দিনাজপুর প্রতিনিধি

টানা শৈত্যপ্রবাহে বিপর্যস্ত উত্তরের জেলা দিনাজপুরে আজ সোমবার সকাল ৬টায় তাপমাত্রা ছিল ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর সকাল ৯টায় তাপমাত্রা কমে দাঁড়ায় ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যেটি আজ সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রাও। তবে তীব্র শৈত্যপ্রবাহ আর সর্বনিম্ন তাপমাত্রার দিনে দিনাজপুরে সকালে পুবের আকাশ আলোকিত করে দেখা দেয় সূর্য। রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় কর্মব্যস্ততা বাড়ে মানুষের।
জেলা আবহাওয়া অফিসের তথ্যমতে, গতকাল রোববার জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে তীব্র শীত আর টানা শৈত্যপ্রবাহ বিরাজ করলেও রোদের দেখা পাওয়ায় প্রাণচাঞ্চল্য ফিরেছে দিনাজপুরের সাধারণ মানুষের মধ্যে। সকাল থেকেই লোকজনকে কর্মব্যস্ত হতে দেখা যায়। রাস্তাঘাটে মানুষের সরব উপস্থিতি চোখে পড়ে।
দিনাজপুর শহরের মডার্ন মোড় এলাকার বাসিন্দা দিলরুবা খাতুন বলেন, কয়েক দিন থেকে ঠান্ডায় তো জমে গেছি। আজ সকাল ৯টায় সূর্য ওঠায় ভালো লাগছে। কাজকর্ম করতে স্বস্তি লাগছে। রোদ ওঠায় বেশ কয়েক দিনের জমে থাকা কাপড়-চোপড় পরিষ্কার করা যাবে।
পার্বতীপুরের কৃষক হেলাল উদ্দীন বলেন, আলুখেত আর ধানের বীজতলা নিয়ে খুব পেরেশানিতে আছি। রোদ ওঠায় টেনশন কিছুটা কমল।
কাছারি এলাকায় ইজিবাইকচালক মমিনুল ইসলাম বলেন, কয়েক দিন থেকে আয়-রোজগার একেবারে নাই বললেই চলে। আজকে সকালে রোদ ওঠায় শহরে মানুষজনের চলাচল বেড়েছে। আশা করি আয় কিছুটা বাড়বে।
সুইহারী এলাকার অবসরপ্রাপ্ত সৈনিক ষাটোর্ধ্ব আবু বেলাল চৌধুরী বলেন, শীতের কারণে খুব কষ্ট হচ্ছিল। বিশেষ করে বয়স্ক মানুষেরা চলাচল করতে পারে না। আজকে রোদ ওঠায় খুব ভালো লাগছে।
জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, আজ সোমবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৮৮ ভাগ। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা ।

টানা শৈত্যপ্রবাহে বিপর্যস্ত উত্তরের জেলা দিনাজপুরে আজ সোমবার সকাল ৬টায় তাপমাত্রা ছিল ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর সকাল ৯টায় তাপমাত্রা কমে দাঁড়ায় ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যেটি আজ সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রাও। তবে তীব্র শৈত্যপ্রবাহ আর সর্বনিম্ন তাপমাত্রার দিনে দিনাজপুরে সকালে পুবের আকাশ আলোকিত করে দেখা দেয় সূর্য। রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় কর্মব্যস্ততা বাড়ে মানুষের।
জেলা আবহাওয়া অফিসের তথ্যমতে, গতকাল রোববার জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে তীব্র শীত আর টানা শৈত্যপ্রবাহ বিরাজ করলেও রোদের দেখা পাওয়ায় প্রাণচাঞ্চল্য ফিরেছে দিনাজপুরের সাধারণ মানুষের মধ্যে। সকাল থেকেই লোকজনকে কর্মব্যস্ত হতে দেখা যায়। রাস্তাঘাটে মানুষের সরব উপস্থিতি চোখে পড়ে।
দিনাজপুর শহরের মডার্ন মোড় এলাকার বাসিন্দা দিলরুবা খাতুন বলেন, কয়েক দিন থেকে ঠান্ডায় তো জমে গেছি। আজ সকাল ৯টায় সূর্য ওঠায় ভালো লাগছে। কাজকর্ম করতে স্বস্তি লাগছে। রোদ ওঠায় বেশ কয়েক দিনের জমে থাকা কাপড়-চোপড় পরিষ্কার করা যাবে।
পার্বতীপুরের কৃষক হেলাল উদ্দীন বলেন, আলুখেত আর ধানের বীজতলা নিয়ে খুব পেরেশানিতে আছি। রোদ ওঠায় টেনশন কিছুটা কমল।
কাছারি এলাকায় ইজিবাইকচালক মমিনুল ইসলাম বলেন, কয়েক দিন থেকে আয়-রোজগার একেবারে নাই বললেই চলে। আজকে সকালে রোদ ওঠায় শহরে মানুষজনের চলাচল বেড়েছে। আশা করি আয় কিছুটা বাড়বে।
সুইহারী এলাকার অবসরপ্রাপ্ত সৈনিক ষাটোর্ধ্ব আবু বেলাল চৌধুরী বলেন, শীতের কারণে খুব কষ্ট হচ্ছিল। বিশেষ করে বয়স্ক মানুষেরা চলাচল করতে পারে না। আজকে রোদ ওঠায় খুব ভালো লাগছে।
জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, আজ সোমবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৮৮ ভাগ। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা ।

নৌ পুলিশ জানায়, রাতে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে তাঁরা মেঘনা নদীতে নিয়মিত টহল দিচ্ছিলেন। রাত ৩টার দিকে শান্তির বাজার এলাকায় নদীর পাড়ে লাশ দেখতে পেয়ে তা উদ্ধার করা হয়। পরে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২৫ মিনিট আগে
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে যশোর ছাত্রদল ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে। এই মিনি ম্যারাথন শিক্ষার্থী ও তরুণদের স্বাস্থ্য সচেতন হতে সহায়তা করবে। এ ছাড়া বিশেষ মানুষদের কর্মময় জীবন থেকে অনুপ্রেরণা নিতে পারব, যাতে নিজেদের তৈরি করে দেশ গঠনে ভূমিকা রাখতে পারি।’
২৯ মিনিট আগে
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য (এমপি) মুশফিকুর রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ধানের শীষ প্রতীক বরাদ্দের চিঠি তিনি রোববার রাতে (১৮ জানুয়ারি)...
৪১ মিনিট আগে
প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের বলেন, জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে সারা দেশের মতো নারায়ণগঞ্জেও ব্যাপক হত্যাযজ্ঞ চলেছে। এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত সংস্থার প্রতিবেদন অনুযায়ী ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করেছে প্রসিকিউশন।
১ ঘণ্টা আগে