নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী আন্দোলনে প্লাস্টিক কারখানার কর্মচারী রাকিব হাওলাদার হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম মাহবুব আহমেদ তাঁদের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
সকালে তিনজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক মোরাদুল ইসলাম তাঁদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
১৬ বছরের কিশোর রাকিব হাওলাদার চকবাজারের হোসনী দালান এলাকায় কাজল প্লাস্টিক কারখানায় কাজ করত। ৫ আগস্ট দুপুরে সে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে অংশগ্রহণ করে। মিছিলটি চানখাঁরপুল পৌঁছালে সে গুলিবিদ্ধ হয়। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা জাহাঙ্গীর হোসেন চকবাজার থানার মামলা দায়ের করেন। মামলায় হাজি সেলিম এক নম্বর, সৈকত ও মানিক এজাহারনামীয় আসামি।
মামলার অভিযোগে বলা হয়, পুলিশ, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা–কর্মীরা মিছিলে গুলিবর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হন রাকিব।
গ্রেপ্তার দেখানোর আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, হাজি সেলিম, সৈকত ও মানিক এজাহারনামীয় আসামি। তাঁদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখা হোক। তদন্তের স্বার্থে ভবিষ্যতে তাঁদের রিমান্ডে নেওয়ার প্রয়োজন হবে।
উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর রাজধানীর বংশালের একটি বাসা থেকে গভীর রাতে আটক করা হয় হাজি সেলিমকে। ২ সেপ্টেম্বর তাঁকে লালবাগের শিক্ষার্থী খালিদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। তবে শারীরিক অসুস্থতার কারণে রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁকে গত ৪ সেপ্টেম্বর কারাগারে পাঠানো হয়।
তানভীর হাসান সৈকতকে গত ৪ আগস্ট রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকায় আত্মগোপন থাকা অবস্থায় আটক করা হয়। বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে রিমান্ডে নেওয়া হয়। গত ১ সেপ্টেম্বর তাঁকে কারাগারে পাঠানো হয়।
এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান ভূঁইয়া মানিককে গত ২২ আগস্ট লালবাগ কেল্লার মোড় থেকে আটক করা হয়। পরে তাঁকে লালবাগ থানার খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলা ও নিউমার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।

বৈষম্যবিরোধী আন্দোলনে প্লাস্টিক কারখানার কর্মচারী রাকিব হাওলাদার হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম মাহবুব আহমেদ তাঁদের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
সকালে তিনজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক মোরাদুল ইসলাম তাঁদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
১৬ বছরের কিশোর রাকিব হাওলাদার চকবাজারের হোসনী দালান এলাকায় কাজল প্লাস্টিক কারখানায় কাজ করত। ৫ আগস্ট দুপুরে সে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে অংশগ্রহণ করে। মিছিলটি চানখাঁরপুল পৌঁছালে সে গুলিবিদ্ধ হয়। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা জাহাঙ্গীর হোসেন চকবাজার থানার মামলা দায়ের করেন। মামলায় হাজি সেলিম এক নম্বর, সৈকত ও মানিক এজাহারনামীয় আসামি।
মামলার অভিযোগে বলা হয়, পুলিশ, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা–কর্মীরা মিছিলে গুলিবর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হন রাকিব।
গ্রেপ্তার দেখানোর আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, হাজি সেলিম, সৈকত ও মানিক এজাহারনামীয় আসামি। তাঁদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখা হোক। তদন্তের স্বার্থে ভবিষ্যতে তাঁদের রিমান্ডে নেওয়ার প্রয়োজন হবে।
উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর রাজধানীর বংশালের একটি বাসা থেকে গভীর রাতে আটক করা হয় হাজি সেলিমকে। ২ সেপ্টেম্বর তাঁকে লালবাগের শিক্ষার্থী খালিদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। তবে শারীরিক অসুস্থতার কারণে রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁকে গত ৪ সেপ্টেম্বর কারাগারে পাঠানো হয়।
তানভীর হাসান সৈকতকে গত ৪ আগস্ট রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকায় আত্মগোপন থাকা অবস্থায় আটক করা হয়। বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে রিমান্ডে নেওয়া হয়। গত ১ সেপ্টেম্বর তাঁকে কারাগারে পাঠানো হয়।
এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান ভূঁইয়া মানিককে গত ২২ আগস্ট লালবাগ কেল্লার মোড় থেকে আটক করা হয়। পরে তাঁকে লালবাগ থানার খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলা ও নিউমার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৬ ঘণ্টা আগে