সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানের প্রধান সড়কে অবৈধভাবে ট্রাক পার্কিং করে মালামাল লোড আনলোড করার দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজদিখান বাজারের সার পট্টি এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীর।
দণ্ডপ্রাপ্তরা হলেন জামালপুর জেলার ইসলামপুর উপজেলার আগুনেরচর গ্রামের মো. ইদ্রিস আলীর ছেলে আলী হোসেন (২৪) ও ঘাটাইল হামিদপুর গ্রামের মৃত আহমদ আলীর ছেলে মো. আব্দুল্লাহ (৫৬)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীর আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল সন্ধ্যায় সিরাজদিখান বাজার রোডে ট্রাক পার্কিং করে মালামাল লোড আনলোড করছিল দণ্ডপ্রাপ্তরা। এতে তীব্র যানজট সৃষ্টি হয়। আমরা অনেক বার বাজার কমিটিকে বলে আসছি বাজারে সকাল সন্ধ্যা কোনো কোম্পানির বা কোনো ব্যক্তির গাড়ি লোড-আনলোড করতে পারবে না।’
এতে করে বাজারে তীব্র যানজট সৃষ্টি হয়। যাদের মালামাল লোড আনলোড করতে হবে তারা অবশ্যই রাত ৯টার পরে করতে পারবেন। এ ছাড়া বালুর মাঠে গাড়ি রেখে করতে পারবেন। তা না হলে বাজারের তীব্র যানজট সৃষ্টি হয়। কিন্তু সেটা না মেনেই দীর্ঘদিন ধরে প্রধান সড়কে গাড়ি রেখে মালামাল লোড আনলোড করা হচ্ছিল। এতে করে জনগণের ভোগান্তি হয়। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যক্তিকে সাজা প্রদান করা হয়েছে।
গাড়িচালক আলী হোসেনের গাড়ি লাইসেন্সবিহীন থাকায় তাঁকে ১৫ দিন এবং মো. আব্দুল্লাহ আদেশ অমান্য করায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। দুজনকেই আজ শুক্রবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়।

মুন্সিগঞ্জের সিরাজদিখানের প্রধান সড়কে অবৈধভাবে ট্রাক পার্কিং করে মালামাল লোড আনলোড করার দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজদিখান বাজারের সার পট্টি এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীর।
দণ্ডপ্রাপ্তরা হলেন জামালপুর জেলার ইসলামপুর উপজেলার আগুনেরচর গ্রামের মো. ইদ্রিস আলীর ছেলে আলী হোসেন (২৪) ও ঘাটাইল হামিদপুর গ্রামের মৃত আহমদ আলীর ছেলে মো. আব্দুল্লাহ (৫৬)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীর আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল সন্ধ্যায় সিরাজদিখান বাজার রোডে ট্রাক পার্কিং করে মালামাল লোড আনলোড করছিল দণ্ডপ্রাপ্তরা। এতে তীব্র যানজট সৃষ্টি হয়। আমরা অনেক বার বাজার কমিটিকে বলে আসছি বাজারে সকাল সন্ধ্যা কোনো কোম্পানির বা কোনো ব্যক্তির গাড়ি লোড-আনলোড করতে পারবে না।’
এতে করে বাজারে তীব্র যানজট সৃষ্টি হয়। যাদের মালামাল লোড আনলোড করতে হবে তারা অবশ্যই রাত ৯টার পরে করতে পারবেন। এ ছাড়া বালুর মাঠে গাড়ি রেখে করতে পারবেন। তা না হলে বাজারের তীব্র যানজট সৃষ্টি হয়। কিন্তু সেটা না মেনেই দীর্ঘদিন ধরে প্রধান সড়কে গাড়ি রেখে মালামাল লোড আনলোড করা হচ্ছিল। এতে করে জনগণের ভোগান্তি হয়। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যক্তিকে সাজা প্রদান করা হয়েছে।
গাড়িচালক আলী হোসেনের গাড়ি লাইসেন্সবিহীন থাকায় তাঁকে ১৫ দিন এবং মো. আব্দুল্লাহ আদেশ অমান্য করায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। দুজনকেই আজ শুক্রবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়।

কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পেছন রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের জটলা দেখতে পান তিনি। এগিয়ে গিয়ে দেখেন রেললাইনের পাশেই ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
৪ মিনিট আগে
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। সাহস মানে কেবল বিপদের মুখে দাঁড়ানো নয়, বরং অন্যায় আদেশকে ‘না’ বলা এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করাই প্রকৃত সাহসিকতা।
৬ মিনিট আগে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আত্রাই নদীর লক্ষিতলা ব্রিজের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
৯ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মো. হানিফ (২৮) নামে এক যুবকের বাঁ পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল-সংলগ্ন নাফ নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।
১১ মিনিট আগে