নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতিবন্ধী ব্যক্তিদের কাজের সুযোগ করে দিতে রাজধানীর আগারগাঁওয়ের এনজিওবিষয়ক ব্যুরোতে চলছে চাকরি মেলা। আজ রোববার সকালে মেলা শুরু হয়, যা বিকেল পর্যন্ত চলবে। সরকার প্রতিশ্রুত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য ও যোগাযোগপ্রযুক্তির ক্ষেত্রে প্রশিক্ষণ ও কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এই মেলার আয়োজন করেছে।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আয়োজকেরা জানান, সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি) ও এনজিওবিষয়ক ব্যুরো এবং বিসিসির ‘তথ্যপ্রযুক্তির মাধ্যমে এনডিডিসহ সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন’ প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এবারের মেলা।
মেলায় অংশগ্রহণকারী প্রতিবন্ধী ব্যক্তিদের কম্পিউটারে দক্ষতা ও প্রশিক্ষণের ওপর ভিত্তি করে একটি উল্লেখযোগ্যসংখ্যক চাকরিপ্রার্থীকে মেলা থেকেই চাকরি দেওয়া হবে বলে জানানো হয়েছে। এ ছাড়া কিছু চাকরিদাতা প্রতিষ্ঠান তাদের চাহিদা অনুযায়ী প্রতিবন্ধী ব্যক্তিদের সংক্ষিপ্ত তালিকার অন্তর্ভুক্ত করে পরবর্তী সময়ে প্রতিষ্ঠানে পদ ফাঁকা হওয়া সাপেক্ষে তাদের চাকরির ব্যবস্থা করবে।
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে এই চাকরি মেলা আয়োজন করছে বিসিসি। মেলার মাধ্যমে এ পর্যন্ত সাত শতাধিক আইসিটিতে দক্ষ প্রতিবন্ধী ব্যক্তির কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।
এ ছাড়া ২০১১ সাল থেকে সূচনা ফাউন্ডেশন ও সিএসআইডির বিশেষজ্ঞ সহায়তায় বিসিসি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ পরিচালনা করে আসছে। এই প্রশিক্ষণ বিসিসর মোট সাতটি কেন্দ্রে (ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও ফরিদপুর) পরিচালনা করা হয়।
এ পর্যন্ত বিসিসি থেকে মোট ১ হাজার ৬৭১ জন প্রতিবন্ধী ব্যক্তি আইসিটি প্রশিক্ষণ নিয়েছেন।

প্রতিবন্ধী ব্যক্তিদের কাজের সুযোগ করে দিতে রাজধানীর আগারগাঁওয়ের এনজিওবিষয়ক ব্যুরোতে চলছে চাকরি মেলা। আজ রোববার সকালে মেলা শুরু হয়, যা বিকেল পর্যন্ত চলবে। সরকার প্রতিশ্রুত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য ও যোগাযোগপ্রযুক্তির ক্ষেত্রে প্রশিক্ষণ ও কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এই মেলার আয়োজন করেছে।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আয়োজকেরা জানান, সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি) ও এনজিওবিষয়ক ব্যুরো এবং বিসিসির ‘তথ্যপ্রযুক্তির মাধ্যমে এনডিডিসহ সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন’ প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এবারের মেলা।
মেলায় অংশগ্রহণকারী প্রতিবন্ধী ব্যক্তিদের কম্পিউটারে দক্ষতা ও প্রশিক্ষণের ওপর ভিত্তি করে একটি উল্লেখযোগ্যসংখ্যক চাকরিপ্রার্থীকে মেলা থেকেই চাকরি দেওয়া হবে বলে জানানো হয়েছে। এ ছাড়া কিছু চাকরিদাতা প্রতিষ্ঠান তাদের চাহিদা অনুযায়ী প্রতিবন্ধী ব্যক্তিদের সংক্ষিপ্ত তালিকার অন্তর্ভুক্ত করে পরবর্তী সময়ে প্রতিষ্ঠানে পদ ফাঁকা হওয়া সাপেক্ষে তাদের চাকরির ব্যবস্থা করবে।
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে এই চাকরি মেলা আয়োজন করছে বিসিসি। মেলার মাধ্যমে এ পর্যন্ত সাত শতাধিক আইসিটিতে দক্ষ প্রতিবন্ধী ব্যক্তির কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।
এ ছাড়া ২০১১ সাল থেকে সূচনা ফাউন্ডেশন ও সিএসআইডির বিশেষজ্ঞ সহায়তায় বিসিসি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ পরিচালনা করে আসছে। এই প্রশিক্ষণ বিসিসর মোট সাতটি কেন্দ্রে (ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও ফরিদপুর) পরিচালনা করা হয়।
এ পর্যন্ত বিসিসি থেকে মোট ১ হাজার ৬৭১ জন প্রতিবন্ধী ব্যক্তি আইসিটি প্রশিক্ষণ নিয়েছেন।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজও রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শনিবার সকালে জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
১৬ মিনিট আগে
রাজধানীর মিরপুর রোডে গ্যাসের প্রধান লাইনের ভালভ ফেটে যাওয়ার ফলে ঢাকা মহানগরীর একটি এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ সৃষ্টি হয়েছে। আজ শনিবার এক বার্তায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এই তথ্য জানিয়েছে।
১৯ মিনিট আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ঠাকুরগাঁওয়ে ছয়জনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া একজন সন্দেহভাজন সহযোগীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
৪৩ মিনিট আগে
গণভোট নিয়ে মাঠে কাজ করা দিনমজুর ও বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছে আজকের পত্রিকা। তাঁরা জানান, সাধারণ ভোটের বিষয়টি তাঁরা জানেন এবং আগেও ভোট দিয়েছেন। কিন্তু গণভোট কী, এ সম্পর্কে তাঁদের কোনো ধারণা নেই।
১ ঘণ্টা আগে