নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসামির পরিবর্তে অন্য একজন কারাবাসের ঘটনায় সাত দিনের মধ্যে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ, আসামিপক্ষের আইনজীবী, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ও ডেপুটি জেলারসহ সংশ্লিষ্টদেরকে এই বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আজ বুধবার বিচারপতি মো আশরাফুল কামালের একক বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে উত্তরায় যুবলীগ নেতা নাজমুল হাসানের মাদক মামলায় ৭ বছরের জেল খাটার পরিবর্তে টাকার বিনিময়ে মিরাজুল ইসলাম নামে এক ব্যক্তির জেল খাটার বিষয় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করতে সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ হাইকোর্টে আবেদন করেন।
শুনানিতে মনজিল মোরসেদ বলেন, আসামির পরিবর্তে অন্য একজন জেলে গিয়ে জামিনের পর আপিল দায়ের করে। যার মাধ্যমে প্রকৃত আসামি ধরা ছোঁয়ার বাইরে থেকে যায়। প্রায়ই এই ধরনের ঘটনা ঘটছে। যার কারণে আদালতের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার বিষয় আবেদন জানান তিনি।
শুনানির সময় আপিলকারী পক্ষের নিয়োজিত সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান ও রমজান খান মামলা হতে নিজেদের নাম প্রত্যাহার করার আবেদন জানান।
শুনানি শেষে হাইকোর্ট আসামি আত্মসমর্পণের সময় তার প্রকৃত পরিচয় কীভাবে সনাক্ত করা হয়েছিলেন সে বিষয়ে ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. মোরশেদ আলমের কাছে জানতে চান। নিম্ন আদালতে আসামিপক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম ও আরিফুল ইসলামকে ঘটনার বিষয়ে তাদের বক্তব্য হলফনাম আকারে আদালতে দাখিলের নির্দেশ দেন।
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আসামিকে কি প্রক্রিয়ায় গ্রহণ করেছেন হলফনামাসহ তা দিতে বলা হয়েছে।
আর ডেপুটি জেলার সৈয়দ হাসান আলী আসামির স্বাক্ষর কীভাবে সত্যায়িত করেছেন তা জানাতে বলা হয়েছে। এছাড়া সাজাপ্রাপ্ত আসামি নাজমুল হাসানকে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের বিষয়ে তার আইনজীবী রমজান খানের মাধ্যমে জানাতে বলা হয়েছে।
আগামী সাত কার্য দিবসের মধ্যে লিখিতভাবে এসব জানাতে হবে বলে জানিয়েছেন মনজিল মোরসেদ। আদালত পরবর্তী শুনানির জন্য আগামী ৭ মে দিন ধার্য করেছেন।

আসামির পরিবর্তে অন্য একজন কারাবাসের ঘটনায় সাত দিনের মধ্যে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ, আসামিপক্ষের আইনজীবী, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ও ডেপুটি জেলারসহ সংশ্লিষ্টদেরকে এই বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আজ বুধবার বিচারপতি মো আশরাফুল কামালের একক বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে উত্তরায় যুবলীগ নেতা নাজমুল হাসানের মাদক মামলায় ৭ বছরের জেল খাটার পরিবর্তে টাকার বিনিময়ে মিরাজুল ইসলাম নামে এক ব্যক্তির জেল খাটার বিষয় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করতে সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ হাইকোর্টে আবেদন করেন।
শুনানিতে মনজিল মোরসেদ বলেন, আসামির পরিবর্তে অন্য একজন জেলে গিয়ে জামিনের পর আপিল দায়ের করে। যার মাধ্যমে প্রকৃত আসামি ধরা ছোঁয়ার বাইরে থেকে যায়। প্রায়ই এই ধরনের ঘটনা ঘটছে। যার কারণে আদালতের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার বিষয় আবেদন জানান তিনি।
শুনানির সময় আপিলকারী পক্ষের নিয়োজিত সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান ও রমজান খান মামলা হতে নিজেদের নাম প্রত্যাহার করার আবেদন জানান।
শুনানি শেষে হাইকোর্ট আসামি আত্মসমর্পণের সময় তার প্রকৃত পরিচয় কীভাবে সনাক্ত করা হয়েছিলেন সে বিষয়ে ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. মোরশেদ আলমের কাছে জানতে চান। নিম্ন আদালতে আসামিপক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম ও আরিফুল ইসলামকে ঘটনার বিষয়ে তাদের বক্তব্য হলফনাম আকারে আদালতে দাখিলের নির্দেশ দেন।
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আসামিকে কি প্রক্রিয়ায় গ্রহণ করেছেন হলফনামাসহ তা দিতে বলা হয়েছে।
আর ডেপুটি জেলার সৈয়দ হাসান আলী আসামির স্বাক্ষর কীভাবে সত্যায়িত করেছেন তা জানাতে বলা হয়েছে। এছাড়া সাজাপ্রাপ্ত আসামি নাজমুল হাসানকে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের বিষয়ে তার আইনজীবী রমজান খানের মাধ্যমে জানাতে বলা হয়েছে।
আগামী সাত কার্য দিবসের মধ্যে লিখিতভাবে এসব জানাতে হবে বলে জানিয়েছেন মনজিল মোরসেদ। আদালত পরবর্তী শুনানির জন্য আগামী ৭ মে দিন ধার্য করেছেন।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৭ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৭ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৮ ঘণ্টা আগে