আজকের পত্রিকা ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুরে অব্যাহতভাবে ছিনতাই, চুরি ও ডাকাতি বেড়ে যাওয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয়রা। এসব প্রতিরোধে পুলিশের ভূমিকা কী, সেটি জানতে তাঁরা থানায় গিয়েছেন।
আজ শনিবার বিকেলে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকার বাসিন্দারা থানার সামনে মানববন্ধন করেন। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার আলী হাসান সঙ্গে স্থানীয়রা কথা বলেন। স্থানীয় বাসিন্দারা পুলিশের কার্যক্রম ও টহলসহ বিভিন্ন বিষয়ে তাঁদের অসন্তোষের কথা তুলে ধরেন। পুলিশ তাঁদের গাড়ি ও জনবলের সংকট থাকায় বিভিন্ন সীমাবদ্ধতার কথা জানায় এবং ধীরে ধীরে সব ঠিক করা হচ্ছে বলে আশ্বাস দেয়।
এ বিষয়ে মোহাম্মদপুর শহীদ স্মৃতি পাঠাগারের উদ্যোক্তা ইসমাইল হোসেন পাওয়ারী আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এলাকাবাসী চুরি, ছিনতাই নিয়ে খুবই আতঙ্কে রয়েছি। উপায় না পেয়ে বিকেলে মোহাম্মদপুর থানার সামনে মানববন্ধন করেছি। ওসির সঙ্গে কথা বলেছি। তাঁরা বলেছেন, তাঁদের গাড়ি ও জনবল সংকট, এ জন্য টহল দিতে পারছেন না। আমরা পুলিশকে আগের মতো বিট পুলিশিং করে দায়িত্ব পালনের অনুরোধ জানিয়েছি। তাঁরা আবার আমাদের সঙ্গে বসবেন বলে জানিয়েছেন।’
তিনি বলেন, ‘আমরা প্রতিটি সড়কে একটি করে কমিটি করার ঘোষণা দিয়েছি। যেন যেকোনো ঘটনা ঘটলে প্রতিটি সড়কের মানুষ একত্রিত হতে পারেন। মানুষ এক সঙ্গে থাকলে আতঙ্ক কম থাকবে। তাই আমরা সবাই চেষ্টা করছি সবাই যাতে সবার পাশে দাঁড়ায়।’
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান বলেন, ‘স্থানীয়রা অপরাধ দমনের বিষয়ে পুলিশের সঙ্গে কাজ করতে চায়। তাই তাঁরা পরামর্শ করতে এসেছেন। আমরা তাঁদের সঙ্গে কথা বলছি। করণীয় ঠিক করতে সবাইকে নিয়ে আলাপ আলোচনা করা হয়েছে।’

রাজধানীর মোহাম্মদপুরে অব্যাহতভাবে ছিনতাই, চুরি ও ডাকাতি বেড়ে যাওয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয়রা। এসব প্রতিরোধে পুলিশের ভূমিকা কী, সেটি জানতে তাঁরা থানায় গিয়েছেন।
আজ শনিবার বিকেলে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকার বাসিন্দারা থানার সামনে মানববন্ধন করেন। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার আলী হাসান সঙ্গে স্থানীয়রা কথা বলেন। স্থানীয় বাসিন্দারা পুলিশের কার্যক্রম ও টহলসহ বিভিন্ন বিষয়ে তাঁদের অসন্তোষের কথা তুলে ধরেন। পুলিশ তাঁদের গাড়ি ও জনবলের সংকট থাকায় বিভিন্ন সীমাবদ্ধতার কথা জানায় এবং ধীরে ধীরে সব ঠিক করা হচ্ছে বলে আশ্বাস দেয়।
এ বিষয়ে মোহাম্মদপুর শহীদ স্মৃতি পাঠাগারের উদ্যোক্তা ইসমাইল হোসেন পাওয়ারী আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এলাকাবাসী চুরি, ছিনতাই নিয়ে খুবই আতঙ্কে রয়েছি। উপায় না পেয়ে বিকেলে মোহাম্মদপুর থানার সামনে মানববন্ধন করেছি। ওসির সঙ্গে কথা বলেছি। তাঁরা বলেছেন, তাঁদের গাড়ি ও জনবল সংকট, এ জন্য টহল দিতে পারছেন না। আমরা পুলিশকে আগের মতো বিট পুলিশিং করে দায়িত্ব পালনের অনুরোধ জানিয়েছি। তাঁরা আবার আমাদের সঙ্গে বসবেন বলে জানিয়েছেন।’
তিনি বলেন, ‘আমরা প্রতিটি সড়কে একটি করে কমিটি করার ঘোষণা দিয়েছি। যেন যেকোনো ঘটনা ঘটলে প্রতিটি সড়কের মানুষ একত্রিত হতে পারেন। মানুষ এক সঙ্গে থাকলে আতঙ্ক কম থাকবে। তাই আমরা সবাই চেষ্টা করছি সবাই যাতে সবার পাশে দাঁড়ায়।’
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান বলেন, ‘স্থানীয়রা অপরাধ দমনের বিষয়ে পুলিশের সঙ্গে কাজ করতে চায়। তাই তাঁরা পরামর্শ করতে এসেছেন। আমরা তাঁদের সঙ্গে কথা বলছি। করণীয় ঠিক করতে সবাইকে নিয়ে আলাপ আলোচনা করা হয়েছে।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১০ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১১ ঘণ্টা আগে