নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে ঝুঁকি নিতে হবে বলে মন্তব্য করেছেন সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে বরেণ্য সাংবাদিক ‘আতাউস সামাদ স্মৃতি পরিষদ’ এর উদ্যোগে তাঁর দশম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
কামাল হোসেন বলেন, ‘স্বৈরাচারেরা সব সময় গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করতে চায়। সেটা আগেও যেমন হয়েছে, এখনো হচ্ছে। এই গণতন্ত্রকে রক্ষার জন্য আতাউস সামাদের মত সাংবাদিকদের জেলে পর্যন্ত যেতে হয়েছে। সত্য কথা বলতে হলে, উচিত কথা বলতে হলে ঝুঁকি নিতে হয়। বর্তমানেও দেশের গণতন্ত্রকে রক্ষা করতে হলে সেই ঝুঁকি নিতে হবে।’
সভাপতির বক্তব্যে আজকের পত্রিকার সম্পাদক গোলাম রহমান বলেন, ‘রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে সম্পৃক্ত থেকে যেভাবে আতাউস সামাদ সংবাদ সংগ্রহ করতেন তা থেকে সাংবাদিকদের অনেক কিছু শেখার আছে। তাঁকে গ্রেপ্তার করা হলে গোটা দেশের মানুষের মধ্যে আলোড়ন তৈরি হয়েছিল। তার বস্তুনিষ্ঠতা, নির্মোহ সাংবাদিকতা সবার জন্য দিকনির্দেশনা হয়ে থাকবে।’
প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন বলেন, দল মতের ঊর্ধ্বে সাংবাদিকতা করতেন আতাউস সামাদ। এ রকম বস্তুনিষ্ঠ, সত্যনিষ্ঠ সাংবাদিক বিরল। সবাইকে তিনি আপন করে নিতেন।
সোহরাব হোসেন আক্ষেপ করে আরও বলেন, এটা এখন ঠিক যে স্বৈরাচারের পতন হলেও দেশ এখনো স্বৈরাচার মুক্ত হয়নি, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। এক্ষেত্রে সাংবাদিকদের সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
কীভাবে আতাউস সামাদ স্বৈরাচারকে সংজ্ঞায়িত করেছেন ও স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন তাঁর বই ‘এ কালের বয়ান’ থেকে সেই অংশ পড়ে শোনান সামিয়া চৌধুরী।
স্মরণসভায় আরও বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। সাংবাদিকেরা যাতে সত্য থেকে সরে না আসেন সে আহ্বান জানান বক্তারা। সাংবাদিকদের অনুসন্ধানী সাংবাদিকতা ও সরেজমিন সাংবাদিকতায় ফিরে এলেই তার প্রতি শ্রদ্ধা জানানো হবে বলেও উল্লেখ করেন বক্তারা।

দেশে গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে ঝুঁকি নিতে হবে বলে মন্তব্য করেছেন সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে বরেণ্য সাংবাদিক ‘আতাউস সামাদ স্মৃতি পরিষদ’ এর উদ্যোগে তাঁর দশম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
কামাল হোসেন বলেন, ‘স্বৈরাচারেরা সব সময় গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করতে চায়। সেটা আগেও যেমন হয়েছে, এখনো হচ্ছে। এই গণতন্ত্রকে রক্ষার জন্য আতাউস সামাদের মত সাংবাদিকদের জেলে পর্যন্ত যেতে হয়েছে। সত্য কথা বলতে হলে, উচিত কথা বলতে হলে ঝুঁকি নিতে হয়। বর্তমানেও দেশের গণতন্ত্রকে রক্ষা করতে হলে সেই ঝুঁকি নিতে হবে।’
সভাপতির বক্তব্যে আজকের পত্রিকার সম্পাদক গোলাম রহমান বলেন, ‘রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে সম্পৃক্ত থেকে যেভাবে আতাউস সামাদ সংবাদ সংগ্রহ করতেন তা থেকে সাংবাদিকদের অনেক কিছু শেখার আছে। তাঁকে গ্রেপ্তার করা হলে গোটা দেশের মানুষের মধ্যে আলোড়ন তৈরি হয়েছিল। তার বস্তুনিষ্ঠতা, নির্মোহ সাংবাদিকতা সবার জন্য দিকনির্দেশনা হয়ে থাকবে।’
প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন বলেন, দল মতের ঊর্ধ্বে সাংবাদিকতা করতেন আতাউস সামাদ। এ রকম বস্তুনিষ্ঠ, সত্যনিষ্ঠ সাংবাদিক বিরল। সবাইকে তিনি আপন করে নিতেন।
সোহরাব হোসেন আক্ষেপ করে আরও বলেন, এটা এখন ঠিক যে স্বৈরাচারের পতন হলেও দেশ এখনো স্বৈরাচার মুক্ত হয়নি, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। এক্ষেত্রে সাংবাদিকদের সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
কীভাবে আতাউস সামাদ স্বৈরাচারকে সংজ্ঞায়িত করেছেন ও স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন তাঁর বই ‘এ কালের বয়ান’ থেকে সেই অংশ পড়ে শোনান সামিয়া চৌধুরী।
স্মরণসভায় আরও বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। সাংবাদিকেরা যাতে সত্য থেকে সরে না আসেন সে আহ্বান জানান বক্তারা। সাংবাদিকদের অনুসন্ধানী সাংবাদিকতা ও সরেজমিন সাংবাদিকতায় ফিরে এলেই তার প্রতি শ্রদ্ধা জানানো হবে বলেও উল্লেখ করেন বক্তারা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১০ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১১ ঘণ্টা আগে