প্রতিনিধি

মুন্সিগঞ্জ: সড়ক পথে আন্তঃজেলা গণপরিবহনের পাশাপাশি জলপথে লঞ্চ ও স্পিডবোটও বন্ধ রয়েছে। শিমুলিয়া–পাটুরিয়া ঘাটে ফেরি চলাচল করার সুযোগে গতকাল শুক্রবার ঢল নামে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের। এমনকি যাত্রীদের চাপে ফেরিতে যানবাহন পরিবহন কিছুক্ষণ বন্ধ রাখতে হয়। করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির এই সময়ে ঘাটে মানুষের এই ঢল সামলাতে অবশেষে দিনের বেলা ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
কিন্তু এরপরও আজ ভোর থেকে গতকাল শুক্রবারের মতো দক্ষিণবঙ্গগামী ঈদে ঘরমুখী মানুষের ভিড় জমতে শুরু করে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। গতরাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) ঘোষণা অনুযায়ী ফেরি চলাচল বন্ধ থাকলেও ক্রমশ এ ভিড় বাড়ে। ভিড় সামলাতে না পেরে অবশেষে পুলিশ শিমুলিয়া ঘাটের প্রবেশ মুখ থেকে লোকজনকে ফিরে যেতে বাধ্য করছে।
জানা যায়, শুক্রবার দিবাগত রাতে বিআইডব্লিউটিসি আজ থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার রুটে দিনের বেলায় ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে। রাতে পণ্যবাহী পরিবহন পারাপারের জন্য ফেরি চলবে। কিন্তু ভোর থেকে ঘাটে আসা যাত্রীরা বলছেন, মাঝরাতের ঘোষণা অনেকেই জানেন না। ঘাটে এসে দেখেন ফেরি বন্ধ। আর পুলিশ সবাইকে ঘাট থেকে বের করে দিচ্ছে।
এদিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে, মাওয়া চৌরাস্তা ও শিমুলিয়া ঘাটের প্রবেশমুখে পুলিশের টহল চৌকি দেখা গেছে। এসব টহল চৌকি থেকেও দক্ষিণবঙ্গগামী যাত্রীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।
শিমুলিয়া ফেরি ঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) হিলাল উদ্দিন বলেন, শিমুলিয়া ঘাটের এক কিলোমিটার দূর থেকে যাত্রীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। কোনো যাত্রীকে শিমুলিয়া ঘাট এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। এতদিন লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ছিল। আজ থেকে দিনের বেলায় ফেরিও বন্ধ থাকবে, কেউ নদী পার হতে পারবেন না। তিনি যাত্রীদের ঘাট এলাকায় ভিড় না করতেও অনুরোধ জানান।
বিআইডব্লিউটিসি'র শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) শাফায়াত আহমেদ জানান, শেষ রাত থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সন্ধ্যার পর কয়টি ফেরি চালু রাখা হবে তা এখনও নিশ্চিত নয়।

মুন্সিগঞ্জ: সড়ক পথে আন্তঃজেলা গণপরিবহনের পাশাপাশি জলপথে লঞ্চ ও স্পিডবোটও বন্ধ রয়েছে। শিমুলিয়া–পাটুরিয়া ঘাটে ফেরি চলাচল করার সুযোগে গতকাল শুক্রবার ঢল নামে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের। এমনকি যাত্রীদের চাপে ফেরিতে যানবাহন পরিবহন কিছুক্ষণ বন্ধ রাখতে হয়। করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির এই সময়ে ঘাটে মানুষের এই ঢল সামলাতে অবশেষে দিনের বেলা ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
কিন্তু এরপরও আজ ভোর থেকে গতকাল শুক্রবারের মতো দক্ষিণবঙ্গগামী ঈদে ঘরমুখী মানুষের ভিড় জমতে শুরু করে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। গতরাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) ঘোষণা অনুযায়ী ফেরি চলাচল বন্ধ থাকলেও ক্রমশ এ ভিড় বাড়ে। ভিড় সামলাতে না পেরে অবশেষে পুলিশ শিমুলিয়া ঘাটের প্রবেশ মুখ থেকে লোকজনকে ফিরে যেতে বাধ্য করছে।
জানা যায়, শুক্রবার দিবাগত রাতে বিআইডব্লিউটিসি আজ থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার রুটে দিনের বেলায় ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে। রাতে পণ্যবাহী পরিবহন পারাপারের জন্য ফেরি চলবে। কিন্তু ভোর থেকে ঘাটে আসা যাত্রীরা বলছেন, মাঝরাতের ঘোষণা অনেকেই জানেন না। ঘাটে এসে দেখেন ফেরি বন্ধ। আর পুলিশ সবাইকে ঘাট থেকে বের করে দিচ্ছে।
এদিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে, মাওয়া চৌরাস্তা ও শিমুলিয়া ঘাটের প্রবেশমুখে পুলিশের টহল চৌকি দেখা গেছে। এসব টহল চৌকি থেকেও দক্ষিণবঙ্গগামী যাত্রীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।
শিমুলিয়া ফেরি ঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) হিলাল উদ্দিন বলেন, শিমুলিয়া ঘাটের এক কিলোমিটার দূর থেকে যাত্রীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। কোনো যাত্রীকে শিমুলিয়া ঘাট এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। এতদিন লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ছিল। আজ থেকে দিনের বেলায় ফেরিও বন্ধ থাকবে, কেউ নদী পার হতে পারবেন না। তিনি যাত্রীদের ঘাট এলাকায় ভিড় না করতেও অনুরোধ জানান।
বিআইডব্লিউটিসি'র শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) শাফায়াত আহমেদ জানান, শেষ রাত থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সন্ধ্যার পর কয়টি ফেরি চালু রাখা হবে তা এখনও নিশ্চিত নয়।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
১ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৬ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৭ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৭ ঘণ্টা আগে