বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

বিয়ের দাবিতে দিনাজপুরের বিরামপুরে স্থানীয় এক ছাত্রলীগ নেতার বাড়িতে এক তরুণীর অনশনের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সংগঠনের দায়িত্ব থেকে ওই নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতি পাওয়া শাহাবুল ইসলাম শাওন উপজেলার ৭ নম্বর পলিপ্রয়াগ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি এর মধ্যে ওই তরুণীকে বিয়ে করেছেন বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান।
‘দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িতে থাকার’ কারণ দেখিয়ে গতকাল সোমবার রাতে তাঁকে অব্যাহতি দেওয়া হয় বলে উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক জানান।
আজকের পত্রিকাকে তিনি বলেন, ওই তরুণীর অনশনের ঘটনার পর শাওন পালিয়ে যান। ‘তাঁকে ফিরিয়ে আনার চেষ্টা করে ব্যর্থ হয়ে’ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়।
কয়েক দিন ধরে একটি কলেজের ছাত্রী ওই তরুণী বিয়ের দাবিতে শাওনের বাড়িতে অনশন করেন। বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে উপজেলার ছাত্রলীগের নেতা-কর্মীরা জানতে পেরে কেন্দ্রীয় ছাত্রলীগকে জানান।
এদিকে ওই তরুণী তাঁর বাড়িতে অবস্থান নেয়ার পরপরই আত্মগোপনে চলে যান ছাত্রলীগ নেতা শাহাবুল। মোবাইল ফোনে তাঁর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রং (ভুল) নম্বর বলে কল কেটে দেন।
ওই তরুণী স্থানীয়দের বলেছেন, শাহাবুলের সঙ্গে তাঁদের অনেক দিনের সম্পর্ক। শাহাবুল তাঁকে বিয়ে করবেন বলে আশ্বাস দিলেও তা বাস্তবে রূপ দিতে টালবাহানা করেন। নিরুপায় হয়ে তিনি অনশনে বসেছেন।
তবে শেষ পর্যন্ত ওই তরুণীকে শাহাবুল বিয়ে করেছেন বলে তাঁর বাবার বরাত দিয়ে জানিয়েছেন পলিপ্রয়াগ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সামসুদ্দিন।
আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘ওই ছাত্রীর সঙ্গে শাওনের বিয়ের খবর শুনেছি। ছেলের বাবার কাছে জানতে পেরেছি, এক আত্মীয়ের বাড়িতে আছেন তাঁরা। বউ নিয়ে এখনো বাড়ি আসেননি।’
এই তথ্য ওই তরুণীর বাবার বরাত থেকে নিশ্চিত করেছেন ১ নম্বর মুকুন্দপুর ইউপি সদস্য ইসমত আরা। তিনি বলেন, তাঁর মেয়ে ও শাওন গতকাল বিয়ে করেছেন বলে তিনি জানান। তবে তাঁরা তাঁর বাড়িতে তখনো যাননি।

বিয়ের দাবিতে দিনাজপুরের বিরামপুরে স্থানীয় এক ছাত্রলীগ নেতার বাড়িতে এক তরুণীর অনশনের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সংগঠনের দায়িত্ব থেকে ওই নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতি পাওয়া শাহাবুল ইসলাম শাওন উপজেলার ৭ নম্বর পলিপ্রয়াগ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি এর মধ্যে ওই তরুণীকে বিয়ে করেছেন বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান।
‘দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িতে থাকার’ কারণ দেখিয়ে গতকাল সোমবার রাতে তাঁকে অব্যাহতি দেওয়া হয় বলে উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক জানান।
আজকের পত্রিকাকে তিনি বলেন, ওই তরুণীর অনশনের ঘটনার পর শাওন পালিয়ে যান। ‘তাঁকে ফিরিয়ে আনার চেষ্টা করে ব্যর্থ হয়ে’ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়।
কয়েক দিন ধরে একটি কলেজের ছাত্রী ওই তরুণী বিয়ের দাবিতে শাওনের বাড়িতে অনশন করেন। বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে উপজেলার ছাত্রলীগের নেতা-কর্মীরা জানতে পেরে কেন্দ্রীয় ছাত্রলীগকে জানান।
এদিকে ওই তরুণী তাঁর বাড়িতে অবস্থান নেয়ার পরপরই আত্মগোপনে চলে যান ছাত্রলীগ নেতা শাহাবুল। মোবাইল ফোনে তাঁর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রং (ভুল) নম্বর বলে কল কেটে দেন।
ওই তরুণী স্থানীয়দের বলেছেন, শাহাবুলের সঙ্গে তাঁদের অনেক দিনের সম্পর্ক। শাহাবুল তাঁকে বিয়ে করবেন বলে আশ্বাস দিলেও তা বাস্তবে রূপ দিতে টালবাহানা করেন। নিরুপায় হয়ে তিনি অনশনে বসেছেন।
তবে শেষ পর্যন্ত ওই তরুণীকে শাহাবুল বিয়ে করেছেন বলে তাঁর বাবার বরাত দিয়ে জানিয়েছেন পলিপ্রয়াগ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সামসুদ্দিন।
আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘ওই ছাত্রীর সঙ্গে শাওনের বিয়ের খবর শুনেছি। ছেলের বাবার কাছে জানতে পেরেছি, এক আত্মীয়ের বাড়িতে আছেন তাঁরা। বউ নিয়ে এখনো বাড়ি আসেননি।’
এই তথ্য ওই তরুণীর বাবার বরাত থেকে নিশ্চিত করেছেন ১ নম্বর মুকুন্দপুর ইউপি সদস্য ইসমত আরা। তিনি বলেন, তাঁর মেয়ে ও শাওন গতকাল বিয়ে করেছেন বলে তিনি জানান। তবে তাঁরা তাঁর বাড়িতে তখনো যাননি।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
১ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
২ ঘণ্টা আগে