বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

বিয়ের দাবিতে দিনাজপুরের বিরামপুরে স্থানীয় এক ছাত্রলীগ নেতার বাড়িতে এক তরুণীর অনশনের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সংগঠনের দায়িত্ব থেকে ওই নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতি পাওয়া শাহাবুল ইসলাম শাওন উপজেলার ৭ নম্বর পলিপ্রয়াগ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি এর মধ্যে ওই তরুণীকে বিয়ে করেছেন বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান।
‘দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িতে থাকার’ কারণ দেখিয়ে গতকাল সোমবার রাতে তাঁকে অব্যাহতি দেওয়া হয় বলে উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক জানান।
আজকের পত্রিকাকে তিনি বলেন, ওই তরুণীর অনশনের ঘটনার পর শাওন পালিয়ে যান। ‘তাঁকে ফিরিয়ে আনার চেষ্টা করে ব্যর্থ হয়ে’ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়।
কয়েক দিন ধরে একটি কলেজের ছাত্রী ওই তরুণী বিয়ের দাবিতে শাওনের বাড়িতে অনশন করেন। বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে উপজেলার ছাত্রলীগের নেতা-কর্মীরা জানতে পেরে কেন্দ্রীয় ছাত্রলীগকে জানান।
এদিকে ওই তরুণী তাঁর বাড়িতে অবস্থান নেয়ার পরপরই আত্মগোপনে চলে যান ছাত্রলীগ নেতা শাহাবুল। মোবাইল ফোনে তাঁর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রং (ভুল) নম্বর বলে কল কেটে দেন।
ওই তরুণী স্থানীয়দের বলেছেন, শাহাবুলের সঙ্গে তাঁদের অনেক দিনের সম্পর্ক। শাহাবুল তাঁকে বিয়ে করবেন বলে আশ্বাস দিলেও তা বাস্তবে রূপ দিতে টালবাহানা করেন। নিরুপায় হয়ে তিনি অনশনে বসেছেন।
তবে শেষ পর্যন্ত ওই তরুণীকে শাহাবুল বিয়ে করেছেন বলে তাঁর বাবার বরাত দিয়ে জানিয়েছেন পলিপ্রয়াগ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সামসুদ্দিন।
আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘ওই ছাত্রীর সঙ্গে শাওনের বিয়ের খবর শুনেছি। ছেলের বাবার কাছে জানতে পেরেছি, এক আত্মীয়ের বাড়িতে আছেন তাঁরা। বউ নিয়ে এখনো বাড়ি আসেননি।’
এই তথ্য ওই তরুণীর বাবার বরাত থেকে নিশ্চিত করেছেন ১ নম্বর মুকুন্দপুর ইউপি সদস্য ইসমত আরা। তিনি বলেন, তাঁর মেয়ে ও শাওন গতকাল বিয়ে করেছেন বলে তিনি জানান। তবে তাঁরা তাঁর বাড়িতে তখনো যাননি।

বিয়ের দাবিতে দিনাজপুরের বিরামপুরে স্থানীয় এক ছাত্রলীগ নেতার বাড়িতে এক তরুণীর অনশনের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সংগঠনের দায়িত্ব থেকে ওই নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতি পাওয়া শাহাবুল ইসলাম শাওন উপজেলার ৭ নম্বর পলিপ্রয়াগ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি এর মধ্যে ওই তরুণীকে বিয়ে করেছেন বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান।
‘দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িতে থাকার’ কারণ দেখিয়ে গতকাল সোমবার রাতে তাঁকে অব্যাহতি দেওয়া হয় বলে উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক জানান।
আজকের পত্রিকাকে তিনি বলেন, ওই তরুণীর অনশনের ঘটনার পর শাওন পালিয়ে যান। ‘তাঁকে ফিরিয়ে আনার চেষ্টা করে ব্যর্থ হয়ে’ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়।
কয়েক দিন ধরে একটি কলেজের ছাত্রী ওই তরুণী বিয়ের দাবিতে শাওনের বাড়িতে অনশন করেন। বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে উপজেলার ছাত্রলীগের নেতা-কর্মীরা জানতে পেরে কেন্দ্রীয় ছাত্রলীগকে জানান।
এদিকে ওই তরুণী তাঁর বাড়িতে অবস্থান নেয়ার পরপরই আত্মগোপনে চলে যান ছাত্রলীগ নেতা শাহাবুল। মোবাইল ফোনে তাঁর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রং (ভুল) নম্বর বলে কল কেটে দেন।
ওই তরুণী স্থানীয়দের বলেছেন, শাহাবুলের সঙ্গে তাঁদের অনেক দিনের সম্পর্ক। শাহাবুল তাঁকে বিয়ে করবেন বলে আশ্বাস দিলেও তা বাস্তবে রূপ দিতে টালবাহানা করেন। নিরুপায় হয়ে তিনি অনশনে বসেছেন।
তবে শেষ পর্যন্ত ওই তরুণীকে শাহাবুল বিয়ে করেছেন বলে তাঁর বাবার বরাত দিয়ে জানিয়েছেন পলিপ্রয়াগ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সামসুদ্দিন।
আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘ওই ছাত্রীর সঙ্গে শাওনের বিয়ের খবর শুনেছি। ছেলের বাবার কাছে জানতে পেরেছি, এক আত্মীয়ের বাড়িতে আছেন তাঁরা। বউ নিয়ে এখনো বাড়ি আসেননি।’
এই তথ্য ওই তরুণীর বাবার বরাত থেকে নিশ্চিত করেছেন ১ নম্বর মুকুন্দপুর ইউপি সদস্য ইসমত আরা। তিনি বলেন, তাঁর মেয়ে ও শাওন গতকাল বিয়ে করেছেন বলে তিনি জানান। তবে তাঁরা তাঁর বাড়িতে তখনো যাননি।

গভীর রাতে হঠাৎ বিএনপি কার্যালয় থেকে আগুনের শিখা উঠতে দেখে এক ব্যক্তি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেলেও কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পুড়ে যায়।
২১ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
২৯ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
৩৬ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
৪২ মিনিট আগে