Ajker Patrika

ছোট বোনের স্বামীর আঘাতে মৃত্যুর অভিযোগ, লাশ ঢামেকে

ঢামেক প্রতিবেদক
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে এক কাপড় ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (৮ মার্চ) দিবাগত রাত সোয়া ২টার দিকে ঢামেক হাসপাতালে তাঁর মৃত্যু হয়। স্বজনদের দাবি, পারিবারিক বিরোধের জেরে ছোট বোন জামাইয়ের কাঁচির আঘাতে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত ব্যক্তির নাম সেলিম রেজা (৪০)। তাঁর বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায়, বাবার নাম নুরুল হক। তিনি পুরান ঢাকার ইসলামপুরের আশেক লেনে পরিবারসহ বসবাস করতেন।

নিহতের বড় ভাই মো. রফিকুল ইসলাম জানান, সেলিম রেজা ইসলামপুরে কাপড়ের ব্যবসা করতেন। টাকাপয়সা লেনদেন-সংক্রান্ত বিরোধ চলছিল ছোট বোনজামাই সুমনের সঙ্গে। এ নিয়ে শুক্রবার বিকেলে ইসলামপুরে সেলিমের অফিসে পারিবারিক আলোচনায় বসা হয় সমঝোতার জন্য।

মো. রফিকুল ইসলাম বলেন, আলোচনার একপর্যায়ে তাঁদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। তখন সুমন অফিসে থাকা একটি কাঁচি দিয়ে সেলিমকে আঘাত করেন। সেলিমকে প্রথমে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

রফিকুল ইসলাম বলেন, নিজেদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে এটি ঘটে গেছে। এ ঘটনায় অভিযোগ করতে আগ্রহী নয় বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চূড়ান্ত হচ্ছে সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম, শিগগির ঘোষণা

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এশিয়ার ১০টিসহ ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত