নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসামির পরিবর্তে অন্য একজন কারাবাসের ঘটনায় সাত দিনের মধ্যে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ, আসামিপক্ষের আইনজীবী, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ও ডেপুটি জেলারসহ সংশ্লিষ্টদেরকে এই বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আজ বুধবার বিচারপতি মো আশরাফুল কামালের একক বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে উত্তরায় যুবলীগ নেতা নাজমুল হাসানের মাদক মামলায় ৭ বছরের জেল খাটার পরিবর্তে টাকার বিনিময়ে মিরাজুল ইসলাম নামে এক ব্যক্তির জেল খাটার বিষয় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করতে সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ হাইকোর্টে আবেদন করেন।
শুনানিতে মনজিল মোরসেদ বলেন, আসামির পরিবর্তে অন্য একজন জেলে গিয়ে জামিনের পর আপিল দায়ের করে। যার মাধ্যমে প্রকৃত আসামি ধরা ছোঁয়ার বাইরে থেকে যায়। প্রায়ই এই ধরনের ঘটনা ঘটছে। যার কারণে আদালতের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার বিষয় আবেদন জানান তিনি।
শুনানির সময় আপিলকারী পক্ষের নিয়োজিত সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান ও রমজান খান মামলা হতে নিজেদের নাম প্রত্যাহার করার আবেদন জানান।
শুনানি শেষে হাইকোর্ট আসামি আত্মসমর্পণের সময় তার প্রকৃত পরিচয় কীভাবে সনাক্ত করা হয়েছিলেন সে বিষয়ে ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. মোরশেদ আলমের কাছে জানতে চান। নিম্ন আদালতে আসামিপক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম ও আরিফুল ইসলামকে ঘটনার বিষয়ে তাদের বক্তব্য হলফনাম আকারে আদালতে দাখিলের নির্দেশ দেন।
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আসামিকে কি প্রক্রিয়ায় গ্রহণ করেছেন হলফনামাসহ তা দিতে বলা হয়েছে।
আর ডেপুটি জেলার সৈয়দ হাসান আলী আসামির স্বাক্ষর কীভাবে সত্যায়িত করেছেন তা জানাতে বলা হয়েছে। এছাড়া সাজাপ্রাপ্ত আসামি নাজমুল হাসানকে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের বিষয়ে তার আইনজীবী রমজান খানের মাধ্যমে জানাতে বলা হয়েছে।
আগামী সাত কার্য দিবসের মধ্যে লিখিতভাবে এসব জানাতে হবে বলে জানিয়েছেন মনজিল মোরসেদ। আদালত পরবর্তী শুনানির জন্য আগামী ৭ মে দিন ধার্য করেছেন।

আসামির পরিবর্তে অন্য একজন কারাবাসের ঘটনায় সাত দিনের মধ্যে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ, আসামিপক্ষের আইনজীবী, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ও ডেপুটি জেলারসহ সংশ্লিষ্টদেরকে এই বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আজ বুধবার বিচারপতি মো আশরাফুল কামালের একক বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে উত্তরায় যুবলীগ নেতা নাজমুল হাসানের মাদক মামলায় ৭ বছরের জেল খাটার পরিবর্তে টাকার বিনিময়ে মিরাজুল ইসলাম নামে এক ব্যক্তির জেল খাটার বিষয় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করতে সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ হাইকোর্টে আবেদন করেন।
শুনানিতে মনজিল মোরসেদ বলেন, আসামির পরিবর্তে অন্য একজন জেলে গিয়ে জামিনের পর আপিল দায়ের করে। যার মাধ্যমে প্রকৃত আসামি ধরা ছোঁয়ার বাইরে থেকে যায়। প্রায়ই এই ধরনের ঘটনা ঘটছে। যার কারণে আদালতের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার বিষয় আবেদন জানান তিনি।
শুনানির সময় আপিলকারী পক্ষের নিয়োজিত সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান ও রমজান খান মামলা হতে নিজেদের নাম প্রত্যাহার করার আবেদন জানান।
শুনানি শেষে হাইকোর্ট আসামি আত্মসমর্পণের সময় তার প্রকৃত পরিচয় কীভাবে সনাক্ত করা হয়েছিলেন সে বিষয়ে ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. মোরশেদ আলমের কাছে জানতে চান। নিম্ন আদালতে আসামিপক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম ও আরিফুল ইসলামকে ঘটনার বিষয়ে তাদের বক্তব্য হলফনাম আকারে আদালতে দাখিলের নির্দেশ দেন।
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আসামিকে কি প্রক্রিয়ায় গ্রহণ করেছেন হলফনামাসহ তা দিতে বলা হয়েছে।
আর ডেপুটি জেলার সৈয়দ হাসান আলী আসামির স্বাক্ষর কীভাবে সত্যায়িত করেছেন তা জানাতে বলা হয়েছে। এছাড়া সাজাপ্রাপ্ত আসামি নাজমুল হাসানকে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের বিষয়ে তার আইনজীবী রমজান খানের মাধ্যমে জানাতে বলা হয়েছে।
আগামী সাত কার্য দিবসের মধ্যে লিখিতভাবে এসব জানাতে হবে বলে জানিয়েছেন মনজিল মোরসেদ। আদালত পরবর্তী শুনানির জন্য আগামী ৭ মে দিন ধার্য করেছেন।

মেটা: রংপুর-৩ ও ৪ আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মোট ১৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আর ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
৪ মিনিট আগে
পাকিস্তান ও চীনের ক্রমবর্ধমান কৌশলগত জোটকে ‘চরম বিপজ্জনক’ আখ্যা দিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে একটি খোলা চিঠি দিয়েছেন বালুচ নেতা ও মানবাধিকারকর্মী মীর ইয়ার বালুচ। চিঠিতে তিনি সতর্ক করে বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যে বালুচিস্তানে চীনা সেনাবাহিনী মোতায়েন হতে পারে, যা ভারত ও বালুচিস্তান...
১৬ মিনিট আগে
রাজশাহীতে বিএনপির এক কর্মীর বিরুদ্ধে থানায় চাঁদা দাবির অভিযোগ করতে গিয়ে গ্রেপ্তার হয়ে কারাগারে গিয়েছেন দুই ঠিকাদার। বৃহস্পতিবার রাস্তার কাজের সাইটে গিয়ে চাঁদা দাবির কারণে বিএনপির ওই কর্মীকে পিটুনি দেওয়া হয়েছিল। এ জন্য তাঁর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। তবে এজাহারে দাবি করা হয়েছে, পূর্বশত্রুতার
১৬ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে রাতের খাবার খেয়ে নারীসহ অন্তত ৩০ শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত থেকে আজ শুক্রবার দুপুর পর্যন্ত উপজেলার ছলিমপুর ইউনিয়নের মিরকামারীতে প্রাণ-আরএফএল গ্রুপ পরিচালিত বঙ্গ মিলার্স লিমিটেড কোম্পানির কারখানায় এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে