ঢামেক প্রতিবেদক

রাজধানীর রামপুরা তিতাস রোডের একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁরা হলেন—দিনমজুর জুয়েল (২৮) ও তাঁর স্ত্রী গৃহপরিচারিকা নাসরিন আক্তার (২২)।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পূর্ব রামপুরা তিতাস রোডের একটি টিনশেড ঘর থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ভোরে মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
মৃত নাসরিনের বড় ভাই মো. টিটু মিয়া বলেন, ‘জুয়েলের বাড়ি কুড়িগ্রামে। তাঁর বাবার নাম আজাদুর খন্দকার। আর আমাদের বাড়ি কিশোরগঞ্জের নিকলী উপজেলায়। বাবার নাম সিদ্দিকুর রহমান। সাড়ে তিন বছর আগে নাসরিনের সঙ্গে বিয়ে হয় জুয়েলের। তাঁদের একটি সন্তান হলেও ৯-১০ মাস আগে মারা যায়।’
টিটু মিয়া জানান, ৮-৯ মাস ধরে পূর্ব রামপুরার তিতাস রোডে নোয়াখালী বাড়িতে ভাড়া থাকতেন জুয়েল ও নাসরিন। পরিবার নিয়ে পাশাপাশি ঘরে ভাড়া থাকেন তিনি নিজেও। গত এক সপ্তাহ ধরে নাসরিন জ্বরাক্রান্ত ছিলেন। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে কাজ থেকে বাসায় ফেরেন টিটু। তিনি জানতে পারেন, দুপুরের পর থেকে নাসরিন ও জুয়েল তাঁদের রুমের দরজা খোলেননি। রাতে তাঁদের অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে বাড়িওয়ালার মাধ্যমে তাঁদের রুমের দরজা খুলে দেখা যায়, একটি ফ্যানের সঙ্গে দুটি ওড়না বেঁধে জুয়েল ও নাসরিন গলায় ফাঁস দিয়ে ঝুলছেন। সঙ্গে সঙ্গে থানায় খবর দেওয়া হয়।
নাসরিন অন্যের বাসায় কাজ করতেন। তবে শারীরিক অসুস্থতার কারণে এক সপ্তাহ ধরে কাজে যেতে পারছিলেন না। জুয়েল দিনমজুরের কাজ করতেন। তবে হাতে কোনো কাজকর্ম ছিল না। হতাশাগ্রস্ত হয়ে তাঁরা দুজন আত্মহত্যা করে থাকতে পারেন বলে জানান টিটু মিয়া।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে রাত সাড়ে ৩টার দিকে পূর্ব রামপুরার তিতাস রোডের ওই টিনশেড বাসা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ মর্গে পাঠানো হয়। রাতেই সিআইডি ক্রাইম সিন ঘটনাস্থলে আসে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে।
ওসি জানান, আর্থিক অভাব-অনটনের কারণে স্বামী-স্ত্রী একই ফ্যানের সঙ্গে আলাদা দুটি ওড়না বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ঘটনাটি আরও খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

রাজধানীর রামপুরা তিতাস রোডের একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁরা হলেন—দিনমজুর জুয়েল (২৮) ও তাঁর স্ত্রী গৃহপরিচারিকা নাসরিন আক্তার (২২)।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পূর্ব রামপুরা তিতাস রোডের একটি টিনশেড ঘর থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ভোরে মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
মৃত নাসরিনের বড় ভাই মো. টিটু মিয়া বলেন, ‘জুয়েলের বাড়ি কুড়িগ্রামে। তাঁর বাবার নাম আজাদুর খন্দকার। আর আমাদের বাড়ি কিশোরগঞ্জের নিকলী উপজেলায়। বাবার নাম সিদ্দিকুর রহমান। সাড়ে তিন বছর আগে নাসরিনের সঙ্গে বিয়ে হয় জুয়েলের। তাঁদের একটি সন্তান হলেও ৯-১০ মাস আগে মারা যায়।’
টিটু মিয়া জানান, ৮-৯ মাস ধরে পূর্ব রামপুরার তিতাস রোডে নোয়াখালী বাড়িতে ভাড়া থাকতেন জুয়েল ও নাসরিন। পরিবার নিয়ে পাশাপাশি ঘরে ভাড়া থাকেন তিনি নিজেও। গত এক সপ্তাহ ধরে নাসরিন জ্বরাক্রান্ত ছিলেন। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে কাজ থেকে বাসায় ফেরেন টিটু। তিনি জানতে পারেন, দুপুরের পর থেকে নাসরিন ও জুয়েল তাঁদের রুমের দরজা খোলেননি। রাতে তাঁদের অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে বাড়িওয়ালার মাধ্যমে তাঁদের রুমের দরজা খুলে দেখা যায়, একটি ফ্যানের সঙ্গে দুটি ওড়না বেঁধে জুয়েল ও নাসরিন গলায় ফাঁস দিয়ে ঝুলছেন। সঙ্গে সঙ্গে থানায় খবর দেওয়া হয়।
নাসরিন অন্যের বাসায় কাজ করতেন। তবে শারীরিক অসুস্থতার কারণে এক সপ্তাহ ধরে কাজে যেতে পারছিলেন না। জুয়েল দিনমজুরের কাজ করতেন। তবে হাতে কোনো কাজকর্ম ছিল না। হতাশাগ্রস্ত হয়ে তাঁরা দুজন আত্মহত্যা করে থাকতে পারেন বলে জানান টিটু মিয়া।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে রাত সাড়ে ৩টার দিকে পূর্ব রামপুরার তিতাস রোডের ওই টিনশেড বাসা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ মর্গে পাঠানো হয়। রাতেই সিআইডি ক্রাইম সিন ঘটনাস্থলে আসে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে।
ওসি জানান, আর্থিক অভাব-অনটনের কারণে স্বামী-স্ত্রী একই ফ্যানের সঙ্গে আলাদা দুটি ওড়না বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ঘটনাটি আরও খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজ ছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
৩৫ মিনিট আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৮ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৮ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে