জাবি প্রতিনিধি

নারীর প্রতি সহিংসতা ও নিপীড়নের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে ‘জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট’-এর ব্যানারে এ মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে মানববন্ধনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন রুনু। তিনি বলেন, ‘আমাদের পুরুষতান্ত্রিক সমাজে নারীর বৈষম্যের ব্যাপারটি দীর্ঘ প্রক্রিয়ার অংশ। জুলাই বিপ্লবের পরেও আমরা এ ধরনের মনমানসিকতা থেকে বের হতে পারিনি। পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ এটা সত্য, সেটা পুরুষের জন্যও সমান, নারীর জন্যও সমান। সে ক্ষেত্রে আমরা দেখেছি ছেলেরা খাচ্ছে, কিন্তু মেয়েরা খেলেই সমস্যা। কালচারালি বিভিন্নভাবে আমরা বিষয়টিকে বিভিন্নভাবে দেখছি। তবে মব জাস্টিসের মধ্য দিয়ে যে নিপীড়ন করা হয়েছে সেটির নিন্দা জানাচ্ছি।’
জামাল উদ্দিন রুনু বলেন, ‘কিছু কিছু জায়গায়, পাবলিক প্লেসে আইনি বাধ্যবাধকতা আছে, এটা সত্য। কিন্তু সেটার কি ইমপ্লিমেন্টেশন হচ্ছে? হচ্ছে না। যদি হয় সেটা সবার জন্যই প্রযোজ্য হবে। তবে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথাগুলো বলেছেন, সেটা আমাকে আরও ভাবিয়েছে। তাঁরা বিষয়টাকে আইনিভাবে খতিয়ে দেখতে পারতেন এবং এর আওতায় নিতে পারতেন।’

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের (একাংশ) সভাপতি ফাইজা মাহজাবিন প্রিয়ন্তি বলেন, ‘খুব হতাশার সঙ্গে আমরা দেখি যে এই রাষ্ট্রব্যবস্থা এবং পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা মেয়েদের বন্দিত্বের দিকে নিয়ে যাওয়ার ব্যাপারে অধীর আগ্রহী। মেয়েদের নিরাপত্তাদানের ব্যাপারে তাদের ন্যূনতম কোনো আগ্রহ বা সদিচ্ছা আমরা দেখতে পাই না।
আমরা বারবার দেখছি, দেশে ধর্ষণ ও নিপীড়নমূলক ঘটনা ঘটছে। কিন্তু তার বিপরীতে উপযুক্ত ব্যবস্থা বা যারা দোষী তাদের জবাবদিহির আওতায় আনার ব্যাপারে এই রাষ্ট্র বারবার ব্যর্থ হচ্ছে।’
মাহজাবিন প্রিয়ন্তি বলেন, ‘নারীর প্রতি সমান মর্যাদা নিশ্চিতের জায়গায় সবাইকে সচেষ্ট হতে হবে। গত দু-তিন দিনে আমরা দেখেছি যে মবের নামে নারীর সঙ্গে সহিংস আচরণ করা হয়েছে। আমরা প্রকাশ্যে ধূমপানের পক্ষে নই, কিন্তু এ ধরনের ঘটনা ঘটলে রাষ্ট্র প্রচলিত আইন দ্বারা ব্যবস্থা নেবে।
আমরা এই পুরুষতান্ত্রিক মনোভাবের বিপক্ষে; যেই সমাজ পুরুষ ধূমপান করলে চুপ থাকে, কিন্তু নারীর ক্ষেত্রে সহিংস আচরণ করে। ইনক্লুসিভ সমাজ গঠনের জন্য নারী-পুরুষ, ট্রান্সজেন্ডার এক কাতারে দাঁড়িয়ে সমান মর্যাদা নিশ্চিত করতে হবে।’ মানববন্ধনের সঞ্চালনা করেন জাহাঙ্গীরনগর থিয়েটারের (অডিটরিয়াম) কর্মী ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মিথিলা বাউল।

নারীর প্রতি সহিংসতা ও নিপীড়নের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে ‘জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট’-এর ব্যানারে এ মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে মানববন্ধনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন রুনু। তিনি বলেন, ‘আমাদের পুরুষতান্ত্রিক সমাজে নারীর বৈষম্যের ব্যাপারটি দীর্ঘ প্রক্রিয়ার অংশ। জুলাই বিপ্লবের পরেও আমরা এ ধরনের মনমানসিকতা থেকে বের হতে পারিনি। পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ এটা সত্য, সেটা পুরুষের জন্যও সমান, নারীর জন্যও সমান। সে ক্ষেত্রে আমরা দেখেছি ছেলেরা খাচ্ছে, কিন্তু মেয়েরা খেলেই সমস্যা। কালচারালি বিভিন্নভাবে আমরা বিষয়টিকে বিভিন্নভাবে দেখছি। তবে মব জাস্টিসের মধ্য দিয়ে যে নিপীড়ন করা হয়েছে সেটির নিন্দা জানাচ্ছি।’
জামাল উদ্দিন রুনু বলেন, ‘কিছু কিছু জায়গায়, পাবলিক প্লেসে আইনি বাধ্যবাধকতা আছে, এটা সত্য। কিন্তু সেটার কি ইমপ্লিমেন্টেশন হচ্ছে? হচ্ছে না। যদি হয় সেটা সবার জন্যই প্রযোজ্য হবে। তবে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথাগুলো বলেছেন, সেটা আমাকে আরও ভাবিয়েছে। তাঁরা বিষয়টাকে আইনিভাবে খতিয়ে দেখতে পারতেন এবং এর আওতায় নিতে পারতেন।’

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের (একাংশ) সভাপতি ফাইজা মাহজাবিন প্রিয়ন্তি বলেন, ‘খুব হতাশার সঙ্গে আমরা দেখি যে এই রাষ্ট্রব্যবস্থা এবং পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা মেয়েদের বন্দিত্বের দিকে নিয়ে যাওয়ার ব্যাপারে অধীর আগ্রহী। মেয়েদের নিরাপত্তাদানের ব্যাপারে তাদের ন্যূনতম কোনো আগ্রহ বা সদিচ্ছা আমরা দেখতে পাই না।
আমরা বারবার দেখছি, দেশে ধর্ষণ ও নিপীড়নমূলক ঘটনা ঘটছে। কিন্তু তার বিপরীতে উপযুক্ত ব্যবস্থা বা যারা দোষী তাদের জবাবদিহির আওতায় আনার ব্যাপারে এই রাষ্ট্র বারবার ব্যর্থ হচ্ছে।’
মাহজাবিন প্রিয়ন্তি বলেন, ‘নারীর প্রতি সমান মর্যাদা নিশ্চিতের জায়গায় সবাইকে সচেষ্ট হতে হবে। গত দু-তিন দিনে আমরা দেখেছি যে মবের নামে নারীর সঙ্গে সহিংস আচরণ করা হয়েছে। আমরা প্রকাশ্যে ধূমপানের পক্ষে নই, কিন্তু এ ধরনের ঘটনা ঘটলে রাষ্ট্র প্রচলিত আইন দ্বারা ব্যবস্থা নেবে।
আমরা এই পুরুষতান্ত্রিক মনোভাবের বিপক্ষে; যেই সমাজ পুরুষ ধূমপান করলে চুপ থাকে, কিন্তু নারীর ক্ষেত্রে সহিংস আচরণ করে। ইনক্লুসিভ সমাজ গঠনের জন্য নারী-পুরুষ, ট্রান্সজেন্ডার এক কাতারে দাঁড়িয়ে সমান মর্যাদা নিশ্চিত করতে হবে।’ মানববন্ধনের সঞ্চালনা করেন জাহাঙ্গীরনগর থিয়েটারের (অডিটরিয়াম) কর্মী ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মিথিলা বাউল।

শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা অনুষ্ঠিত না হওয়ায় টিকিটধারী দর্শকেরা রাজধানীর পল্লবীতে সড়ক অবরোধ করেছেন।
৪ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ডিবির দাখিল করা চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি দাখিলের পর মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই নির্দেশ দেন।
১২ মিনিট আগে
পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনের আওতাধীন একটি পৌরসভা ও তিনটি উপজেলা বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২২ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীরা এখনো শনাক্ত হয়নি বলে দাবি করেছে মামলার বাদীপক্ষ। তারা বলছে, ডিবি পুলিশ তদন্ত করে একটি হাস্যকর প্রতিবেদন দিয়েছে। হত্যাকাণ্ডের মূল রহস্য তদন্ত প্রতিবেদনে স্পষ্ট হয়নি। এ কারণে আরও তদন্ত প্রয়োজন।
২৭ মিনিট আগে