নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় আব্দুল হালিম নামে এক বীর মুক্তিযোদ্ধাকে হত্যা করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকাল ৭টার দিকে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের ধর্মগঞ্জ মাওলা বাজার এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে আড়াইটার মধ্যে তাঁকে হত্যা করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
মৃত আব্দুল হালিম একই এলাকার মৃত মহব্বত আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া মাহিনুর বেগম বলেন, ‘আমার স্বামী কাঁচামাল ব্যবসায়ী। প্রতি রাতে ২টা থেকে আড়াইটায় কাঁচামাল কিনতে বের হয়। গতকাল রাতে ঘুম ভাঙলে বাড়িওয়ালার বাড়িতে গোঙানির আওয়াজ শুনতে পাই। পরে তাঁদের বাড়িতে প্রবেশ করলে দেখি বাড়িওয়ালার ছেলে হাফেজ মাসুদের হাত-পা বাঁধা এবং মুখে কাপড়ের টুকরা দেওয়া অবস্থায় রয়েছে। দ্রুত তাঁর বাঁধন খুলে পাশের ঘরে যাই এবং দেখি মাসুদের বাবার মরদেহ বিছানায় পড়ে আছে।
এ বিষয়ে মৃতের ছেলে হাফেজ মাসুদ বলেন, ‘গতকাল আমাদের বাড়িতে অনেক আত্মীয় বেড়াতে এসেছিল। রাতে আমি ও আমার বাবা নিজ ঘরে ঘুমিয়ে পড়ি। মধ্যরাতে হঠাৎ তিনজন লোক ঘরে ঢোকে এবং আমার হাত-পা ও চোখ বেঁধে মারধর করে। চলে যাওয়ার সময় ঘরে থাকা ২০ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। তবে ওই দুর্বৃত্তরা কীভাবে বাড়িতে প্রবেশ করেছে তা বলতে পারছি না।’
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ূন কবির বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। তবে ওই বাড়িতে বাইরে থেকে কারও প্রবেশের কোনো আলামত আমরা পাইনি। তা ছাড়া ঘরে চারটি সিসি ক্যামেরা থাকলেও সেগুলোর হার্ডডিস্ক খুলে নেওয়া হয়েছে।’
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু বলেন, ‘আব্দুল হালিম তাঁর ছেলের পরিবার নিয়ে ওই বাড়িতে থাকত। তবে ঘটনার সময় তিনি ও তাঁর ছেলে ছাড়া কেউ বাড়িতে ছিল না। বিষয়টি বেশ রহস্যজনক। এ বিষয়ে আমাদের তদন্তকাজ চলছে।’

নারায়ণগঞ্জের ফতুল্লায় আব্দুল হালিম নামে এক বীর মুক্তিযোদ্ধাকে হত্যা করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকাল ৭টার দিকে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের ধর্মগঞ্জ মাওলা বাজার এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে আড়াইটার মধ্যে তাঁকে হত্যা করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
মৃত আব্দুল হালিম একই এলাকার মৃত মহব্বত আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া মাহিনুর বেগম বলেন, ‘আমার স্বামী কাঁচামাল ব্যবসায়ী। প্রতি রাতে ২টা থেকে আড়াইটায় কাঁচামাল কিনতে বের হয়। গতকাল রাতে ঘুম ভাঙলে বাড়িওয়ালার বাড়িতে গোঙানির আওয়াজ শুনতে পাই। পরে তাঁদের বাড়িতে প্রবেশ করলে দেখি বাড়িওয়ালার ছেলে হাফেজ মাসুদের হাত-পা বাঁধা এবং মুখে কাপড়ের টুকরা দেওয়া অবস্থায় রয়েছে। দ্রুত তাঁর বাঁধন খুলে পাশের ঘরে যাই এবং দেখি মাসুদের বাবার মরদেহ বিছানায় পড়ে আছে।
এ বিষয়ে মৃতের ছেলে হাফেজ মাসুদ বলেন, ‘গতকাল আমাদের বাড়িতে অনেক আত্মীয় বেড়াতে এসেছিল। রাতে আমি ও আমার বাবা নিজ ঘরে ঘুমিয়ে পড়ি। মধ্যরাতে হঠাৎ তিনজন লোক ঘরে ঢোকে এবং আমার হাত-পা ও চোখ বেঁধে মারধর করে। চলে যাওয়ার সময় ঘরে থাকা ২০ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। তবে ওই দুর্বৃত্তরা কীভাবে বাড়িতে প্রবেশ করেছে তা বলতে পারছি না।’
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ূন কবির বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। তবে ওই বাড়িতে বাইরে থেকে কারও প্রবেশের কোনো আলামত আমরা পাইনি। তা ছাড়া ঘরে চারটি সিসি ক্যামেরা থাকলেও সেগুলোর হার্ডডিস্ক খুলে নেওয়া হয়েছে।’
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু বলেন, ‘আব্দুল হালিম তাঁর ছেলের পরিবার নিয়ে ওই বাড়িতে থাকত। তবে ঘটনার সময় তিনি ও তাঁর ছেলে ছাড়া কেউ বাড়িতে ছিল না। বিষয়টি বেশ রহস্যজনক। এ বিষয়ে আমাদের তদন্তকাজ চলছে।’

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
১ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৬ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৭ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৭ ঘণ্টা আগে