
নারীর প্রতি সহিংসতা ও নিপীড়নের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে ‘জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট’-এর ব্যানারে এ মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে মানববন্ধনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন রুনু। তিনি বলেন, ‘আমাদের পুরুষতান্ত্রিক সমাজে নারীর বৈষম্যের ব্যাপারটি দীর্ঘ প্রক্রিয়ার অংশ। জুলাই বিপ্লবের পরেও আমরা এ ধরনের মনমানসিকতা থেকে বের হতে পারিনি। পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ এটা সত্য, সেটা পুরুষের জন্যও সমান, নারীর জন্যও সমান। সে ক্ষেত্রে আমরা দেখেছি ছেলেরা খাচ্ছে, কিন্তু মেয়েরা খেলেই সমস্যা। কালচারালি বিভিন্নভাবে আমরা বিষয়টিকে বিভিন্নভাবে দেখছি। তবে মব জাস্টিসের মধ্য দিয়ে যে নিপীড়ন করা হয়েছে সেটির নিন্দা জানাচ্ছি।’
জামাল উদ্দিন রুনু বলেন, ‘কিছু কিছু জায়গায়, পাবলিক প্লেসে আইনি বাধ্যবাধকতা আছে, এটা সত্য। কিন্তু সেটার কি ইমপ্লিমেন্টেশন হচ্ছে? হচ্ছে না। যদি হয় সেটা সবার জন্যই প্রযোজ্য হবে। তবে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথাগুলো বলেছেন, সেটা আমাকে আরও ভাবিয়েছে। তাঁরা বিষয়টাকে আইনিভাবে খতিয়ে দেখতে পারতেন এবং এর আওতায় নিতে পারতেন।’

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের (একাংশ) সভাপতি ফাইজা মাহজাবিন প্রিয়ন্তি বলেন, ‘খুব হতাশার সঙ্গে আমরা দেখি যে এই রাষ্ট্রব্যবস্থা এবং পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা মেয়েদের বন্দিত্বের দিকে নিয়ে যাওয়ার ব্যাপারে অধীর আগ্রহী। মেয়েদের নিরাপত্তাদানের ব্যাপারে তাদের ন্যূনতম কোনো আগ্রহ বা সদিচ্ছা আমরা দেখতে পাই না।
আমরা বারবার দেখছি, দেশে ধর্ষণ ও নিপীড়নমূলক ঘটনা ঘটছে। কিন্তু তার বিপরীতে উপযুক্ত ব্যবস্থা বা যারা দোষী তাদের জবাবদিহির আওতায় আনার ব্যাপারে এই রাষ্ট্র বারবার ব্যর্থ হচ্ছে।’
মাহজাবিন প্রিয়ন্তি বলেন, ‘নারীর প্রতি সমান মর্যাদা নিশ্চিতের জায়গায় সবাইকে সচেষ্ট হতে হবে। গত দু-তিন দিনে আমরা দেখেছি যে মবের নামে নারীর সঙ্গে সহিংস আচরণ করা হয়েছে। আমরা প্রকাশ্যে ধূমপানের পক্ষে নই, কিন্তু এ ধরনের ঘটনা ঘটলে রাষ্ট্র প্রচলিত আইন দ্বারা ব্যবস্থা নেবে।
আমরা এই পুরুষতান্ত্রিক মনোভাবের বিপক্ষে; যেই সমাজ পুরুষ ধূমপান করলে চুপ থাকে, কিন্তু নারীর ক্ষেত্রে সহিংস আচরণ করে। ইনক্লুসিভ সমাজ গঠনের জন্য নারী-পুরুষ, ট্রান্সজেন্ডার এক কাতারে দাঁড়িয়ে সমান মর্যাদা নিশ্চিত করতে হবে।’ মানববন্ধনের সঞ্চালনা করেন জাহাঙ্গীরনগর থিয়েটারের (অডিটরিয়াম) কর্মী ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মিথিলা বাউল।

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৪ ঘণ্টা আগে