
রাজধানীর শাহবাগে ফুলের দোকানে সংবাদ সংগ্রহ করতে গেলে তিন সাংবাদিককে মারধরের মামলায় প্রধান আসামি পায়েলকে আদালতে হাজির করার পরই জামিন দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক আসামির জামিন মঞ্জুর করেন।
আদালতে শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই নিজাম উদ্দিন ফকির জামিনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, জামিনযোগ্য ধারায় মামলা রুজু হওয়ায় আদালত জামিন দিয়েছেন।
বিকালে আসামিকে আদালতে হাজির করে শাহবাগ থানা-পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী জামিন চান। শুনানি শেষে আদালত জামিন দেন।
এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শাহবাগের পাইকারি ফুলের দোকান ‘ফুলতলা ফ্লাওয়ার সপে’ এ ঘটনা ঘটে। ঘটনার পর পায়েলকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ।
এ ঘটনায় শাহবাগ থানায় নিউজবাংলা টোয়েন্টিফোরডটকমের মনিরুল ইসলাম বাদী হয়ে সাতজনকে আসামি করে মামলা করেন। এছাড়া অজ্ঞাতনামা আরও ৬ থেকে ৭ জনকে অভিযুক্ত করা হয়েছে।
এজহারভুক্ত আসামিরা হলেন- পায়েল (৩৫), সাল্লু (২৭), আব্দুর রাজ্জাক (৩৫), বুলু (৩২), দিদার (৩১), বাবু (৩০) ও জাহাঙ্গীর (৩২)। তারা সবাই শাহবাগ ফুল মার্কেটের কর্মচারী।
মারধরের শিকার সাংবাদিকরা হলেন নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের ঢাকা বিশ্বদ্যালয় প্রতিনিধি মনিরুল ইসলাম, রেডিও টুডের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ইমদাদুল আজাদ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাসেল সরকার।
এর মধ্যে ইমদাদুল আজাদের ডান চোখের দুই পাশে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে কেটে গেছে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
জানা যায়, পেশাগত দায়িত্ব পালনে ফুলের দাম বৃদ্ধির বিষয়ে সংবাদ সংগ্রহ করতে যান মনিরুল ইসলাম এবং রাসেল সরকার। একপর্যায়ে তারা শাহবাগের পাইকারি ফুলের দোকান মালিক সমিতির নেতা শেখ মো. মেরিনের মালিকানাধীন ফুলতলা ফ্লাওয়ার শপে যান।
সেখানে ফুলের দাম বাড়ানোর বিষয়ে জানতে চাইলে কর্মরত পায়েল নামে একজন খারাপ আচরণ শুরু করেন। এর প্রতিবাদ করলে মনিরুলকে তারা মারধর করে। এ সময় আশপাশের কর্মচারীরাও তাদের সঙ্গে যুক্ত হয়। একপর্যায়ে ইমদাদুল আজাদ সেখানে উপস্থিত হন এবং অভিযুক্তদের গতিবিধি লক্ষ্য করেন। পরে তার ওপরও হামলা চালানো হয়।

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৪ ঘণ্টা আগে