টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে ১১ দফা দাবিতে পিপল সিরামিকস লিমিটেড নামের এক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করছেন। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিলগেট এলাকায় অবস্থান নেওয়ার পর থেকে উভয়দিকে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও যানবাহনের চালকেরা।
সরেজমিনে জানা গেছে, আজ সকাল পৌনে ৯টার দিকে মিলগেট এলাকায় কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকেরা। বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা প্রধান ফটক ছেড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিলগেট এলাকায় অবস্থান নেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয়দিকে যানচলাচল বন্ধ হয়ে যায়।
এ ছাড়া বিক্ষুব্ধ শ্রমিকদের একাংশ বিআরটি প্রকল্পের উড়াল সেতুর মিলগেট অংশে অবস্থান নিলে সেতুর ওপরেও যান চলাচল বন্ধ হয়ে যায়। ১২টা ২০ মিনিটের দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে শ্রমিকদের।
কারখানা সূত্রে জানা গেছে, আজ সকালে কারখানায় কাজে যোগ দিয়ে শ্রমিকেরা কর্তৃপক্ষের কাছে ১১ দফা দাবি জানান। পরে কর্তৃপক্ষ সিদ্ধান্ত না দেওয়ায় শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় কাজ বন্ধ করে কারখানার প্রধান ফটকে অবস্থান নেন। পরে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গিয়ে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।
কয়েকজন শ্রমিক বলেন, আমরা ১১ দফা দাবি জানিয়েছি। আমাদের দাবি মেনে নিতে কারখানা কর্তৃপক্ষকে প্রায় ১০ বছর ধরে অনুরোধ করে এসেছি। আজ আন্দোলনের যোগ দিয়েছি।
এই ঘটনায় কারখানার মালিক লুৎফর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ওপাশ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন, শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। মহাসড়কের উভয়দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শ্রমিকদের দাবিগুলো নিয়ে পুলিশের পক্ষ থেকে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

গাজীপুরের টঙ্গীতে ১১ দফা দাবিতে পিপল সিরামিকস লিমিটেড নামের এক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করছেন। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিলগেট এলাকায় অবস্থান নেওয়ার পর থেকে উভয়দিকে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও যানবাহনের চালকেরা।
সরেজমিনে জানা গেছে, আজ সকাল পৌনে ৯টার দিকে মিলগেট এলাকায় কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকেরা। বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা প্রধান ফটক ছেড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিলগেট এলাকায় অবস্থান নেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয়দিকে যানচলাচল বন্ধ হয়ে যায়।
এ ছাড়া বিক্ষুব্ধ শ্রমিকদের একাংশ বিআরটি প্রকল্পের উড়াল সেতুর মিলগেট অংশে অবস্থান নিলে সেতুর ওপরেও যান চলাচল বন্ধ হয়ে যায়। ১২টা ২০ মিনিটের দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে শ্রমিকদের।
কারখানা সূত্রে জানা গেছে, আজ সকালে কারখানায় কাজে যোগ দিয়ে শ্রমিকেরা কর্তৃপক্ষের কাছে ১১ দফা দাবি জানান। পরে কর্তৃপক্ষ সিদ্ধান্ত না দেওয়ায় শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় কাজ বন্ধ করে কারখানার প্রধান ফটকে অবস্থান নেন। পরে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গিয়ে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।
কয়েকজন শ্রমিক বলেন, আমরা ১১ দফা দাবি জানিয়েছি। আমাদের দাবি মেনে নিতে কারখানা কর্তৃপক্ষকে প্রায় ১০ বছর ধরে অনুরোধ করে এসেছি। আজ আন্দোলনের যোগ দিয়েছি।
এই ঘটনায় কারখানার মালিক লুৎফর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ওপাশ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন, শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। মহাসড়কের উভয়দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শ্রমিকদের দাবিগুলো নিয়ে পুলিশের পক্ষ থেকে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৩ মিনিট আগে
হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, অর্থাৎ কালকে রায় হলে পরশু ইলেকশন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাকসুর নির্বাচনের পক্ষে ইতিবাচক রায়ের জন্য বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ আইনি লড়াই চালিয়ে যাবে।
৬ মিনিট আগে
এক শীত চলে গেছে, আরেক শীতের মৌসুম শেষ হওয়ার পথে, তবু শীতার্তদের জন্য বিদেশে থেকে অনুদান হিসেবে পাওয়া ৮ কনটেইনার শীতবস্ত্র পৌঁছায়নি দুস্থদের কাছে। ১০ মাস আগে এসব শীতবস্ত্র কনটেইনারে করে চট্টগ্রাম বন্দরে পৌঁছালেও আমলাতান্ত্রিক জটিলতায় মালপত্র এখনো খালাস করা যায়নি।
৯ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
৪৪ মিনিট আগে