নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পবিত্র শবে বরাত উপলক্ষে শহরজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র্যাবের সদস্যরা মাঠে থাকবেন বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
আজ শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরে বসিলা এলাকায় জামিয়া ইসলামিয়া চরওয়াশপুর মাদ্রাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় দুস্থ ও এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ শেষে সাংবাদিকদের এ কথা জানান আবদুল্লাহ আল মামুন।
র্যাবের মহাপরিচালক বলেন, ‘প্রবিত্র শবে বরাত এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে একটি মহল পটকা, আতশবাজির মাধ্যমে নাশকতা ঘটিয়ে থাকে। প্রতিবছরের মতো এবারও সাদা পোশাকে র্যাব টহলে থাকবে। এ ছাড়া সাইবার মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে, যাতে কেউ উসকানিমূলক কোনো কাণ্ড ঘটাতে না পারে।’
র্যাবের মানবিক কার্যক্রমের অংশ হিসেবে জামিয়া ইসলামিয়া চরওয়াশপুর মাদ্রাসা, ফয়জুল উম্মুল পুরুষ ও মহিলা মাদ্রাসা, বুশরা পুরুষ ও মহিলা মাদ্রাসা, মারকাযুস সুন্নাহ্ মেট্রো হাউজিং এতিমখানাসহ পাঁচ শতাধিক দুস্থ অসহায় মানুষ ও এতিম শিশুর মধ্যে দুপুরের খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ ছাড়া জুমার নামাজের পর মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) কর্নেল কে এম আজাদ, লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, র্যাব-২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু নাঈম মো. তালাত এবং বসিলা জামিয়া ইসলামিয়া চরওয়াশপুর মাদ্রাসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পবিত্র শবে বরাত উপলক্ষে শহরজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র্যাবের সদস্যরা মাঠে থাকবেন বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
আজ শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরে বসিলা এলাকায় জামিয়া ইসলামিয়া চরওয়াশপুর মাদ্রাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় দুস্থ ও এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ শেষে সাংবাদিকদের এ কথা জানান আবদুল্লাহ আল মামুন।
র্যাবের মহাপরিচালক বলেন, ‘প্রবিত্র শবে বরাত এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে একটি মহল পটকা, আতশবাজির মাধ্যমে নাশকতা ঘটিয়ে থাকে। প্রতিবছরের মতো এবারও সাদা পোশাকে র্যাব টহলে থাকবে। এ ছাড়া সাইবার মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে, যাতে কেউ উসকানিমূলক কোনো কাণ্ড ঘটাতে না পারে।’
র্যাবের মানবিক কার্যক্রমের অংশ হিসেবে জামিয়া ইসলামিয়া চরওয়াশপুর মাদ্রাসা, ফয়জুল উম্মুল পুরুষ ও মহিলা মাদ্রাসা, বুশরা পুরুষ ও মহিলা মাদ্রাসা, মারকাযুস সুন্নাহ্ মেট্রো হাউজিং এতিমখানাসহ পাঁচ শতাধিক দুস্থ অসহায় মানুষ ও এতিম শিশুর মধ্যে দুপুরের খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ ছাড়া জুমার নামাজের পর মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) কর্নেল কে এম আজাদ, লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, র্যাব-২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু নাঈম মো. তালাত এবং বসিলা জামিয়া ইসলামিয়া চরওয়াশপুর মাদ্রাসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১০ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১০ ঘণ্টা আগে