চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দরের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ২০টি কার্ডের পণ্য একাই তুলে নেওয়ার অভিযোগ উঠেছে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের বিরুদ্ধে। এমনকি কয়েকজন ক্রেতার কার্ড নিয়ে জমা রেখেছেন বলেও অভিযোগ তোলেন ভুক্তভোগীরা।
ওই ইউপি সদস্যের নাম মোতালেব হোসেন। তিনি উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
ওই এলাকার কয়েকজন ভুক্তভোগী কার্ডধারী জানান, নিয়মিত টিসিবি পণ্য কিনতেন কার্ড দেন। কিন্তু নতুন নিয়মের কথা বলে কার্ড জমা নেন ইউপি সদস্য মোতালেব হোসেন। এরপর আর ফেরত দেননি তিনি।
এদিকে লাভের আশায় কার্ডধারীদের টিসিবি পণ্য ইউপি সদস্য একাই তুলে নিচ্ছেন এমন অভিযোগ করেছেন উপজেলার টিসিবি ডিলার মুবিন স্টোরের প্রতিনিধি মো. মোস্তাকিম হোসেন।
মোস্তাকিম হোসেন জানান, গত ৩০ মার্চ তেঁতুলিয়া ইউনিয়নে কার্ডধারীদের মধ্যে টিসিবি পণ্য বিতরণ করা হয়। এ সময় ইউপি সদস্য মোতালেব হোসেন একাই ১৫টি কার্ডের মালামাল তোলেন। তাঁর ভাই শহিদুল ইসলাম একই দিনে ১০টি কার্ড ও তাঁদের সহযোগী দুজনের ৫টি করে আরও ১০টি কার্ডের টিসিবি পণ্য তোলেন।
মোস্তাকিম হোসেন বলেন, একজনেই এতগুলো কার্ড কেন? এ বিষয়ে তাঁদের কাছে জানতে চাইলে ইউপি সদস্য মোতালেব হোসেন হুমকি দিয়ে বলেন, ‘কার্ড যার, মাল তার। এত কথা বলা যাবে না। না হলে অনিয়ম দেখিয়ে ডিলার পয়েন্ট বন্ধ করে দেব।’
ওই ইউনিয়নের নুর ইসলাম ভুট্ট, রমজান মিস্ত্রি, হাচেন আলী, ছাত্তার হোসেনসহ আরও অনেকে জানান, তাঁদের কাছে কার্ড নেই। এ কারণে টিসিবি পণ্য কিনতে পারছেন না তাঁরা। পরে ডিলারের কাছ থেকে জানতে পান প্রায় ২০টি কার্ড দিয়ে ইউপি সদস্য মোতালেব হোসেন ও তাঁর ভাই একাই মালামাল তুলছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, এ বিষয়ে তাঁর কাছে একাধিকবার জানতে চাইলে তিনি বলেন তোমাদের কার্ড নারী ইউপি সদস্য স্বপ্না রানীর কাছে আছে। কিন্তু তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমার কাছে নেই, মোতালেবের কাছে কার্ড আছে।’
অভিযোগের বিষয়ে ইউপি সদস্য মোতালেব হোসেনের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তাঁকে পাওয়া যায়নি।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মো. আজগার আলী বলেন, ‘মোতালেবের বিরুদ্ধে টিসিবি পণ্য নিয়ে নানা অনিয়মের অভিযোগ ওই এলাকার স্থানীয়রা দিয়েছেন। এ ছাড়া তিনি আমাকে মিথ্যা কথা বলে ১০ এপ্রিল একটি ফাঁকা কাগজে সই নিয়েছেন। পরে জানতে পারি তিনি টিসিবি ডিলার মুবিন স্টোরের প্রতিনিধি মো. মোস্তাকিম হোসেনের বিরুদ্ধে সেই কাগজে তাঁর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করবেন। যাতে তাঁর বিরুদ্ধে পরবর্তী সময় কেউ আর কথা না বলে।’

দিনাজপুরের চিরিরবন্দরের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ২০টি কার্ডের পণ্য একাই তুলে নেওয়ার অভিযোগ উঠেছে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের বিরুদ্ধে। এমনকি কয়েকজন ক্রেতার কার্ড নিয়ে জমা রেখেছেন বলেও অভিযোগ তোলেন ভুক্তভোগীরা।
ওই ইউপি সদস্যের নাম মোতালেব হোসেন। তিনি উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
ওই এলাকার কয়েকজন ভুক্তভোগী কার্ডধারী জানান, নিয়মিত টিসিবি পণ্য কিনতেন কার্ড দেন। কিন্তু নতুন নিয়মের কথা বলে কার্ড জমা নেন ইউপি সদস্য মোতালেব হোসেন। এরপর আর ফেরত দেননি তিনি।
এদিকে লাভের আশায় কার্ডধারীদের টিসিবি পণ্য ইউপি সদস্য একাই তুলে নিচ্ছেন এমন অভিযোগ করেছেন উপজেলার টিসিবি ডিলার মুবিন স্টোরের প্রতিনিধি মো. মোস্তাকিম হোসেন।
মোস্তাকিম হোসেন জানান, গত ৩০ মার্চ তেঁতুলিয়া ইউনিয়নে কার্ডধারীদের মধ্যে টিসিবি পণ্য বিতরণ করা হয়। এ সময় ইউপি সদস্য মোতালেব হোসেন একাই ১৫টি কার্ডের মালামাল তোলেন। তাঁর ভাই শহিদুল ইসলাম একই দিনে ১০টি কার্ড ও তাঁদের সহযোগী দুজনের ৫টি করে আরও ১০টি কার্ডের টিসিবি পণ্য তোলেন।
মোস্তাকিম হোসেন বলেন, একজনেই এতগুলো কার্ড কেন? এ বিষয়ে তাঁদের কাছে জানতে চাইলে ইউপি সদস্য মোতালেব হোসেন হুমকি দিয়ে বলেন, ‘কার্ড যার, মাল তার। এত কথা বলা যাবে না। না হলে অনিয়ম দেখিয়ে ডিলার পয়েন্ট বন্ধ করে দেব।’
ওই ইউনিয়নের নুর ইসলাম ভুট্ট, রমজান মিস্ত্রি, হাচেন আলী, ছাত্তার হোসেনসহ আরও অনেকে জানান, তাঁদের কাছে কার্ড নেই। এ কারণে টিসিবি পণ্য কিনতে পারছেন না তাঁরা। পরে ডিলারের কাছ থেকে জানতে পান প্রায় ২০টি কার্ড দিয়ে ইউপি সদস্য মোতালেব হোসেন ও তাঁর ভাই একাই মালামাল তুলছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, এ বিষয়ে তাঁর কাছে একাধিকবার জানতে চাইলে তিনি বলেন তোমাদের কার্ড নারী ইউপি সদস্য স্বপ্না রানীর কাছে আছে। কিন্তু তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমার কাছে নেই, মোতালেবের কাছে কার্ড আছে।’
অভিযোগের বিষয়ে ইউপি সদস্য মোতালেব হোসেনের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তাঁকে পাওয়া যায়নি।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মো. আজগার আলী বলেন, ‘মোতালেবের বিরুদ্ধে টিসিবি পণ্য নিয়ে নানা অনিয়মের অভিযোগ ওই এলাকার স্থানীয়রা দিয়েছেন। এ ছাড়া তিনি আমাকে মিথ্যা কথা বলে ১০ এপ্রিল একটি ফাঁকা কাগজে সই নিয়েছেন। পরে জানতে পারি তিনি টিসিবি ডিলার মুবিন স্টোরের প্রতিনিধি মো. মোস্তাকিম হোসেনের বিরুদ্ধে সেই কাগজে তাঁর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করবেন। যাতে তাঁর বিরুদ্ধে পরবর্তী সময় কেউ আর কথা না বলে।’

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
১ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৬ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৭ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৭ ঘণ্টা আগে