ঢাবি সংবাদদাতা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। এ সময় তাঁরা শিক্ষাঙ্গনে সন্ত্রাসী হামলার বিচার দাবি করেন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি পলাশী মোড় থেকে কেন্দ্রীয় শহীদ মিনারমুখী সড়ক এবং বকশীবাজার মোড় হয়ে আবার শহীদ মিনারে ফিরে আসে।
শহীদ মিনারে বুয়েটের ম্যাটেরিয়াল বিভাগের উনিশ ব্যাচের শিক্ষার্থী আরাফাত উদ্দিন সাকিব বলেন, ‘ছাত্রদল আজ কুয়েটের শিক্ষার্থীদের ওপর যে হামলা করেছে, তা ন্যক্কারজনক। হামলায় ছাত্ররাজনীতির বিরুদ্ধে আন্দোলন করা শিক্ষার্থীদের অনেকেই আহত হন। আমরা বাংলাদেশকে আবার নৈরাজ্যের দিকে যেতে দেব না।’
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আবু ওবায়দা মাআজ বলেন, ‘কুয়েটের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শিক্ষার্থীদের। বহিরাগত সন্ত্রাসীদের এতে হস্তক্ষেপ করার অধিকার নেই। আমরা প্রশাসনের প্রতি দাবি জানাই, সন্ত্রাসীদের শনাক্ত করে বিচার নিশ্চিত করুন। এই বিচার নিশ্চিত না হলে জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি অবমাননা করা হবে।’
বিক্ষোভ মিছিলে ‘হই হই রই রই, ছাত্রদল গেলি কই’, ‘ছাত্রদলের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিব না’, ‘সন্ত্রাসীদের ঠিকানা, বাংলাদেশে হবে না’, ‘ছাত্ররাজনীতির ঠিকানা, ক্যাম্পাসে হবে না’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।
এর আগে আজ দুপুর থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্ররাজনীতি বন্ধের দাবি নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। পাল্টাপাল্টি সংঘর্ষে ৩০ জনের বেশি শিক্ষার্থী আহত হন বলে জানা গেছে।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। এ সময় তাঁরা শিক্ষাঙ্গনে সন্ত্রাসী হামলার বিচার দাবি করেন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি পলাশী মোড় থেকে কেন্দ্রীয় শহীদ মিনারমুখী সড়ক এবং বকশীবাজার মোড় হয়ে আবার শহীদ মিনারে ফিরে আসে।
শহীদ মিনারে বুয়েটের ম্যাটেরিয়াল বিভাগের উনিশ ব্যাচের শিক্ষার্থী আরাফাত উদ্দিন সাকিব বলেন, ‘ছাত্রদল আজ কুয়েটের শিক্ষার্থীদের ওপর যে হামলা করেছে, তা ন্যক্কারজনক। হামলায় ছাত্ররাজনীতির বিরুদ্ধে আন্দোলন করা শিক্ষার্থীদের অনেকেই আহত হন। আমরা বাংলাদেশকে আবার নৈরাজ্যের দিকে যেতে দেব না।’
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আবু ওবায়দা মাআজ বলেন, ‘কুয়েটের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শিক্ষার্থীদের। বহিরাগত সন্ত্রাসীদের এতে হস্তক্ষেপ করার অধিকার নেই। আমরা প্রশাসনের প্রতি দাবি জানাই, সন্ত্রাসীদের শনাক্ত করে বিচার নিশ্চিত করুন। এই বিচার নিশ্চিত না হলে জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি অবমাননা করা হবে।’
বিক্ষোভ মিছিলে ‘হই হই রই রই, ছাত্রদল গেলি কই’, ‘ছাত্রদলের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিব না’, ‘সন্ত্রাসীদের ঠিকানা, বাংলাদেশে হবে না’, ‘ছাত্ররাজনীতির ঠিকানা, ক্যাম্পাসে হবে না’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।
এর আগে আজ দুপুর থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্ররাজনীতি বন্ধের দাবি নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। পাল্টাপাল্টি সংঘর্ষে ৩০ জনের বেশি শিক্ষার্থী আহত হন বলে জানা গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩ ঘণ্টা আগে