সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানের প্রধান সড়কে অবৈধভাবে ট্রাক পার্কিং করে মালামাল লোড আনলোড করার দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজদিখান বাজারের সার পট্টি এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীর।
দণ্ডপ্রাপ্তরা হলেন জামালপুর জেলার ইসলামপুর উপজেলার আগুনেরচর গ্রামের মো. ইদ্রিস আলীর ছেলে আলী হোসেন (২৪) ও ঘাটাইল হামিদপুর গ্রামের মৃত আহমদ আলীর ছেলে মো. আব্দুল্লাহ (৫৬)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীর আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল সন্ধ্যায় সিরাজদিখান বাজার রোডে ট্রাক পার্কিং করে মালামাল লোড আনলোড করছিল দণ্ডপ্রাপ্তরা। এতে তীব্র যানজট সৃষ্টি হয়। আমরা অনেক বার বাজার কমিটিকে বলে আসছি বাজারে সকাল সন্ধ্যা কোনো কোম্পানির বা কোনো ব্যক্তির গাড়ি লোড-আনলোড করতে পারবে না।’
এতে করে বাজারে তীব্র যানজট সৃষ্টি হয়। যাদের মালামাল লোড আনলোড করতে হবে তারা অবশ্যই রাত ৯টার পরে করতে পারবেন। এ ছাড়া বালুর মাঠে গাড়ি রেখে করতে পারবেন। তা না হলে বাজারের তীব্র যানজট সৃষ্টি হয়। কিন্তু সেটা না মেনেই দীর্ঘদিন ধরে প্রধান সড়কে গাড়ি রেখে মালামাল লোড আনলোড করা হচ্ছিল। এতে করে জনগণের ভোগান্তি হয়। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যক্তিকে সাজা প্রদান করা হয়েছে।
গাড়িচালক আলী হোসেনের গাড়ি লাইসেন্সবিহীন থাকায় তাঁকে ১৫ দিন এবং মো. আব্দুল্লাহ আদেশ অমান্য করায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। দুজনকেই আজ শুক্রবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়।

মুন্সিগঞ্জের সিরাজদিখানের প্রধান সড়কে অবৈধভাবে ট্রাক পার্কিং করে মালামাল লোড আনলোড করার দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজদিখান বাজারের সার পট্টি এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীর।
দণ্ডপ্রাপ্তরা হলেন জামালপুর জেলার ইসলামপুর উপজেলার আগুনেরচর গ্রামের মো. ইদ্রিস আলীর ছেলে আলী হোসেন (২৪) ও ঘাটাইল হামিদপুর গ্রামের মৃত আহমদ আলীর ছেলে মো. আব্দুল্লাহ (৫৬)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীর আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল সন্ধ্যায় সিরাজদিখান বাজার রোডে ট্রাক পার্কিং করে মালামাল লোড আনলোড করছিল দণ্ডপ্রাপ্তরা। এতে তীব্র যানজট সৃষ্টি হয়। আমরা অনেক বার বাজার কমিটিকে বলে আসছি বাজারে সকাল সন্ধ্যা কোনো কোম্পানির বা কোনো ব্যক্তির গাড়ি লোড-আনলোড করতে পারবে না।’
এতে করে বাজারে তীব্র যানজট সৃষ্টি হয়। যাদের মালামাল লোড আনলোড করতে হবে তারা অবশ্যই রাত ৯টার পরে করতে পারবেন। এ ছাড়া বালুর মাঠে গাড়ি রেখে করতে পারবেন। তা না হলে বাজারের তীব্র যানজট সৃষ্টি হয়। কিন্তু সেটা না মেনেই দীর্ঘদিন ধরে প্রধান সড়কে গাড়ি রেখে মালামাল লোড আনলোড করা হচ্ছিল। এতে করে জনগণের ভোগান্তি হয়। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যক্তিকে সাজা প্রদান করা হয়েছে।
গাড়িচালক আলী হোসেনের গাড়ি লাইসেন্সবিহীন থাকায় তাঁকে ১৫ দিন এবং মো. আব্দুল্লাহ আদেশ অমান্য করায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। দুজনকেই আজ শুক্রবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
২ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
২ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
২ ঘণ্টা আগে