Ajker Patrika

মির্জাপুরে গৃহবধূকে হত্যার অভিযোগ স্বামীর 

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মির্জাপুরে গৃহবধূকে হত্যার অভিযোগ স্বামীর 

টাঙ্গাইলের মির্জাপুরে গৃহবধূ বেদেনা বেগমকে (৫০) হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আজ বুধবার ভোরে উপজেলার ইচাইল গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত বেদেনা বেগম ওই গ্রামের অটোচালক রহুল আমিনের স্ত্রী। ঘটনার পর থেকে তাঁর স্বামী পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় ৩৫ বছর আগে ইচাইল গ্রামের তহিজ উদ্দিনের ছেলে রুহুল আমিনের সঙ্গে উপজেলা মহেড়া ইউনিয়নের ভাতকুড়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে বেদেনার বিয়ে হয়। তাঁদের দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। পারিবারিক বিভিন্ন বিষয়ে তাঁদের প্রায়ই ঝগড়া লেগেই থাকত। মঙ্গলবার রাতেও ওই দম্পতির মধ্যে ঝগড়া হয়। এক পর্যায় ভোরে রুহুল আমিন ছুরি দিয়ে স্ত্রীর বুকে আঘাত করে। পরে গুরুতর আহত হলে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টার দিকে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। স্বামী পলাতক রয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত