতি চলছে, যা মাস দু-এক সময় লাগবে। ওই ফেস চালু হলেই বাইরের শ্রমিকদের পর্যায়ক্রমে কাজে নেওয়া হবে।’
ভেতরের শ্রমিকদের আন্দোলনের বিষয়ে জানতে চাইলে কামরুজ্জামান খান বলেন, ‘তাঁরা খনির বাইরে বের হয়ে বাড়ি থেকে কাজ করতে চান।’

বকেয়া বেতন ও কাজে যোগদানের দাবিতে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন ও বিক্ষোভ মিছিল করেছেন বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিকেরা। শুক্রবার খনির কয়লা সরবরাহ গেটের ভেতরে ও বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন শত শত শ্রমিক।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গত ২৪ এপ্রিল বুধবার দুপুর ১২টা থেকে খনির মূল ফটকে তাঁরা অবস্থান ও বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। এর আগে গত ২১ এপ্রিল রোববার তাঁরা খনির ব্যবস্থাপনা পরিচালক বরাবর দুই দফা দাবি নিয়ে একটি স্মারকলিপি দিয়ে দাবি মেনে নিতে বুধবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। দাবি না মানায় এই অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বলে জানিয়েছেন আন্দোলনরত শ্রমিকেরা।
খনিতে কাজ করা শ্রমিকদের দেখতে এসে তাঁদের কয়েকজনের স্ত্রী নাসরিন আক্তার, শিরিনা, শায়লা আক্তার জানালেন, ‘সামনে ঈদ। আমাদের স্বামীরা ভেতরে কাজ করছেন, তাঁদের বাইরে বের হতে দেওয়া হচ্ছে না।’
বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রবিউল ইসলাম বলেন, ‘দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে। চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে খনিতে মোট ১ হাজার ১৪৭ জন বাংলাদেশি শ্রমিক কাজ করছিলেন। দুই বছর আগে করোনা ভাইরাসের প্রকোপের মধ্যে কর্মরত ১ হাজার ১৪৭ জন বাংলাদেশি শ্রমিককে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়। এরপর চলতি বছরের জানুয়ারিতে ৪০০ জন শ্রমিককে কাজ করার শর্তে ফেরত নেয়। বাকি ৭৪৭ জনকে কাজে যোগদানের সুযোগ না দিয়ে বেতন বন্ধ রাখা হয়েছে। সামনে ঈদ। ভেতরের শ্রমিকদের খনির বাইরে বের হতে দেওয়া হচ্ছে না।’
মো. রবিউল ইসলাম আরও বলেন, ‘ছুটি দেওয়ার সময় প্রত্যেক শ্রমিককে প্রতি মাসে সাড়ে ৪ হাজার টাকা করে দেওয়ার কথা ছিল। ওই টাকা দেওয়াও শুরু হয়েছিল। কিন্তু গত আট মাস ধরে তা আর দেওয়া হচ্ছে না। তবে কর্মরত শ্রমিকদের নিয়মিত দেওয়া হচ্ছে।’
এ বিষয়ে বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান খান বলেন, ‘ঈদ উপলক্ষে এরই মধ্যে বাইরের ৮৫০ জন শ্রমিককে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ৫৫ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। বর্তমানে খনির একটি ফেস চালু রয়েছে, যা শেষের পথে। তাই জনবল কম লাগছে, সেই সঙ্গে থাকার জায়গাও কম। আরও একটি ফেস চালু করার প্রস্তুতি চলছে, যা মাস দু-এক সময় লাগবে। ওই ফেস চালু হলেই বাইরের শ্রমিকদের পর্যায়ক্রমে কাজে নেওয়া হবে।’
ভেতরের শ্রমিকদের আন্দোলনের বিষয়ে জানতে চাইলে কামরুজ্জামান খান বলেন, ‘তাঁরা খনির বাইরে বের হয়ে বাড়ি থেকে কাজ করতে চান।’

চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
৫ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
৮ মিনিট আগে
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
২৬ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
৩২ মিনিট আগে