
নরসিংদীর পলাশে উপজেলা ছাত্রদল ও জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েলের শোডাউনকে কেন্দ্র করে হওয়া সংঘর্ষে গুলিবর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে ভাইরাল হওয়া ভিডিওটি নজরে আসার পর গুলিবর্ষণকারী ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
ভিডিওতে দেখা গেছে, ১৫ জুন ওই সংঘর্ষের সময় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলিবর্ষণ করছেন এক ব্যক্তি। এ সময় সঙ্গে থাকা অন্যদের প্রতিপক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি ‘গুলি কর, গুলি কর’ বলতে শোনা যায়। গুলিবর্ষণ ও সংঘর্ষের সময় রাস্তার পাশের একটি ভবন থেকে অজ্ঞাত ব্যক্তি তাঁর মোবাইলে ভিডিও ধারণ করে রাখেন এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
৩ মিনিট ২৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একদল যুবক দেশীয় অস্ত্র দা, ছুরি, লাঠি ও পিস্তল নিয়ে দৌড়ে একটা পক্ষকে ধাওয়া দিচ্ছেন এবং ‘গুলি কর, গুলি কর’ বলে দৌড়াচ্ছেন। সঙ্গে সঙ্গে গোলাপি কালারের টি-শার্ট পরিহিত এক যুবককে পিস্তল বের করে গুলি চালাতে দেখা যায়।
ভিডিওটি পলাশ উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে লেখেন, ‘সন্ত্রাসী জুয়েল ও তার বাহিনী কর্তৃক ছাত্রদলের শান্তি মিছিলে অতর্কিতভাবে নিরীহ ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা ও গুলিবর্ষণের তীব্র নিন্দাসহ জুয়েল বাহিনীর সব সন্ত্রাসীকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
জানতে চাইলে পলাশ উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোস্তাফিজুর রহমান পাপন বলেন, ‘ছাত্রদলের শান্তি মিছিলে সন্ত্রাসী জুয়েলের সরাসরি নেতৃত্বে গুলিবর্ষণ ও জনমনে আতঙ্ক তৈরি করতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ সময় ছাত্রদল কর্মী ইসমাঈল বুকে গুলিবিদ্ধ হওয়াসহ একজন পথচারী গুলিবিদ্ধ হয়।’ এ ছাড়া বেশ কয়েকজন ছাত্রদল কর্মী গুরুতর আহত হওয়ার দাবি করেন পাপন।
এ বিষয়ে জুয়েল গ্রুপের কারও বক্তব্য পাওয়া যায়নি। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি আমাদের নজরে এসেছে। বিষয়টি খতিয়ে দেখাসহ গুলিবর্ষণ করা ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে।’

বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে বিধিনিষেধ, ভিসায় কড়াকড়ি, নানা শর্ত আরোপ আর ভ্রমণ কর বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে বেনাপোল স্থলবন্দরে। এক বছরের ব্যবধানে এই বন্দর দিয়ে ভারতগামী ও প্রত্যাবর্তনকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা কমেছে ১৩ লাখ ৫০ হাজারের বেশি।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে খালের ওপর নির্মিত ৬৭ লাখ টাকার একটি গার্ডার সেতু পাঁচ বছরেও মানুষের ব্যবহারে আসেনি। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখন কার্যত অকার্যকর। কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২ ঘণ্টা আগে