দিনাজপুর প্রতিনিধি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি জেলায় একটি মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন। আর বেশি দিন নয়, প্রতি জেলা থেকে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবা কর্মী জন্মলাভ করবে।’
আজ শুক্রবার দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় এ সব কথা বলেন মন্ত্রী।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী করোনা নিয়ন্ত্রণে বিশ্বের যেকোনো দেশের চেয়েও বাংলাদেশ সুনাম অর্জন করেছে উল্লেখ করে বলেন, ‘বিশ্বে বাংলাদেশ এখন ভ্যাকসিন হিরোর দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা মহামারির আক্রমণ থেকে জনগণকে রক্ষা করা হয়েছে। জনগণ করোনা থেকে রক্ষা পাওয়ায় যে সুফল পেয়েছে, তা আজ বিশ্ববাসী অনুভব করেছে। শেখ হাসিনার নেতৃত্বে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হয়েছে। মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই হলো শেখ হাসিনার মূল লক্ষ্য।’
মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিএনপি-জামায়াতের মতো আগুন-সন্ত্রাসী নয়, স্বাস্থ্যসেবা ও মানুষের ভাগ্যের উন্নয়ন করে জনগণের মন জয় করতে চায়। ইতিমধ্যেই ১০ হাজার চিকিৎসক ও ১৪ হাজার নার্সকে নতুনভাবে নিয়োগ দেওয়া হয়েছে। আর তাই এখন আর বিদেশে গিয়ে চিকিৎসা করাতে হয় না। দেশেই সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে।’
এ সময় আরও বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, ডিজি অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশীদ আলম, ডিজি (শিক্ষা) অধ্যাপক ডা. মো. টিটো মিঞা, পরিচালক অ্যাডমিন অধ্যাপক ডা. শামিউল ইসলাম, এডি নাজমুল হক, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোমেনুল হক, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক নবীউর রহমান, কলেজের উপাধ্যক্ষ সৈয়দ নাদির হোসেন প্রমুখ। এ ছাড়া হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশনের নেতারা বক্তব্য দেন।
এ আগে সকাল ১০টার দিকে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন ও চিকিৎসাধীন রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি জেলায় একটি মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন। আর বেশি দিন নয়, প্রতি জেলা থেকে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবা কর্মী জন্মলাভ করবে।’
আজ শুক্রবার দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় এ সব কথা বলেন মন্ত্রী।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী করোনা নিয়ন্ত্রণে বিশ্বের যেকোনো দেশের চেয়েও বাংলাদেশ সুনাম অর্জন করেছে উল্লেখ করে বলেন, ‘বিশ্বে বাংলাদেশ এখন ভ্যাকসিন হিরোর দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা মহামারির আক্রমণ থেকে জনগণকে রক্ষা করা হয়েছে। জনগণ করোনা থেকে রক্ষা পাওয়ায় যে সুফল পেয়েছে, তা আজ বিশ্ববাসী অনুভব করেছে। শেখ হাসিনার নেতৃত্বে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হয়েছে। মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই হলো শেখ হাসিনার মূল লক্ষ্য।’
মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিএনপি-জামায়াতের মতো আগুন-সন্ত্রাসী নয়, স্বাস্থ্যসেবা ও মানুষের ভাগ্যের উন্নয়ন করে জনগণের মন জয় করতে চায়। ইতিমধ্যেই ১০ হাজার চিকিৎসক ও ১৪ হাজার নার্সকে নতুনভাবে নিয়োগ দেওয়া হয়েছে। আর তাই এখন আর বিদেশে গিয়ে চিকিৎসা করাতে হয় না। দেশেই সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে।’
এ সময় আরও বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, ডিজি অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশীদ আলম, ডিজি (শিক্ষা) অধ্যাপক ডা. মো. টিটো মিঞা, পরিচালক অ্যাডমিন অধ্যাপক ডা. শামিউল ইসলাম, এডি নাজমুল হক, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোমেনুল হক, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক নবীউর রহমান, কলেজের উপাধ্যক্ষ সৈয়দ নাদির হোসেন প্রমুখ। এ ছাড়া হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশনের নেতারা বক্তব্য দেন।
এ আগে সকাল ১০টার দিকে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন ও চিকিৎসাধীন রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন স্বাস্থ্যমন্ত্রী।

একের পর এক বিতর্ক পিছু ছাড়ছে না রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের। এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে এক শিক্ষকের টাঙানো ব্যানার খুলে নিজের ফেসবুকে ভিডিও পোস্ট করেন রাকসুর এই নেতা।
৫ মিনিট আগে
রংপুরের বদরগঞ্জে তিন দিন আগে উদ্ধার হওয়া বস্তাবন্দী নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম মোছা. রিয়া। তিনি একজন পোশাককর্মী বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ রোববার দুপুরে পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
৪১ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতি অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
১ ঘণ্টা আগে