ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে ভাড়া বাসা থেকে রিনা বেগম (৩০) নামের এক নারীর বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাঁর পাঁচ বছর বয়সী শিশুকে অচেতন অবস্থায় পাওয়া যায়। সপ্তাহখানেক আগে মুনিরুল ইসলাম নামের এক ব্যক্তি স্বামী-স্ত্রী পরিচয়ে ওই বাসা ভাড়া নিয়েছিলেন।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহরের রঘুনন্দনপুরের হাবিব ভিলার তিনতলা ভবনের নিচতলার একটি কক্ষ থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
রিনা বেগম ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের মান্নান ব্যাপারীর মেয়ে। তাঁর স্বামী পাশের ঈশানগোপালপুর ইউনিয়নের শহীদ মোল্যা সৌদি আরবে থাকেন। তাঁদের পাঁচ বছরের একটি কন্যাসন্তান ও আট বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে। যদিও রিনার এক স্বজন জানিয়েছেন, রিনা ও শহীদের ছয় মাস আগে বিচ্ছেদ হয়েছে।
সরেজমিনে দেখা যায়, ওই বাসার শৌচাগারের সামনে রিনা বেগমের লাশ পড়ে আছে। পাশের কক্ষে বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় শিশুকন্যাকে। সেখানে একাধিক ওষুধ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে এবং তরকারি ও ভাতমাখা খাবারের প্লেটও পড়ে আছে। ভেতর থেকে বাসাটি বন্ধ ছিল।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই ঘরের ভেতর থেকে পানি বেয়ে বাইরে চলে আসে। বিষয়টি সন্দেহজনক হলে স্থানীয় বাসিন্দারা থানায় জানান। পরে পুলিশের একাধিক দল এসে দরজা ভেঙে ওই নারীর লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বাড়ির মালিক হাবিবুর রহমান বলেন, ‘চলতি মাসে মনিরুল ইসলাম নামের এক ব্যক্তি ওই নারীকে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসাটি ভাড়া নেন। মাত্র এক সপ্তাহ আগে ওই নারী উঠেছিলেন। আজ সকালে ঘটনাটি শুনে মনিরুলকে ফোন দিয়ে ঘটনাটি জানালে তিনি আর আসেননি। পরে তাঁর মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।’
রিনা বেগমের বাবার বাড়ির স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৫ বছর আগে ঈশানগোপালপুর ইউনিয়নের শহীদ মোল্যার সঙ্গে বিয়ে হয় রিনার। বিয়ের দুই বছর পর শহীদ মোল্যা সৌদি আরবে পাড়ি জমান। একপর্যায়ে রিনাকেও নিয়ে যান। কয়েক বছর আগে রিনা দেশে চলে আসেন। এর মধ্যে এক বছর আগে ঈশানগোপালপুর ইউনিয়নের দয়ারামপুরের মনিরুল ইসলামের (৪০) সঙ্গে বিয়েবহির্ভূত সম্পর্কে জড়ান রিনা। এ নিয়ে স্বামী শহীদ মোল্যার সঙ্গে তাঁর মনোমালিন্য হয়। পরে তিনি শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারে কাজ শুরু করেন।
রিনার চাচা আব্দুস সালাম ব্যাপারী বলেন, ‘ছয় মাস আগে শহীদের সঙ্গে রিনার বিচ্ছেদ হয়। এরপর মনিরুলকে বিয়ে করে। আজ জানতে পেরেছি, রিনা মারা গেছে। তবে কী কারণে, কীভাবে মারা গেছে, জানি না।’
যদিও আব্দুস সালামের এক প্রতিবেশী জানিয়েছেন, শহীদ ও রিনার মধ্যে বিচ্ছেদ হয়নি।
এ বিষয়ে ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ভেতর থেকে বন্ধ একটি বাসা থেকে বিবস্ত্র অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে পুলিশের তদন্তকাজ চলছে। সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফরিদপুরে ভাড়া বাসা থেকে রিনা বেগম (৩০) নামের এক নারীর বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাঁর পাঁচ বছর বয়সী শিশুকে অচেতন অবস্থায় পাওয়া যায়। সপ্তাহখানেক আগে মুনিরুল ইসলাম নামের এক ব্যক্তি স্বামী-স্ত্রী পরিচয়ে ওই বাসা ভাড়া নিয়েছিলেন।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহরের রঘুনন্দনপুরের হাবিব ভিলার তিনতলা ভবনের নিচতলার একটি কক্ষ থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
রিনা বেগম ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের মান্নান ব্যাপারীর মেয়ে। তাঁর স্বামী পাশের ঈশানগোপালপুর ইউনিয়নের শহীদ মোল্যা সৌদি আরবে থাকেন। তাঁদের পাঁচ বছরের একটি কন্যাসন্তান ও আট বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে। যদিও রিনার এক স্বজন জানিয়েছেন, রিনা ও শহীদের ছয় মাস আগে বিচ্ছেদ হয়েছে।
সরেজমিনে দেখা যায়, ওই বাসার শৌচাগারের সামনে রিনা বেগমের লাশ পড়ে আছে। পাশের কক্ষে বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় শিশুকন্যাকে। সেখানে একাধিক ওষুধ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে এবং তরকারি ও ভাতমাখা খাবারের প্লেটও পড়ে আছে। ভেতর থেকে বাসাটি বন্ধ ছিল।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই ঘরের ভেতর থেকে পানি বেয়ে বাইরে চলে আসে। বিষয়টি সন্দেহজনক হলে স্থানীয় বাসিন্দারা থানায় জানান। পরে পুলিশের একাধিক দল এসে দরজা ভেঙে ওই নারীর লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বাড়ির মালিক হাবিবুর রহমান বলেন, ‘চলতি মাসে মনিরুল ইসলাম নামের এক ব্যক্তি ওই নারীকে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসাটি ভাড়া নেন। মাত্র এক সপ্তাহ আগে ওই নারী উঠেছিলেন। আজ সকালে ঘটনাটি শুনে মনিরুলকে ফোন দিয়ে ঘটনাটি জানালে তিনি আর আসেননি। পরে তাঁর মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।’
রিনা বেগমের বাবার বাড়ির স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৫ বছর আগে ঈশানগোপালপুর ইউনিয়নের শহীদ মোল্যার সঙ্গে বিয়ে হয় রিনার। বিয়ের দুই বছর পর শহীদ মোল্যা সৌদি আরবে পাড়ি জমান। একপর্যায়ে রিনাকেও নিয়ে যান। কয়েক বছর আগে রিনা দেশে চলে আসেন। এর মধ্যে এক বছর আগে ঈশানগোপালপুর ইউনিয়নের দয়ারামপুরের মনিরুল ইসলামের (৪০) সঙ্গে বিয়েবহির্ভূত সম্পর্কে জড়ান রিনা। এ নিয়ে স্বামী শহীদ মোল্যার সঙ্গে তাঁর মনোমালিন্য হয়। পরে তিনি শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারে কাজ শুরু করেন।
রিনার চাচা আব্দুস সালাম ব্যাপারী বলেন, ‘ছয় মাস আগে শহীদের সঙ্গে রিনার বিচ্ছেদ হয়। এরপর মনিরুলকে বিয়ে করে। আজ জানতে পেরেছি, রিনা মারা গেছে। তবে কী কারণে, কীভাবে মারা গেছে, জানি না।’
যদিও আব্দুস সালামের এক প্রতিবেশী জানিয়েছেন, শহীদ ও রিনার মধ্যে বিচ্ছেদ হয়নি।
এ বিষয়ে ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ভেতর থেকে বন্ধ একটি বাসা থেকে বিবস্ত্র অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে পুলিশের তদন্তকাজ চলছে। সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সৈয়দপুর রেলওয়ে কারখানার ঊর্ধ্বতন এক কর্মকর্তার বিরুদ্ধে অস্থায়ী নারী অফিস সহকারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার নীলফামারী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী।
৭ মিনিট আগেপ্রাচীনকাল থেকে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীর ইলিশ অত্যন্ত সুস্বাদু ও মানের দিক থেকেও অতুলনীয়। এরই পরিপ্রেক্ষিতে ২০১৭ সালে বাংলাদেশের প্রথম জেলা ব্র্যান্ডিং হিসেবে চাঁদপুর জেলাকে ‘ইলিশের বাড়ি চাঁদপুর’ হিসেবে সরকার স্বীকৃতি দেয়। ইলিশের সুস্বাদুতার সুযোগ নিয়ে চাঁদপুর ও আশপাশের জেলার কতিপয় অসাধু ব্যবসায়
৩৭ মিনিট আগেসিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলস্টেশন থেকে হারিয়ে গেছেন এক বাক্প্রতিবন্ধী ব্যক্তি। নিখোঁজ ব্যক্তির নাম জিল্লার রহমান মণ্ডল (৬০)। তিনি উল্লাপাড়া উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা।
১ ঘণ্টা আগেবরিশালে আবারও বাড়ছে প্রাণঘাতী করোনা সংক্রমণ। এ অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চালু করা হয়েছে ৩০ শয্যার করোনা ইউনিট। গতকাল সোমবার থেকে ইউনিটটি চালু হলেও কিটসংকটের কারণে শুরু হয়নি করোনা পরীক্ষা।
১ ঘণ্টা আগে