নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তফসিলভুক্ত অপরাধের বিষয়ে কোনো ব্যক্তি সরাসরি আদালতে অভিযোগ দায়ের করতে পারবে না, দুর্নীতি দমন কমিশনের ১৩(৩)-এর এমন বিধি কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এই রুল জারি করেন।
আইনসচিব, স্বরাষ্ট্রসচিব, দুদকের চেয়ারম্যান, সচিবসহ সংশ্লিষ্টদের আগামী ১০ দিনের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। আবেদনের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী সুবীর নন্দী দাস। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
সুবীর নন্দী বলেন, নাগরিকেরা কোথায়, কীভাবে মামলা করবেন সেটা আইনে বলা আছে। কিন্তু বিধি করে মামলা করার অধিকার খর্ব করা—এটা দুর্নীতি দমন কমিশন করতে পারে না। আর অভিযোগ করলে আদালত কী করবেন সে সম্পর্কেও বিধিতে বলে দিচ্ছে। এটাও দুদক করতে পারে না। কেননা, আদালত আইন অনুযায়ী স্বাধীনভাবে তাঁর কার্যক্রম পরিচালনা করবেন।
দুদক নিজেই মামলা করার ক্ষমতাসংক্রান্ত বিষয়ে বিধিমালা, ২০০৭ সংশোধন করে ২০১৯ সালে গেজেট জারি করে। ওই সময় সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস রিট করলে থানার পরিবর্তে দুদক কার্যালয়ে এজাহার দায়ের করা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একই বিধিমালার ১৩ (৩) বিধির বৈধতা চ্যালেঞ্জ করে গত ৯ জুন সম্পূরক আবেদনটি করা হয়।

তফসিলভুক্ত অপরাধের বিষয়ে কোনো ব্যক্তি সরাসরি আদালতে অভিযোগ দায়ের করতে পারবে না, দুর্নীতি দমন কমিশনের ১৩(৩)-এর এমন বিধি কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এই রুল জারি করেন।
আইনসচিব, স্বরাষ্ট্রসচিব, দুদকের চেয়ারম্যান, সচিবসহ সংশ্লিষ্টদের আগামী ১০ দিনের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। আবেদনের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী সুবীর নন্দী দাস। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
সুবীর নন্দী বলেন, নাগরিকেরা কোথায়, কীভাবে মামলা করবেন সেটা আইনে বলা আছে। কিন্তু বিধি করে মামলা করার অধিকার খর্ব করা—এটা দুর্নীতি দমন কমিশন করতে পারে না। আর অভিযোগ করলে আদালত কী করবেন সে সম্পর্কেও বিধিতে বলে দিচ্ছে। এটাও দুদক করতে পারে না। কেননা, আদালত আইন অনুযায়ী স্বাধীনভাবে তাঁর কার্যক্রম পরিচালনা করবেন।
দুদক নিজেই মামলা করার ক্ষমতাসংক্রান্ত বিষয়ে বিধিমালা, ২০০৭ সংশোধন করে ২০১৯ সালে গেজেট জারি করে। ওই সময় সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস রিট করলে থানার পরিবর্তে দুদক কার্যালয়ে এজাহার দায়ের করা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একই বিধিমালার ১৩ (৩) বিধির বৈধতা চ্যালেঞ্জ করে গত ৯ জুন সম্পূরক আবেদনটি করা হয়।

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৯ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৯ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৯ ঘণ্টা আগে