
গাজীপুরের শ্রীপুরে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের ব্রেক বিকল হয়েছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথের শ্রীপুর রেলওয়ে স্টেশনের একটি লাইনে যোগাযোগ বন্ধ রয়েছে। এদিকে রেলক্রসিং বন্ধ থাকায় শ্রীপুর মাওনা-গোসিংগা সড়কের দুই পাশে তীব্র যানজটে দুর্ভোগ পোহাচ্ছে হাজারো মানুষ।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর স্টেশনে এ ঘটনা ঘটে। এই সংবাদ লেখা পর্যন্ত (রাত সোয়া ৯টা) ট্রেনের ব্রেক সচল হয়নি।
সরেজমিনে দেখা যায়, এ ঘটনার পর থেকেই রেলক্রসিংয়ে শ্রীপুর-মাওনা-গোসিংগা-রাজাবাড়ী সংযোগ সড়কে কয়েক হাজার যানবাহন আটকে পড়ে। এতে লাখো যাত্রী গন্তব্যে পৌঁছাতে দুর্ভোগ পোহাচ্ছে। ট্রেনটি সংযোগ সড়কের মাঝামাঝি বিকল হওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সড়কের দুপাশে দাঁড়িয়ে রয়েছে বেশ কয়েকটি পিকনিক ফেরত বাসসহ অসংখ্য গণপরিবহন।
সিএনজিচালিত অটোরিকশাযাত্রী আফাজ মিয়া বলেন, কাপাসিয়ায় যেতে মাওনা থেকে এসে শ্রীপুর রেলওয়ে স্টেশনের সিগন্যালে এক ঘণ্টা ধরে আটকা আছেন তিনি।
শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর স্টেশন অতিক্রম করার সময় চাকার ব্রেক বিকল হয়ে গেছে। ফলে ঢাকা-ময়মনসিংহ রেলের একটি লাইনে যোগাযোগ বন্ধ রয়েছে। তবে অন্য লাইনে ময়মনসিংহগামী যমুনা এক্সপ্রেস, জামালপুর কম্পিউটার ও ব্রহ্মপুত্র এক্সপ্রেস স্বাভাবিকভাবে চলাচল করছে। ময়মনসিংহ রেলওয়ে কর্তৃপক্ষের ইঞ্জিনিয়ারিং বিভাগে খবর দেওয়া হয়েছে। তাঁরা এসে ব্রেকের কাজ করার পর ট্রেনটি স্বাভাবিক হলে যথারীতি লাইনে যোগাযোগ চালু হবে।

গাজীপুরের শ্রীপুরে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের ব্রেক বিকল হয়েছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথের শ্রীপুর রেলওয়ে স্টেশনের একটি লাইনে যোগাযোগ বন্ধ রয়েছে। এদিকে রেলক্রসিং বন্ধ থাকায় শ্রীপুর মাওনা-গোসিংগা সড়কের দুই পাশে তীব্র যানজটে দুর্ভোগ পোহাচ্ছে হাজারো মানুষ।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর স্টেশনে এ ঘটনা ঘটে। এই সংবাদ লেখা পর্যন্ত (রাত সোয়া ৯টা) ট্রেনের ব্রেক সচল হয়নি।
সরেজমিনে দেখা যায়, এ ঘটনার পর থেকেই রেলক্রসিংয়ে শ্রীপুর-মাওনা-গোসিংগা-রাজাবাড়ী সংযোগ সড়কে কয়েক হাজার যানবাহন আটকে পড়ে। এতে লাখো যাত্রী গন্তব্যে পৌঁছাতে দুর্ভোগ পোহাচ্ছে। ট্রেনটি সংযোগ সড়কের মাঝামাঝি বিকল হওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সড়কের দুপাশে দাঁড়িয়ে রয়েছে বেশ কয়েকটি পিকনিক ফেরত বাসসহ অসংখ্য গণপরিবহন।
সিএনজিচালিত অটোরিকশাযাত্রী আফাজ মিয়া বলেন, কাপাসিয়ায় যেতে মাওনা থেকে এসে শ্রীপুর রেলওয়ে স্টেশনের সিগন্যালে এক ঘণ্টা ধরে আটকা আছেন তিনি।
শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর স্টেশন অতিক্রম করার সময় চাকার ব্রেক বিকল হয়ে গেছে। ফলে ঢাকা-ময়মনসিংহ রেলের একটি লাইনে যোগাযোগ বন্ধ রয়েছে। তবে অন্য লাইনে ময়মনসিংহগামী যমুনা এক্সপ্রেস, জামালপুর কম্পিউটার ও ব্রহ্মপুত্র এক্সপ্রেস স্বাভাবিকভাবে চলাচল করছে। ময়মনসিংহ রেলওয়ে কর্তৃপক্ষের ইঞ্জিনিয়ারিং বিভাগে খবর দেওয়া হয়েছে। তাঁরা এসে ব্রেকের কাজ করার পর ট্রেনটি স্বাভাবিক হলে যথারীতি লাইনে যোগাযোগ চালু হবে।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৩ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
৩ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৬ ঘণ্টা আগে