নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে শিশু-কিশোরদের মধ্যে ১২ দশমিক ৬ শতাংশ মানসিক রোগে ভুগছে। আর প্রাপ্তবয়স্কদের ১৮ দশমিক ৭ শতাংশ মানসিক রোগে আক্রান্ত। দেশে বিশালসংখ্যক জনগোষ্ঠী মানসিক রোগী আক্রান্ত হলেও তাদের চিকিৎসার জন্য সাইকিয়াট্রিস্ট (মনোব্যাধির চিকিৎসক) ও সাইকোলজিস্টের (মনোবিজ্ঞানী) অপ্রতুলতা রয়েছে।
আজ সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে মনোবিদেরা এসব কথা জানান। ১০ অক্টোবর ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’ উপলক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘মানসিক স্বাস্থ্য সর্বজনীন মানবাধিকার।’
সংবাদ সম্মেলনে ২০২১ সালের মানসিক স্বাস্থ্য তথ্যচিত্রের প্রতিবেদন তুলে ধরে বলা হয়, দেশে মানসিক রোগে আক্রান্ত প্রাপ্তবয়স্ক জনগণের মধ্যে ৪ দশমিক ৭ শতাংশ অতি উদ্বেগে (জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার) ভোগে। বিষণ্নতায় (ডিপ্রেসিভ ডিসঅর্ডার) ৬ দশমিক ৭ শতাংশ, সোমাটিক সিম্পটম ডিসঅর্ডারে ২ দশমিক ৩ শতাংশ, অবসেসিভ কমপালসিভ ডিসঅর্ডারে শূন্য দশমিক ৭ শতাংশ, বাইপোলার ডিসঅর্ডারে শূন্য দশমিক ৫ শতাংশ এবং সিজোফ্রেনিয়ায় আক্রান্তের হার শূন্য দশমিক ১ শতাংশ।
শিশু-কিশোরদের মধ্যে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে ৫ দশমিক ১ শতাংশ, কনডাক্ট ডিসঅর্ডারে ১ দশমিক ৭ শতাংশ এবং শিশু-কিশোরদের মধ্যে অতি উদ্বেগের হার ৪ দশমিক ৭ শতাংশ।
সভায় মনোবিদ মোহিত কামাল বলেন, যারা রোগী নয়, মানসিক স্বাস্থ্য সুরক্ষা করা তাদেরও দায়িত্ব। যেমনটি প্রয়োজন শারীরিক ফিটনেসের তেমনি প্রয়োজন রয়েছে মনের ফিটনেসের। সৃজনশীল বই পড়ার মাধ্যমে মনের অন্ধকার দূর হতে পারে। শিশু-কিশোর ও তরুণ প্রজন্মের প্রতি মনোযোগী হতে হবে।
বক্তারা জানান, মানসিক স্বাস্থ্য সমস্যার অন্যতম কারণ মাদক গ্রহণ। মানসিকভাবে সুস্থ থাকতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সালাউদ্দিন কাউসার বিপ্লব বলেন, অনেকেই মানসিক সমস্যাকে বিশেষ গুরুত্ব দেন না, সঠিক চিকিৎসাও করাতে চান না। ফলে মানসিক সমস্যা আরও বেশি বাড়তে থাকে। মানসিক স্বাস্থ্যের ব্যাপারে সবাইকে আরও সচেতন হতে হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে মানসিক স্বাস্থ্যসেবা সুবিধাও পর্যাপ্ত নয়। প্রতি ১ লাখ নাগরিকের জন্য মানসিক স্বাস্থ্য বিষয়ে কর্মরত জনশক্তি মাত্র শূন্য দশমিক ৫০ জন। এর মধ্যে সাইকিয়াট্রিস্ট প্রতি এক লাখ জনসংখ্যার জন্য শূন্য দশমিক ১৭ জন ও সাইকোলজিস্ট প্রতি এক লাখ জনসংখ্যার জন্য শূন্য দশমিক ৩৪ জন। সাইকিয়াট্রিক ওয়ার্কার আছেন প্রতি এক লাখ জনসংখ্যার জন্য শূন্য দশমিক ০০৪ জন।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) দেশের মানসিক স্বাস্থ্যসেবার উন্নতি, যোগ্য জনবল তৈরি, তৃণমূল পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবার প্রসারে কাজ করছে। সংবাদ সম্মেলনে বিএপির সদস্যরা মানসিক স্বাস্থ্যসেবায় জনবল বৃদ্ধির আহ্বান জানান।

দেশে শিশু-কিশোরদের মধ্যে ১২ দশমিক ৬ শতাংশ মানসিক রোগে ভুগছে। আর প্রাপ্তবয়স্কদের ১৮ দশমিক ৭ শতাংশ মানসিক রোগে আক্রান্ত। দেশে বিশালসংখ্যক জনগোষ্ঠী মানসিক রোগী আক্রান্ত হলেও তাদের চিকিৎসার জন্য সাইকিয়াট্রিস্ট (মনোব্যাধির চিকিৎসক) ও সাইকোলজিস্টের (মনোবিজ্ঞানী) অপ্রতুলতা রয়েছে।
আজ সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে মনোবিদেরা এসব কথা জানান। ১০ অক্টোবর ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’ উপলক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘মানসিক স্বাস্থ্য সর্বজনীন মানবাধিকার।’
সংবাদ সম্মেলনে ২০২১ সালের মানসিক স্বাস্থ্য তথ্যচিত্রের প্রতিবেদন তুলে ধরে বলা হয়, দেশে মানসিক রোগে আক্রান্ত প্রাপ্তবয়স্ক জনগণের মধ্যে ৪ দশমিক ৭ শতাংশ অতি উদ্বেগে (জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার) ভোগে। বিষণ্নতায় (ডিপ্রেসিভ ডিসঅর্ডার) ৬ দশমিক ৭ শতাংশ, সোমাটিক সিম্পটম ডিসঅর্ডারে ২ দশমিক ৩ শতাংশ, অবসেসিভ কমপালসিভ ডিসঅর্ডারে শূন্য দশমিক ৭ শতাংশ, বাইপোলার ডিসঅর্ডারে শূন্য দশমিক ৫ শতাংশ এবং সিজোফ্রেনিয়ায় আক্রান্তের হার শূন্য দশমিক ১ শতাংশ।
শিশু-কিশোরদের মধ্যে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে ৫ দশমিক ১ শতাংশ, কনডাক্ট ডিসঅর্ডারে ১ দশমিক ৭ শতাংশ এবং শিশু-কিশোরদের মধ্যে অতি উদ্বেগের হার ৪ দশমিক ৭ শতাংশ।
সভায় মনোবিদ মোহিত কামাল বলেন, যারা রোগী নয়, মানসিক স্বাস্থ্য সুরক্ষা করা তাদেরও দায়িত্ব। যেমনটি প্রয়োজন শারীরিক ফিটনেসের তেমনি প্রয়োজন রয়েছে মনের ফিটনেসের। সৃজনশীল বই পড়ার মাধ্যমে মনের অন্ধকার দূর হতে পারে। শিশু-কিশোর ও তরুণ প্রজন্মের প্রতি মনোযোগী হতে হবে।
বক্তারা জানান, মানসিক স্বাস্থ্য সমস্যার অন্যতম কারণ মাদক গ্রহণ। মানসিকভাবে সুস্থ থাকতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সালাউদ্দিন কাউসার বিপ্লব বলেন, অনেকেই মানসিক সমস্যাকে বিশেষ গুরুত্ব দেন না, সঠিক চিকিৎসাও করাতে চান না। ফলে মানসিক সমস্যা আরও বেশি বাড়তে থাকে। মানসিক স্বাস্থ্যের ব্যাপারে সবাইকে আরও সচেতন হতে হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে মানসিক স্বাস্থ্যসেবা সুবিধাও পর্যাপ্ত নয়। প্রতি ১ লাখ নাগরিকের জন্য মানসিক স্বাস্থ্য বিষয়ে কর্মরত জনশক্তি মাত্র শূন্য দশমিক ৫০ জন। এর মধ্যে সাইকিয়াট্রিস্ট প্রতি এক লাখ জনসংখ্যার জন্য শূন্য দশমিক ১৭ জন ও সাইকোলজিস্ট প্রতি এক লাখ জনসংখ্যার জন্য শূন্য দশমিক ৩৪ জন। সাইকিয়াট্রিক ওয়ার্কার আছেন প্রতি এক লাখ জনসংখ্যার জন্য শূন্য দশমিক ০০৪ জন।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) দেশের মানসিক স্বাস্থ্যসেবার উন্নতি, যোগ্য জনবল তৈরি, তৃণমূল পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবার প্রসারে কাজ করছে। সংবাদ সম্মেলনে বিএপির সদস্যরা মানসিক স্বাস্থ্যসেবায় জনবল বৃদ্ধির আহ্বান জানান।

দীপু-মালেক জুটির পতনের মূল কারণ আস্থার সংকট ও আর্থিক অসংগতি। দীর্ঘদিন নিজেদের হাতে ব্যবসা পরিচালনার পর দায়িত্ব দিয়েছেন কর্মকর্তাদের হাতে। কর্মকর্তা-কর্মচারীর মাধ্যমে লেনদেন পরিচালনার সময় অনিয়ম ও অননুমোদিত লেনদেনের অভিযোগ ওঠে, যা পারস্পরিক সন্দেহের জন্ম দেয়।
৪ মিনিট আগে
গোপালগঞ্জের মুকসুদপুর সদরে একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২ হাজার ৬০০ মণ পাট পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি। শুক্রবার (৯ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে সরকারি টিঅ্যান্ডটি অফিসের সামনে সুনীল সাহার পাটের গুদামে আগুন লাগে।
৩৮ মিনিট আগে
বরগুনায় সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার হলে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার অভিযোগে এক যুবলীগ নেতার স্ত্রীসহ দুই চাকরিপ্রার্থীকে আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কামারখন্দে শিয়ালের কামড়ে জাহেরা বেগম (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কামারখন্দ হাটখোলা এলাকায় এই ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত আমজাদ আলীর স্ত্রী।
২ ঘণ্টা আগে