ফরিদপুর প্রতিনিধি

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেছেন, ‘বিএনপি বলেছিল, তাদের ছাড়া কোনো নির্বাচন হবে না। কিন্তু সবাই দেখল নির্বাচন হলো। এরপর বলল, নির্বাচন হলেও বিদেশিরা স্বীকৃতি দেবে না। বিদেশিরাও স্বীকৃতি দিল। সবই তো হলো, এবার দয়া করে আগামী যেকোনো নির্বাচনে অংশ নেন। রাজনৈতিক কর্মসূচির নামে শান্তি–শৃঙ্খলা ভঙ্গ করবেন না।
আজ বৃহস্পতিবার ফরিদপুরের মধুখালী উপজেলা আওয়ামী লীগের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুর রহমান বলেন, বাংলাদেশ আজ এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। সারা বিশ্ব আজ এই দেশের দিকে তাকিয়ে থাকে। আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। এই দেশই হবে সৌদি আরব, এই দেশই হবে সিঙ্গাপুর।’
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগে অনেক ষড়যন্ত্র হয়েছে, পরেও ষড়যন্ত্র হচ্ছে। তবে যত ষড়যন্ত্র হয়েছে এ পর্যন্ত সব ষড়যন্ত্রেই শেখ হাসিনার বিজয় হয়েছে। কারণ, আল্লাহ রাব্বুল আলামিন শেখ হাসিনার সঙ্গে আছেন।’
মন্ত্রিত্ব পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘ভেবেছিলাম হয়তো এমন এক জায়গায় আমাকে দেবে, যেখানে থেকে আরও কিছু কাজ করার সময় পাব। এখন দেখলাম এমন জায়গায় এসেছি, এই জায়গায় তিতপুঁটি, ট্যাংরা (মাছ) নানা ধরনের কাজ।’
নিজের বিরোধিতাকারীদের সমালোচনা করে মৎস্য মন্ত্রী বলেন, ‘কিছু কিছু মানুষের ওপর আমার দুঃখ-কষ্ট আছে, আমি ওদের কি ক্ষতি করলাম? তবু কিছু কথা থেকে যায়। আল্লাহ যেন আমাকে ওদের ক্ষমা করে দেওয়ার তৌফিক দেন।’
আব্দুর রহমান আরও বলেন, ‘ন্যায়ের সংগ্রাম প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে জীবন দেব। তবু অন্যায়কে কোনোভাবেই প্রশ্রয় দেব না। এই মাটিকে কলুষযুক্ত করে যাওয়ার চেষ্টা করে যাব। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি রতন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন–মন্ত্রীর সহধর্মিণী মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. মির্জা নাহিদা হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শ্যামল ব্যানার্জী, আসাদুজ্জামান মিন্টু, উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মনোজ কুমার সাহা, পান্না গ্রুপের চেয়ারম্যান লোকমান হোসেন খান প্রমুখ। সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বকু।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেছেন, ‘বিএনপি বলেছিল, তাদের ছাড়া কোনো নির্বাচন হবে না। কিন্তু সবাই দেখল নির্বাচন হলো। এরপর বলল, নির্বাচন হলেও বিদেশিরা স্বীকৃতি দেবে না। বিদেশিরাও স্বীকৃতি দিল। সবই তো হলো, এবার দয়া করে আগামী যেকোনো নির্বাচনে অংশ নেন। রাজনৈতিক কর্মসূচির নামে শান্তি–শৃঙ্খলা ভঙ্গ করবেন না।
আজ বৃহস্পতিবার ফরিদপুরের মধুখালী উপজেলা আওয়ামী লীগের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুর রহমান বলেন, বাংলাদেশ আজ এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। সারা বিশ্ব আজ এই দেশের দিকে তাকিয়ে থাকে। আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। এই দেশই হবে সৌদি আরব, এই দেশই হবে সিঙ্গাপুর।’
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগে অনেক ষড়যন্ত্র হয়েছে, পরেও ষড়যন্ত্র হচ্ছে। তবে যত ষড়যন্ত্র হয়েছে এ পর্যন্ত সব ষড়যন্ত্রেই শেখ হাসিনার বিজয় হয়েছে। কারণ, আল্লাহ রাব্বুল আলামিন শেখ হাসিনার সঙ্গে আছেন।’
মন্ত্রিত্ব পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘ভেবেছিলাম হয়তো এমন এক জায়গায় আমাকে দেবে, যেখানে থেকে আরও কিছু কাজ করার সময় পাব। এখন দেখলাম এমন জায়গায় এসেছি, এই জায়গায় তিতপুঁটি, ট্যাংরা (মাছ) নানা ধরনের কাজ।’
নিজের বিরোধিতাকারীদের সমালোচনা করে মৎস্য মন্ত্রী বলেন, ‘কিছু কিছু মানুষের ওপর আমার দুঃখ-কষ্ট আছে, আমি ওদের কি ক্ষতি করলাম? তবু কিছু কথা থেকে যায়। আল্লাহ যেন আমাকে ওদের ক্ষমা করে দেওয়ার তৌফিক দেন।’
আব্দুর রহমান আরও বলেন, ‘ন্যায়ের সংগ্রাম প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে জীবন দেব। তবু অন্যায়কে কোনোভাবেই প্রশ্রয় দেব না। এই মাটিকে কলুষযুক্ত করে যাওয়ার চেষ্টা করে যাব। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি রতন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন–মন্ত্রীর সহধর্মিণী মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. মির্জা নাহিদা হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শ্যামল ব্যানার্জী, আসাদুজ্জামান মিন্টু, উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মনোজ কুমার সাহা, পান্না গ্রুপের চেয়ারম্যান লোকমান হোসেন খান প্রমুখ। সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বকু।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১১ ঘণ্টা আগে