নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে বাড়ছে না গার্মেন্টস শ্রমিকদের বেতন, ফলে সীমাহীন কষ্টে দিন কাটাচ্ছেন তারা। এমনটা জানিয়ে গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন (এনজিডব্লিউএফ)।
আজ রোববার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এনজিডব্লিউএফ আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি জানিয়েছেন সংগঠনের সভাপতি আমিরুল হক আমিন।
আমিরুল হক আমিন বলেন, ‘দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো গার্মেন্টস। এ শিল্পে ৫ হাজার কারখানায় কাজ করে প্রায় ৪২ লক্ষ শ্রমিক। দেশের রপ্তানির ৮৩ শতাংশ পূরণ করে এই শিল্প। কিন্তু দুর্ভাগ্য গার্মেন্টস শিল্পের শ্রমিকদের মজুরি অত্যন্ত কম।’
বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি, গ্যাস-বিদ্যুৎ-পানির মূল্য বৃদ্ধি, বাড়ি ভাড়া বৃদ্ধি, যাতায়াত ভাড়া বৃদ্ধি, চিকিৎসা খরচ বৃদ্ধির ফলে গার্মেন্টস শ্রমিকেরা দিশেহারা উল্লেখ করে তিনি বলেন, ‘এই অবস্থায় গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু হলে তারা টিকে থাকার সুযোগ পাবে এবং গার্মেন্টস শিল্পকে টিকিয়ে রাখতে অবদান রাখবে।’
বাণিজ্যমন্ত্রীও গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবির পক্ষে রয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘গত ১৬ সেপ্টেম্বর সংগঠনটির কেন্দ্রীয় সম্মেলনে গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি করা হলে, উপস্থিত বাণিজ্যমন্ত্রী দাবির পক্ষে সমর্থন জানান। তিনি আশ্বস্ত করেন দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করা হবে। কিন্তু এখন পর্যন্ত এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।’
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিকেএমইএ এর সহসভাপতি ফজলে শামীম এহসান, জাতীয় শ্রমিক জোটের সহসভাপতি আব্দুর রাজ্জাক, এনজিডব্লিউএফ’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহসভাপতি সাফিয়া পারভীন প্রমুখ।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে বাড়ছে না গার্মেন্টস শ্রমিকদের বেতন, ফলে সীমাহীন কষ্টে দিন কাটাচ্ছেন তারা। এমনটা জানিয়ে গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন (এনজিডব্লিউএফ)।
আজ রোববার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এনজিডব্লিউএফ আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি জানিয়েছেন সংগঠনের সভাপতি আমিরুল হক আমিন।
আমিরুল হক আমিন বলেন, ‘দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো গার্মেন্টস। এ শিল্পে ৫ হাজার কারখানায় কাজ করে প্রায় ৪২ লক্ষ শ্রমিক। দেশের রপ্তানির ৮৩ শতাংশ পূরণ করে এই শিল্প। কিন্তু দুর্ভাগ্য গার্মেন্টস শিল্পের শ্রমিকদের মজুরি অত্যন্ত কম।’
বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি, গ্যাস-বিদ্যুৎ-পানির মূল্য বৃদ্ধি, বাড়ি ভাড়া বৃদ্ধি, যাতায়াত ভাড়া বৃদ্ধি, চিকিৎসা খরচ বৃদ্ধির ফলে গার্মেন্টস শ্রমিকেরা দিশেহারা উল্লেখ করে তিনি বলেন, ‘এই অবস্থায় গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু হলে তারা টিকে থাকার সুযোগ পাবে এবং গার্মেন্টস শিল্পকে টিকিয়ে রাখতে অবদান রাখবে।’
বাণিজ্যমন্ত্রীও গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবির পক্ষে রয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘গত ১৬ সেপ্টেম্বর সংগঠনটির কেন্দ্রীয় সম্মেলনে গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি করা হলে, উপস্থিত বাণিজ্যমন্ত্রী দাবির পক্ষে সমর্থন জানান। তিনি আশ্বস্ত করেন দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করা হবে। কিন্তু এখন পর্যন্ত এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।’
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিকেএমইএ এর সহসভাপতি ফজলে শামীম এহসান, জাতীয় শ্রমিক জোটের সহসভাপতি আব্দুর রাজ্জাক, এনজিডব্লিউএফ’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহসভাপতি সাফিয়া পারভীন প্রমুখ।

রংপুরের বদরগঞ্জে তিন দিন আগে উদ্ধার হওয়া বস্তাবন্দী নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম মোছা. রিয়া। তিনি একজন পোশাককর্মী বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ রোববার দুপুরে পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
১১ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতি অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।
৩৭ মিনিট আগে
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা ও বিরূপ মন্তব্য করায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১ ঘণ্টা আগে