কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

দেশের অভ্যন্তরীণ বিষয়ে যেসব কূটনীতিক মন্তব্য করে থাকেন তাদের সতর্ক করে দিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, ‘সময় হলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে।’
আজ শনিবার রাজধানীর ফরেইন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানের পর পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের মতো দেশ তাদের অভ্যন্তরীণ নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়ার প্রতি অসন্তুষ্ট হয়েছে। সে দেশের ২০ থেকে ২১ জন কূটনীতিককে তাঁরা বের করে দিয়েছে।’ যুক্তরাষ্ট্র শক্তিশালী, সে জন্য এটি করতে পেরেছে—এমনটা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের সেই শক্তি নাই। সে জন্য এ পথে যাই না। সময় হলে আমরাও অ্যাকশনে যাব।’
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের উপদেশের প্রয়োজন নেই জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কূটনীতিকদের কথা বলার একটি পদ্ধতি আছে, শিষ্টাচার আছে। তাঁরা যদি কিছু বলতে চান, তাঁরা সেটা সরকারকে জানাতে পারেন।’
এদিকে, ঢাকায় জাপানের রাষ্ট্রদূতের সাম্প্রতিক একটি মন্তব্যের পর বিদেশি কূটনীতিকদের শিষ্টাচার মেনে চলার প্রসঙ্গ বারবার আসছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান।
সম্প্রতি বাংলাদেশে ২০১৮ সালের নির্বাচনের পরপর ঢাকাস্থ জাপান দূতাবাস উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছিল। সেই বিবৃতির কথা উল্লেখ করে দেশটির রাষ্ট্রদূত ইতো নাওকি ১৪ নভেম্বর আশাবাদ ব্যক্ত করেন, আগামী জাতীয় নির্বাচন আগের চেয়ে ভালো হবে এবং অবাধ ও নিরপেক্ষ হবে। তিনি বলেন, ‘আমি শুনেছি, ভোটের আগের রাতে পুলিশ অফিসারেরা ব্যালট ভর্তি করেছে। এমন উদাহরণ আর কোনো দেশে আছে বলে আমি শুনিনি।’ ব্যালট বাক্স ভর্তির পুনরাবৃত্তি আর কখনো হওয়া উচিত হবে না বলে তিনি উল্লেখ করেন।

দেশের অভ্যন্তরীণ বিষয়ে যেসব কূটনীতিক মন্তব্য করে থাকেন তাদের সতর্ক করে দিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, ‘সময় হলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে।’
আজ শনিবার রাজধানীর ফরেইন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানের পর পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের মতো দেশ তাদের অভ্যন্তরীণ নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়ার প্রতি অসন্তুষ্ট হয়েছে। সে দেশের ২০ থেকে ২১ জন কূটনীতিককে তাঁরা বের করে দিয়েছে।’ যুক্তরাষ্ট্র শক্তিশালী, সে জন্য এটি করতে পেরেছে—এমনটা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের সেই শক্তি নাই। সে জন্য এ পথে যাই না। সময় হলে আমরাও অ্যাকশনে যাব।’
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের উপদেশের প্রয়োজন নেই জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কূটনীতিকদের কথা বলার একটি পদ্ধতি আছে, শিষ্টাচার আছে। তাঁরা যদি কিছু বলতে চান, তাঁরা সেটা সরকারকে জানাতে পারেন।’
এদিকে, ঢাকায় জাপানের রাষ্ট্রদূতের সাম্প্রতিক একটি মন্তব্যের পর বিদেশি কূটনীতিকদের শিষ্টাচার মেনে চলার প্রসঙ্গ বারবার আসছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান।
সম্প্রতি বাংলাদেশে ২০১৮ সালের নির্বাচনের পরপর ঢাকাস্থ জাপান দূতাবাস উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছিল। সেই বিবৃতির কথা উল্লেখ করে দেশটির রাষ্ট্রদূত ইতো নাওকি ১৪ নভেম্বর আশাবাদ ব্যক্ত করেন, আগামী জাতীয় নির্বাচন আগের চেয়ে ভালো হবে এবং অবাধ ও নিরপেক্ষ হবে। তিনি বলেন, ‘আমি শুনেছি, ভোটের আগের রাতে পুলিশ অফিসারেরা ব্যালট ভর্তি করেছে। এমন উদাহরণ আর কোনো দেশে আছে বলে আমি শুনিনি।’ ব্যালট বাক্স ভর্তির পুনরাবৃত্তি আর কখনো হওয়া উচিত হবে না বলে তিনি উল্লেখ করেন।

বাগেরহাটে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তিনি তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামসহ আরও চারজন তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
৫ মিনিট আগে
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করেননি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (সদ্য বহিষ্কৃত) হাসান মামুন। ফলে আসনটিতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নির্বাচনী লড়াই আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।
১৬ মিনিট আগে
পাঙাশ মাছ খাওয়াই যেন কাল হয়ে দাঁড়াল দেড় বছরের শিশু সিয়ামের। মাছের কাঁটা গলায় আটকে সোমবার রাতে মারা গেছে শিশু সিয়াম। ঘটনাটি ঘটেছে মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের যশোবন্তপুর গ্রামে। নিহত সিয়াম ওই গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা আমিনুর ব্যাপারীর ছেলে।
২৩ মিনিট আগে
ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং তাঁর স্ত্রী ইভ্যালির চেয়ারম্যান ও শামীমা নাসরিনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ আদালত-৭-এর বিচারক মিনাজ উদ্দীন তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২৫ মিনিট আগে