মাহিদুল ইসলাম মাহি, হরিরামপুর (মানিকগঞ্জ)

‘বাদল-দিনের প্রথম কদম ফুল করেছো দান, আমি দিতে এসেছি শ্রাবণের গান’। আষাঢ় পেরিয়ে চলে এসেছে শ্রাবণ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণের মাস। বর্ষা এলেই চিত্তে আলোড়ন তোলে তাঁর কথামালা। সবুজ পাতার ফাঁকে উঁকি দেয় হলদে-সাদা কদম ফুল। কবিগুরুর প্রতিনিধিত্ব করে যেন। তাঁর লেখা বাদল দিনের কবিতার মতো করে।
বাংলা সাহিত্যে বর্ষা যেমন গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে, তেমনই জায়গা দখল করে আছে কদম ফুল। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদও লিখেছেন কদম ফুল নিয়ে। দ্বিজেন শর্মা কদম ফুল সম্পর্কে তাঁর ‘শ্যামলী নিসর্গ’ বইয়ে লিখেছেন, ‘বর্ণে গন্ধে সৌন্দর্যে কদম এ দেশের রূপসী তরুর অন্যতম।’
সচরাচর আমরা সাদা আর হলুদ মিশ্রিত কদম ফুল দেখে থাকি। ভিন্নধর্মী লাল কদম বাংলাদেশে খুব একটা চোখে পড়ে না। নারায়ণগঞ্জ এবং বরিশালে রয়েছে লাল কদম গাছ। মানিকগঞ্জের হরিরামপুরের তরুণ উদ্যোক্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তানভীর আহমেদের বাগানেও ফুটেছে লাল কদম। উপজেলার সুলতানপুর গ্রামে ৫ শতাধিক প্রজাতির ফুল আর ফল গাছের বাগান করেছেন তিনি।
তানভীর আহমেদ জানান, তিনি জানতে পারেন জাহিদ নামের একজনের কাছে লাল কদম গাছ আছে। সেখান থেকে তাঁর পরিচিত এক আন্টি গাছ নেন। সে আন্টির কাছ থেকে ২টি ছোট চারা গাছ ৪ হাজার টাকায় কেনেন তিনি। লাল কদম বীজের চারা থেকে কদম হলে সাদা হয়। কিন্তু কলম দিয়ে চারা করলে লাল হয়।
তাঁর বাগানে অনেকে কদম ফুল দেখতে আসেন। অন্যদের দেখানোর জন্য ছবি তুলে নিয়ে যান অনেকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক সাব্বির আহমেদের সঙ্গে মুঠোফোনে লাল কদম নিয়ে কথা হলে তিনি জানান, লাল কদম প্রায় বিলুপ্তির পথে। বিভিন্ন জার্নালে লাল কদম সম্পর্কে তেমন কিছু জানা যায় না।
কদমের আবাস মূলত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো হলেও লাল কদম বাংলাদেশে এখন বিলুপ্তির পথে। এটি Anthocephalus গণ এবং Rubiaceae পরিবারের অন্তর্ভুক্ত একটি উদ্ভিদ। বর্তমানে এটি Neolamarckia গণের অন্তর্ভুক্ত এবং বাংলাদেশে একটি বিলুপ্তপ্রায় উদ্ভিদ।
লাল কদমের গাছ নরম কাষ্ঠল হওয়ায় কাঠের তেমন অর্থনৈতিক গুরুত্ব নেই। তবে জ্বালানি হিসেবে এবং দেশলাইয়ের কাঠি তৈরিতে এ কাঠ ব্যবহার করা হয়। এ গাছের ছাল জ্বর ও কৃমিনাশক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম মোবাইল ফোনে জানান, মেধাবী তানভীরের বাগানে অনেক প্রজাতির দেশি–বিদেশি ফুল রয়েছে। লাল কদম ফুল দেখতে শিগগিরই তাঁর বাগানে যাব। প্রয়োজন হলে হরিরামপুর উপজেলা প্রশাসন তাঁকে সহায়তা করবে।

‘বাদল-দিনের প্রথম কদম ফুল করেছো দান, আমি দিতে এসেছি শ্রাবণের গান’। আষাঢ় পেরিয়ে চলে এসেছে শ্রাবণ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণের মাস। বর্ষা এলেই চিত্তে আলোড়ন তোলে তাঁর কথামালা। সবুজ পাতার ফাঁকে উঁকি দেয় হলদে-সাদা কদম ফুল। কবিগুরুর প্রতিনিধিত্ব করে যেন। তাঁর লেখা বাদল দিনের কবিতার মতো করে।
বাংলা সাহিত্যে বর্ষা যেমন গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে, তেমনই জায়গা দখল করে আছে কদম ফুল। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদও লিখেছেন কদম ফুল নিয়ে। দ্বিজেন শর্মা কদম ফুল সম্পর্কে তাঁর ‘শ্যামলী নিসর্গ’ বইয়ে লিখেছেন, ‘বর্ণে গন্ধে সৌন্দর্যে কদম এ দেশের রূপসী তরুর অন্যতম।’
সচরাচর আমরা সাদা আর হলুদ মিশ্রিত কদম ফুল দেখে থাকি। ভিন্নধর্মী লাল কদম বাংলাদেশে খুব একটা চোখে পড়ে না। নারায়ণগঞ্জ এবং বরিশালে রয়েছে লাল কদম গাছ। মানিকগঞ্জের হরিরামপুরের তরুণ উদ্যোক্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তানভীর আহমেদের বাগানেও ফুটেছে লাল কদম। উপজেলার সুলতানপুর গ্রামে ৫ শতাধিক প্রজাতির ফুল আর ফল গাছের বাগান করেছেন তিনি।
তানভীর আহমেদ জানান, তিনি জানতে পারেন জাহিদ নামের একজনের কাছে লাল কদম গাছ আছে। সেখান থেকে তাঁর পরিচিত এক আন্টি গাছ নেন। সে আন্টির কাছ থেকে ২টি ছোট চারা গাছ ৪ হাজার টাকায় কেনেন তিনি। লাল কদম বীজের চারা থেকে কদম হলে সাদা হয়। কিন্তু কলম দিয়ে চারা করলে লাল হয়।
তাঁর বাগানে অনেকে কদম ফুল দেখতে আসেন। অন্যদের দেখানোর জন্য ছবি তুলে নিয়ে যান অনেকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক সাব্বির আহমেদের সঙ্গে মুঠোফোনে লাল কদম নিয়ে কথা হলে তিনি জানান, লাল কদম প্রায় বিলুপ্তির পথে। বিভিন্ন জার্নালে লাল কদম সম্পর্কে তেমন কিছু জানা যায় না।
কদমের আবাস মূলত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো হলেও লাল কদম বাংলাদেশে এখন বিলুপ্তির পথে। এটি Anthocephalus গণ এবং Rubiaceae পরিবারের অন্তর্ভুক্ত একটি উদ্ভিদ। বর্তমানে এটি Neolamarckia গণের অন্তর্ভুক্ত এবং বাংলাদেশে একটি বিলুপ্তপ্রায় উদ্ভিদ।
লাল কদমের গাছ নরম কাষ্ঠল হওয়ায় কাঠের তেমন অর্থনৈতিক গুরুত্ব নেই। তবে জ্বালানি হিসেবে এবং দেশলাইয়ের কাঠি তৈরিতে এ কাঠ ব্যবহার করা হয়। এ গাছের ছাল জ্বর ও কৃমিনাশক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম মোবাইল ফোনে জানান, মেধাবী তানভীরের বাগানে অনেক প্রজাতির দেশি–বিদেশি ফুল রয়েছে। লাল কদম ফুল দেখতে শিগগিরই তাঁর বাগানে যাব। প্রয়োজন হলে হরিরামপুর উপজেলা প্রশাসন তাঁকে সহায়তা করবে।

নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
২১ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
২৪ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
৩ ঘণ্টা আগে