নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতিবন্ধী ব্যক্তিদের কাজের সুযোগ করে দিতে রাজধানীর আগারগাঁওয়ের এনজিওবিষয়ক ব্যুরোতে চলছে চাকরি মেলা। আজ রোববার সকালে মেলা শুরু হয়, যা বিকেল পর্যন্ত চলবে। সরকার প্রতিশ্রুত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য ও যোগাযোগপ্রযুক্তির ক্ষেত্রে প্রশিক্ষণ ও কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এই মেলার আয়োজন করেছে।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আয়োজকেরা জানান, সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি) ও এনজিওবিষয়ক ব্যুরো এবং বিসিসির ‘তথ্যপ্রযুক্তির মাধ্যমে এনডিডিসহ সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন’ প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এবারের মেলা।
মেলায় অংশগ্রহণকারী প্রতিবন্ধী ব্যক্তিদের কম্পিউটারে দক্ষতা ও প্রশিক্ষণের ওপর ভিত্তি করে একটি উল্লেখযোগ্যসংখ্যক চাকরিপ্রার্থীকে মেলা থেকেই চাকরি দেওয়া হবে বলে জানানো হয়েছে। এ ছাড়া কিছু চাকরিদাতা প্রতিষ্ঠান তাদের চাহিদা অনুযায়ী প্রতিবন্ধী ব্যক্তিদের সংক্ষিপ্ত তালিকার অন্তর্ভুক্ত করে পরবর্তী সময়ে প্রতিষ্ঠানে পদ ফাঁকা হওয়া সাপেক্ষে তাদের চাকরির ব্যবস্থা করবে।
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে এই চাকরি মেলা আয়োজন করছে বিসিসি। মেলার মাধ্যমে এ পর্যন্ত সাত শতাধিক আইসিটিতে দক্ষ প্রতিবন্ধী ব্যক্তির কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।
এ ছাড়া ২০১১ সাল থেকে সূচনা ফাউন্ডেশন ও সিএসআইডির বিশেষজ্ঞ সহায়তায় বিসিসি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ পরিচালনা করে আসছে। এই প্রশিক্ষণ বিসিসর মোট সাতটি কেন্দ্রে (ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও ফরিদপুর) পরিচালনা করা হয়।
এ পর্যন্ত বিসিসি থেকে মোট ১ হাজার ৬৭১ জন প্রতিবন্ধী ব্যক্তি আইসিটি প্রশিক্ষণ নিয়েছেন।

প্রতিবন্ধী ব্যক্তিদের কাজের সুযোগ করে দিতে রাজধানীর আগারগাঁওয়ের এনজিওবিষয়ক ব্যুরোতে চলছে চাকরি মেলা। আজ রোববার সকালে মেলা শুরু হয়, যা বিকেল পর্যন্ত চলবে। সরকার প্রতিশ্রুত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য ও যোগাযোগপ্রযুক্তির ক্ষেত্রে প্রশিক্ষণ ও কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এই মেলার আয়োজন করেছে।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আয়োজকেরা জানান, সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি) ও এনজিওবিষয়ক ব্যুরো এবং বিসিসির ‘তথ্যপ্রযুক্তির মাধ্যমে এনডিডিসহ সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন’ প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এবারের মেলা।
মেলায় অংশগ্রহণকারী প্রতিবন্ধী ব্যক্তিদের কম্পিউটারে দক্ষতা ও প্রশিক্ষণের ওপর ভিত্তি করে একটি উল্লেখযোগ্যসংখ্যক চাকরিপ্রার্থীকে মেলা থেকেই চাকরি দেওয়া হবে বলে জানানো হয়েছে। এ ছাড়া কিছু চাকরিদাতা প্রতিষ্ঠান তাদের চাহিদা অনুযায়ী প্রতিবন্ধী ব্যক্তিদের সংক্ষিপ্ত তালিকার অন্তর্ভুক্ত করে পরবর্তী সময়ে প্রতিষ্ঠানে পদ ফাঁকা হওয়া সাপেক্ষে তাদের চাকরির ব্যবস্থা করবে।
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে এই চাকরি মেলা আয়োজন করছে বিসিসি। মেলার মাধ্যমে এ পর্যন্ত সাত শতাধিক আইসিটিতে দক্ষ প্রতিবন্ধী ব্যক্তির কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।
এ ছাড়া ২০১১ সাল থেকে সূচনা ফাউন্ডেশন ও সিএসআইডির বিশেষজ্ঞ সহায়তায় বিসিসি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ পরিচালনা করে আসছে। এই প্রশিক্ষণ বিসিসর মোট সাতটি কেন্দ্রে (ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও ফরিদপুর) পরিচালনা করা হয়।
এ পর্যন্ত বিসিসি থেকে মোট ১ হাজার ৬৭১ জন প্রতিবন্ধী ব্যক্তি আইসিটি প্রশিক্ষণ নিয়েছেন।

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৯ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৯ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৯ ঘণ্টা আগে