Ajker Patrika

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 
আপডেট : ০৪ জুন ২০২৫, ১৪: ২৯
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ অনেকটা বেড়েছে। তবে নারায়ণগঞ্জ অংশে কোথাও কোনো যানজট নেই। বুধবার (৪ জুন) সকালে। ছবি: আজকের পত্রিকা

ঈদুল আজহা সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ অনেকটা বেড়েছে। তবে নারায়ণগঞ্জ অংশে কোথাও কোনো যানজট নেই। বুধবার (৪ জুন) সকালে সাইনবোর্ড, মৌচাক বাসস্ট্যান্ড, শিমরাইল মোড় ও কাঁচপুর এলাকায় সরেজমিন ঘুরে দেখা গেছে, স্বাভাবিক দিনের তুলনায় যান চলাচল ও যাত্রীর চাপ বেড়েছে। বিভিন্ন বাস কাউন্টারে ঘরমুখো যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। ফলে কাউন্টারগুলোতে টিকিট বিক্রির ব্যস্ততা দেখা গেছে।

এদিকে দূরপাল্লার কয়েকজন যাত্রী অভিযোগ করেছেন, নির্ধারিত ভাড়ার চেয়েও ৫০ থেকে ১০০ টাকা বেশি নেওয়া হচ্ছে। তবে বাস কাউন্টার কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছেন।

নোয়াখালীগামী যাত্রী রহমতুল্লাহ বলেন, “গ্রামে কোরবানি দেব, তাই আজই রওনা হয়েছি। রাস্তা ফাঁকা আছে শুনেছি, তবে কাউন্টার থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে ৫০ টাকা বেশি নিয়েছে।”

দুই সন্তান নিয়ে কুমিল্লায় যাবার জন্য অপেক্ষমান লিজা বেগম বলেন, “আমরা প্রতিবছর গ্রামে শ্বশুরবাড়িতে ঈদ করি। স্বামী কাল ছুটি পাবেন, তিনিও কাল যাবেন। গার্মেন্টস ছুটি হলে ভিড় বাড়বে, তাই আগেভাগেই যাচ্ছি।”

শিমরাইল বাসস্ট্যান্ডে সেন্টমার্টিন এক্সপ্রেসের দায়িত্বে থাকা মেদেহী হাসান বলেন, “আমরা আগের ভাড়াতেই টিকিট দিচ্ছি। বরং যাত্রীরা নির্ধারিত ভাড়া দিতে চান না। ৯০০ টাকার ভাড়ায় ৭০০ দিতে চায়।”

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, “মহাসড়কে চাপ থাকলেও কোথাও যানজট নেই। আমাদের ২৭ জন পুলিশ সদস্য ও স্বেচ্ছাসেবীরা মহাসড়কে কাজ করছে। এখন পর্যন্ত বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাইনি।”

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, “ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এখনো ফাঁকা, তবে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল ধীরগতির। অতিরিক্ত ৬০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এখনো বাড়তি ভাড়ার বিষয়ে কোনো অভিযোগ আসেনি।”

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, “ঈদকে কেন্দ্র করে আমাদের দুটি টহল টিম রাউন্ডে রয়েছে। মানুষের নিরাপত্তায় আমরা সতর্ক আছি।”

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

ইইউর সঙ্গে ‘উচ্চাভিলাষী’ নিরাপত্তা–প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত, স্বাক্ষর আগামী সপ্তাহে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত